শীত উপভোগ করুন উত্তরবঙ্গে

ডেস্ক রিপোর্ট
Thumbnail image

শীতপ্রেমীদের জন্য এ সময় ভ্রমণের আদর্শ জায়গা উত্তরবঙ্গ। 

রাজশাহী 
কুয়াশা মোড়ানো পূর্ণিমায় পদ্মার রূপ দেখতে এবং হাঁসের মাংস দিয়ে কালাইয়ের রুটি খেতে যেতে হবে রাজশাহী। এ ছাড়া রাজশাহীতে আছে বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি এবং ইতিহাসসমৃদ্ধ নানা মন্দির। যেসব জায়গায় গিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের সঙ্গে অতীতে উঁকি দিয়ে দেখা যায়। একই সঙ্গে ঘুরে আসতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শিশুপার্ক, হাওয়াখানা ও চিড়িয়াখানা। 

পঞ্চগড় 
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবহাওয়া এবং আকাশের অবস্থা অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ ছাড়া রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সমতলে বিস্তৃত চা-বাগান, গোলকধাম মন্দির, বরদেশ্বরী মহাপীঠ মন্দির, বারআউলিয়া মাজার, ভিতরগড় দুর্গ নগরী, মহারাজার দিঘি, মির্জাপুর শাহি মসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা। 

দিনাজপুর 
দিনাজপুরে রয়েছে স্থাপত্যশৈলীর বিচিত্র নিদর্শন। এর মধ্যে দিনাজপুর রাজবাড়ী, কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, রামসাগর ও সুখসাগর, স্বপ্নপুরী, বড় বড় লিচুবাগান। 

রংপুর
রংপুরে দেখা যাবে দেবী চৌধুরাণীর বাড়ি, বেগম রোকেয়ার বাড়ি, লালদিঘি ৯ গম্বুজ মসজিদ, তাজহাট জমিদারবাড়ি, প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগতসহ অনেক কিছু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত