বিইআরসির নতুন চেয়ারম্যান জালাল আহমেদ

বিশেষ প্রতিনিধি, ঢাকা
Thumbnail image

জালাল আহমেদকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ৬ ধারা অনুযায়ী তাকে এই নিয়োগ দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জালাল আহমেদের চাকরির মেয়াদ হবে তিন বছর। তিনি যে কোনো সময় এক মাসের নোটিশে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন। এক লক্ষ পাঁচ হাজার টাকা ও বাড়ি ভাড়া বাবদ নির্ধারিত পঞ্চাশ হাজার ৬০০ টাকা তিনি প্রতি মাসে পাবেন। তাঁর নিজের ও পরিবারের সদস্যদের জন্য দেশের অভ্যন্তরে চিকিৎসা ব্যয় পাবেন। এ ছাড়া তিনি তাঁর ব্যবহারের জন্য একটি সার্বক্ষণিক গাড়ি পাবেন।

এর আগে গতকালই বিইআরসির সর্বশেষ চেয়ারম্যান হিসেবে নুরুল আলম পদত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত