ফিচার ডেস্ক
বাইক ভ্রমণ এখন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। একা তো বটেই, এখন দল বেঁধে অনেকে পাহাড়সহ বিভিন্ন দীর্ঘ পথে ঘুরতে যাচ্ছেন বাইক চেপে। কিন্তু গ্রীষ্ম আর শীতকালে বাইক চালানোয় পার্থক্য আছে। এ ঋতুতে ঠান্ডা আবহাওয়ার জন্য শুধু মোটা পোশাক পরলেই প্রস্তুতি শেষ হয় না; খেয়াল রাখতে হয় আরও বিভিন্ন বিষয়।
তাপমাত্রার প্রভাব
তাপমাত্রা কমে গেলে বাইকের টায়ারের চাপ বজায় রাখা কঠিন হতে পারে। তাপমাত্রার যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য মোটা বা ভারী টায়ারের বাইক ব্যবহারের চেষ্টা করুন।
তীক্ষ্ণ মনোযোগ
ঠান্ডা আবহাওয়া, কুয়াশা ইত্যাদি কারণে শীতে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পথে ভ্রমণের সময় একাকিত্বও পেয়ে বসতে পারে। এসব কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ সময় বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।
ধীরগতি
শীতকালে বাইকারদের বছরের অন্যান্য সময়ের তুলনায় ধীরগতি এবং বাঁক নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে শীতে বাইক বা সাইকেল চালানোর সময় সামনের ব্রেকের পরিবর্তে পেছনের ব্রেক ব্যবহারের পরামর্শ দেন।
লাইট ব্যবহার
শীতকালে ঘন কুয়াশায় বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত। অনেক সময় কুয়াশার কারণে দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না।
বাইক ভ্রমণ এখন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। একা তো বটেই, এখন দল বেঁধে অনেকে পাহাড়সহ বিভিন্ন দীর্ঘ পথে ঘুরতে যাচ্ছেন বাইক চেপে। কিন্তু গ্রীষ্ম আর শীতকালে বাইক চালানোয় পার্থক্য আছে। এ ঋতুতে ঠান্ডা আবহাওয়ার জন্য শুধু মোটা পোশাক পরলেই প্রস্তুতি শেষ হয় না; খেয়াল রাখতে হয় আরও বিভিন্ন বিষয়।
তাপমাত্রার প্রভাব
তাপমাত্রা কমে গেলে বাইকের টায়ারের চাপ বজায় রাখা কঠিন হতে পারে। তাপমাত্রার যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য মোটা বা ভারী টায়ারের বাইক ব্যবহারের চেষ্টা করুন।
তীক্ষ্ণ মনোযোগ
ঠান্ডা আবহাওয়া, কুয়াশা ইত্যাদি কারণে শীতে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পথে ভ্রমণের সময় একাকিত্বও পেয়ে বসতে পারে। এসব কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ সময় বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।
ধীরগতি
শীতকালে বাইকারদের বছরের অন্যান্য সময়ের তুলনায় ধীরগতি এবং বাঁক নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে শীতে বাইক বা সাইকেল চালানোর সময় সামনের ব্রেকের পরিবর্তে পেছনের ব্রেক ব্যবহারের পরামর্শ দেন।
লাইট ব্যবহার
শীতকালে ঘন কুয়াশায় বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত। অনেক সময় কুয়াশার কারণে দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না।
প্রিয়জনকে খুশি করবেন এবং তাঁর মনে গভীর প্রভাব ফেলবেন—এমন উপহারের কথা চিন্তা করলে সাধারণত বড়, দৃশ্যমান জিনিসগুলোই মনে আসে। যেমন—ফুল, তাঁর প্রিয় জিনিস বা নিয়মিত ব্যবহারের জিনিস, এমনকি স্থূল ইঙ্গিত বা ভাববিনিময়ও হতে পারে। ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে উপহারের ভূমিকা প্রশ্নাতীত।
১ দিন আগেচাদর নিয়ে এমন কাব্যকথার কমতি নেই আমাদের। বর্ণিল একখণ্ড উষ্ণতা যেন। শীত এলেই এর জমিনে ফুটে ওঠে হরেক রং, হরেক রেখা। আমাদের ফ্যাশনে চাদর এক দারুণ সিগনেচার তৈরি করেছে। এতটা ব্যঞ্জনা হয়তো অন্য কোনো পোশাক তৈরি করতে পারেনি। চাদর গায়ে দিলেই পুরুষ হয়ে ওঠে কবি কিংবা উপন্যাসের রোমান্টিক কোনো চরিত্র...
২ দিন আগেচা কিংবা কফি পানের পাত্র হিসেবে এখন সিরামিকের কাপের পরিচয় সীমাবদ্ধ নেই। আকর্ষণীয় নকশা আর রঙের এই কাপ বা মগগুলোকে এখন বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এতে খানিক হলেও বদলে যাচ্ছে বাসাবাড়ির চেহারা। ঘর সাজানো থেকে শুরু করে নানান সৃজনশীল কাজের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগুলো। ফলে নান্দনিক হয়ে...
২ দিন আগেহাতব্যাগের ধরন যেমন সময়-সময় বদলায়, তেমনই এতে থাকা জিনিসপত্র ঋতু পরিবর্তনের সঙ্গে না বদলালে চলে না। তাই এই শীতে হাতব্যাগে থাকা প্রয়োজনীয় জিনিসের তালিকায় পরিবর্তন আনুন। কী কী জরুরি জিনিস রাখা যেতে পারে হাতব্যাগে...
২ দিন আগে