শোনো, শোনো, কাজল চোখের মেয়ে

নাহিন আশরাফ
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭: ৩৯
Thumbnail image

বাংলা গদ্যে ও পদ্যে বারবার উঠে এসেছে নারীর কাজল কালো চোখের কথা। সাদাত হোসাইনের ‘শোনো, কাজল চোখের মেয়ে’ কবিতাটি আমাদের কবিতায় শেষ সংযোজন কি না, আমরা জানি না। ঠিক তেমনি জানা যায় না, কাজলের সঙ্গে নারীর প্রেমের শুরু কবে। তবে এটি ব্যবহার শুরুর দিনক্ষণ নির্দিষ্ট করে বলা সম্ভব না হলেও এটা নির্দ্বিধায় বলা যায়, কাজল সাজের পরিপূর্ণতা দেয়। তবে মনে রাখতে হবে, এটি যেমন চোখের সৌন্দর্য বাড়িয়ে তুলতে পারে, তেমনি ভুল পদ্ধতিতে কাজলের ব্যবহার চোখের সৌন্দর্য নষ্টও করতে পারে।

সাজে কাজলের ব্যবহার নিয়ে কথা হয় বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচির সঙ্গে। তিনি বলেন, বরাবরই কাজল ট্রেন্ডে ছিল। শুধু যে বাঙালি সাজের সঙ্গেই কাজল ব্যবহার করা হয় তা নয়। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও কাজল বেশ মানিয়ে যায়।

আছে রঙের বৈচিত্র্য
এখন শুধু কাজল কালো চোখ বললে ভুল হবে। কারণ ট্রেন্ডে কালো ছাড়াও হরেক রঙের কাজল রয়েছে। সাজে ভিন্নতা আনতে চোখে ব্যবহার করা হয় এগুলো। সবচেয়ে বেশি দেখা যায় নীল, সবুজ ও সাদা রঙের কাজলের ব্যবহার। এ ছাড়া খয়েরি কিংবা আকাশি রঙের কাজলও অনেকে ব্যবহার করে থাকে। চোখের সাজ শেষে এটিকে হাইলাইট করার জন্য বেশি ব্যবহার করা হয় সাদা কাজল। তবে এটি কালো কাজলের মতো চোখজুড়ে না দিয়ে চোখের নিচে ঠিক মাঝামাঝি জায়গায় ব্যবহার করতে হয়। আবার অনেকে চোখের কোনায় সামান্য সাদা কাজল ব্যবহার করে চোখ দুটি আরও বেশি উজ্জ্বল করে তোলেন। এ ছাড়া নীল, সবুজ কিংবা অন্য রঙের কাজল ব্যবহার করতে চাইলে তা পোশাকের রঙের সঙ্গে মিল রেখে ব্যবহার করা ভালো।

চোখের আকার বুঝে কাজল দিন
কাজল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই চোখের আকারের দিকে খেয়াল রাখতে হবে। ছোট চোখে খুব মোটা করে কাজল দিলে চোখ আরও বেশি ছোট লাগবে। তাই সে ক্ষেত্রে সরু লাইনে চোখের নিচে কাজল দিতে হবে। চোখ বড় হলে চোখের ওপরেও কাজল ব্যবহার করা যেতে পারে। অনেকেই এখন কাজল দিয়ে স্মোকি আই লুক করে থাকে। সে ক্ষেত্রে কালো কাজল নিয়ে চোখের পাতার ওপর লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ওপরে ব্ল্যাক আইশ্যাডো লাগাতে হবে। কাজল দিয়ে আই লুক করলে চোখের সাজ অনেক বেশি স্বাভাবিক হয়।

ছড়িয়ে যাওয়া রোধে
কাজল ছড়িয়ে চোখের নিচে কালো হয়ে যাওয়ার ভয়ে অনেকে এটি ব্যবহার করতে চায় না। ব্যবহারের পর এটি যাতে না ছড়িয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই ওয়াটারপ্রুফ কাজল ব্যবহার করতে হবে। কিন্তু ত্বক অনেক বেশি তৈলাক্ত হওয়ার কারণে কাজল ছড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে অবশ্যই কাজল দেওয়ার আগে ত্বক প্রস্তুত করে নেওয়া জরুরি। কাজল দেওয়ার আগে চোখের ওপর আই প্রাইমার ব্যবহার করতে হবে। এটি ত্বকের ওপেন পোরস থেকে সিবাম নিসরণ নিয়ন্ত্রণ করে। এতে কাজল ছড়িয়ে যায় না।

এ ছাড়া জেল ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। রিংকেলসের সমস্যা থাকলে আই ক্রিমও ব্যবহার করা যেতে পারে। ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে কাজল ব্যবহারের আগে কনসিলার দিতে হবে। এরপর ভালো করে কনসিলার ব্লেন্ড করে তার ওপর লুজ পাউডার দিয়ে সেট করে নিয়ে কাজল ব্যবহার করলে তা সহজে ছড়িয়ে যাবে না। কাজল দেওয়ার আগে ওয়াটার লাইন ভালো করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। অফিস কিংবা ক্লাসে কাজল দিয়ে গেলে কাজলের ওপর কালো রঙের আইশ্যাডো ব্লেন্ড করে নিতে হবে। তাহলে আর ছড়িয়ে যাবে না।  

কেনার আগে
শারমিন কচি জানান, চোখের মতো সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয় বলে কাজল কেনার আগে অবশ্যই এর মান নিশ্চিত করতে হবে। কাজল তোলার সময় অ্যালকোহল নেই এমন মেকআপ রিমুভার ব্যবহার করতে হবে। নিত্যদিনের সাজের জন্য কাজলের বিকল্প কিছু হতে পারে না। চোখের নিচে একটু কাজল ও ঘন করে দেওয়া মাশকারাই যথেষ্ট দারুণ লুকের জন্য। কাজল যাতে ম্যাট হয় সেদিকেও লক্ষ রাখতে হবে। তবে যাঁদের তীব্র অ্যালার্জির সমস্যা আছে। তাঁদের অবশ্যই কাজল ব্যবহারের আগে সাবধানতা অবলম্বন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত