জীবনধারা ডেস্ক
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। এরপর ‘কলা’ ও ‘এনিমেল’ চলচ্চিত্রের মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি। স্ক্রিনে সেই অর্থে কখনো লাউড মেকআপে দেখা যায়নি এই তারকাকে। নিয়মিত যাঁরা তৃপ্তি দিমরির ইনস্টাগ্রাম স্ক্রল করেন, তাঁরা জানেন, এই নায়িকা আগাগোড়া মিনিমালিস্ট।
মিনিমালিস্ট হলেও বি–টাউনে যাঁর বিচরণ, তাঁর তো সৌন্দর্য মন্ত্র কিছু না কিছু থাকবেই। তৃপ্তি দিমরির ভাষ্য, আত্মবিশ্বাস জীবনের প্রতিটি ক্ষেত্রেই খুব জরুরি। আত্মবিশ্বাস থাকলে দেখতে ভালোলাগে। তা ছাড়া ত্বক ও স্বাস্থ্য়ের প্রতি প্রতিদিনই যত্নবান থাকা প্রয়োজন।
ব্যক্তিগত জীবনে খানিকটা অন্তর্মুখী আর লাজুক স্বভাবের হলেও শুটিংয়ের সেটে গেলে তৃপ্তি দিমরি যেন একেবারেই ভিন্ন মানুষ হয়ে ওঠেন। তিনি নিজেই এ কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘কাজে যখন থাক, তখন একেবারে চরিত্রে ডুবে যাই, আর এটাই আমাকে আত্মবিশ্বাসী করে তোলে।’
সুস্বাস্থ্য ও সুন্দর ত্বকের জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি। তৃপ্তি বলেন, ‘যখন থেকে আমি পর্যাপ্ত ঘুমানোর বিষয়ে সচেতন হয়েছি, তখন থেকে আমার ত্বকের সমস্যা কমতে শুরু করেছে ও শরীর–মনও ফুরফুরে থাকছে।’ সুন্দর ত্বক পেতে হলে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে; আর ভালো ঘুম হলে শরীর শক্তি ফিরে পাবে। যোগ করেন তিনি।
ভারী মেকআপে ইতস্তত করলেও পোশাক–আশাক নিয়ে নিরীক্ষা করতে একেবারেই ভয় পান না এই নায়িকা। তবে জুয়েলারি ব্যবহারের ক্ষেত্রে ছিমছাম আর হালকা ধাঁচের গয়নাই তাঁর প্রিয়।
কখনো যদি ভারী মেকআপ করতেই হয়, তখন নজর দেন চোখের সাজে। দিমরির বোল্ড আই মেকআপই বাজিমাত করে দেয়!
সূত্র: ফেমিনা ও অন্যান্য
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
২ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
৩ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
৩ দিন আগে