শারমিন কচি
প্রশ্ন: চুল রং করেছি সাত-আট মাস আগে। বারগেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে। কী করণীয়?
আফরোজা খাতুন, মুন্সিগঞ্জ
ভালো মানের কালার ব্যবহার করতে হবে। রং করার পর কালার গার্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: গরমে ত্বকে ছোট ছোট র্যাশ বের হয়। ত্বকে মলিন ভাবও দেখা দেয়। কী করব?
লীনা হক, বরিশাল
সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান। হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
জেনেটিক চর্মরোগ কি কোনোভাবে এড়ানো সম্ভব? আমার মায়ের পায়ে তিলের মতো ছোট ছোট তবে ঘন দাগ রয়েছে। কখনো এগুলো চুলকায় ও বাড়ে।
প্রশ্ন: একটা বয়সের পর আমার হাতের উপরিভাগেও এমন দাগ দেখা দিয়েছে, যদিও মায়ের মতো সেগুলো বাড়েনি। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এগুলো হাইপারপিগমেন্টেশন। এটি বংশগত হলেও এর চিকিৎসা নিতে হবে। ভালো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন এ থেকে মুক্ত থাকতে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: চুল রং করেছি সাত-আট মাস আগে। বারগেন্ডি রং ছিল। শ্যাম্পু করার কারণে চুলের রং ধুয়ে এখন বাদামি হয়ে গেছে। কিন্তু রং করা অংশের চুলগুলো খুব রুক্ষ হয়ে গেছে। কী করণীয়?
আফরোজা খাতুন, মুন্সিগঞ্জ
ভালো মানের কালার ব্যবহার করতে হবে। রং করার পর কালার গার্ড শ্যাম্পু ব্যবহার করুন এবং প্রতিদিন কন্ডিশনার ব্যবহার করবেন।
প্রশ্ন: গরমে ত্বকে ছোট ছোট র্যাশ বের হয়। ত্বকে মলিন ভাবও দেখা দেয়। কী করব?
লীনা হক, বরিশাল
সাধারণত ফেসওয়াশ দিয়ে যেভাবে মুখ ধোয়া হয়, তাতে ত্বক গভীরভাবে পরিষ্কার হয় না। তাই সপ্তাহে অন্তত দুই দিন ত্বক ডিপ ক্লিন বা গভীরভাবে পরিষ্কার করতে হবে। সব ধরনের ত্বকের জন্য ঘরোয়া প্যাক হিসেবে বেসনের সঙ্গে গোলাপজল ও সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। বেসন, গোলাপজল ও মধুর মিশ্রণটি মুখে লাগান। হালকা শুকিয়ে এলে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
জেনেটিক চর্মরোগ কি কোনোভাবে এড়ানো সম্ভব? আমার মায়ের পায়ে তিলের মতো ছোট ছোট তবে ঘন দাগ রয়েছে। কখনো এগুলো চুলকায় ও বাড়ে।
প্রশ্ন: একটা বয়সের পর আমার হাতের উপরিভাগেও এমন দাগ দেখা দিয়েছে, যদিও মায়ের মতো সেগুলো বাড়েনি। কী করতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
এগুলো হাইপারপিগমেন্টেশন। এটি বংশগত হলেও এর চিকিৎসা নিতে হবে। ভালো একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে পারেন এ থেকে মুক্ত থাকতে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
খেজুর অত্যন্ত পুষ্টিকর ফল। আজকাল এটি ‘সুপার ফুড’ হিসেবে পরিচিত। সারা বিশ্বে খেজুরের বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে। প্রতিটির পুষ্টিগুণ কিছুটা আলাদা হলেও সব ধরনের খেজুর সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। তবে খেজুরের গুণমান নিশ্চিত করার জন্য কিছু বিষয় জেনে রাখা গুরুত্বপূর্ণ।
১২ ঘণ্টা আগেবলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
২ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
২ দিন আগে