ফিচার ডেস্ক
বাইক ভ্রমণ এখন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। একা তো বটেই, এখন দল বেঁধে অনেকে পাহাড়সহ বিভিন্ন দীর্ঘ পথে ঘুরতে যাচ্ছেন বাইক চেপে। কিন্তু গ্রীষ্ম আর শীতকালে বাইক চালানোয় পার্থক্য আছে। এ ঋতুতে ঠান্ডা আবহাওয়ার জন্য শুধু মোটা পোশাক পরলেই প্রস্তুতি শেষ হয় না; খেয়াল রাখতে হয় আরও বিভিন্ন বিষয়।
তাপমাত্রার প্রভাব
তাপমাত্রা কমে গেলে বাইকের টায়ারের চাপ বজায় রাখা কঠিন হতে পারে। তাপমাত্রার যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য মোটা বা ভারী টায়ারের বাইক ব্যবহারের চেষ্টা করুন।
তীক্ষ্ণ মনোযোগ
ঠান্ডা আবহাওয়া, কুয়াশা ইত্যাদি কারণে শীতে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পথে ভ্রমণের সময় একাকিত্বও পেয়ে বসতে পারে। এসব কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ সময় বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।
ধীরগতি
শীতকালে বাইকারদের বছরের অন্যান্য সময়ের তুলনায় ধীরগতি এবং বাঁক নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে শীতে বাইক বা সাইকেল চালানোর সময় সামনের ব্রেকের পরিবর্তে পেছনের ব্রেক ব্যবহারের পরামর্শ দেন।
লাইট ব্যবহার
শীতকালে ঘন কুয়াশায় বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত। অনেক সময় কুয়াশার কারণে দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না।
বাইক ভ্রমণ এখন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। একা তো বটেই, এখন দল বেঁধে অনেকে পাহাড়সহ বিভিন্ন দীর্ঘ পথে ঘুরতে যাচ্ছেন বাইক চেপে। কিন্তু গ্রীষ্ম আর শীতকালে বাইক চালানোয় পার্থক্য আছে। এ ঋতুতে ঠান্ডা আবহাওয়ার জন্য শুধু মোটা পোশাক পরলেই প্রস্তুতি শেষ হয় না; খেয়াল রাখতে হয় আরও বিভিন্ন বিষয়।
তাপমাত্রার প্রভাব
তাপমাত্রা কমে গেলে বাইকের টায়ারের চাপ বজায় রাখা কঠিন হতে পারে। তাপমাত্রার যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য মোটা বা ভারী টায়ারের বাইক ব্যবহারের চেষ্টা করুন।
তীক্ষ্ণ মনোযোগ
ঠান্ডা আবহাওয়া, কুয়াশা ইত্যাদি কারণে শীতে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পথে ভ্রমণের সময় একাকিত্বও পেয়ে বসতে পারে। এসব কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ সময় বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।
ধীরগতি
শীতকালে বাইকারদের বছরের অন্যান্য সময়ের তুলনায় ধীরগতি এবং বাঁক নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে শীতে বাইক বা সাইকেল চালানোর সময় সামনের ব্রেকের পরিবর্তে পেছনের ব্রেক ব্যবহারের পরামর্শ দেন।
লাইট ব্যবহার
শীতকালে ঘন কুয়াশায় বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত। অনেক সময় কুয়াশার কারণে দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না।
মাত্র ২৭ দিনে নেপালের তিনটি ছয় হাজার মিটারের বেশি উচ্চতার তিন পর্বতচূড়া জয় করেছেন আহসানুজ্জামান তৌকির (২৭)। কোনো ধরনের শেরপার সাহায্য ছাড়াই চূড়াগুলো জয় করেছেন তিনি। তার এই অভিযানের নাম ছিল, ‘থ্রি পিক ইন এ রো’। গত ৩০ অক্টোবর সকাল মেরা পিক জয়ের মাধ্যমে অভিযানটির সফল সমাপ্তি হয়।
৪ ঘণ্টা আগেঢাকার উপকণ্ঠে ধামরাই। শহরঘেঁষা হলেও এখানে আছে নয়নাভিরাম প্রকৃতি; বিশেষ করে ধামরাইয়ের কাজিয়ালকুণ্ড, আড়ালিয়া, মাখুলিয়া, কানারচর, মাধবপট্টিসহ আরও অনেক গ্রাম ছবির মতো সুন্দর।
৮ ঘণ্টা আগেবছরখানেক আগেও মধ্যপ্রাচ্যের ভ্রমণ গন্তব্যের তালিকায় বেশ পিছিয়ে ছিল সৌদি আরব। তবে খুব অল্প সময়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে দেশটি। ২০২৪ সালে এসে মধ্যপ্রাচ্যের অন্যতম পর্যটনবান্ধব দেশ এখন সৌদি আরব। ২০৩০ সালের মধ্যে প্রায় ১০ কোটি পর্যটক আনতে চায় দেশটি।
৮ ঘণ্টা আগেজার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
৯ ঘণ্টা আগে