অনলাইন ডেস্ক
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে ‘হান্ড্রেড নেক্সট’ তালিকায় ঠাঁই দিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবছরই এই তালিকায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য বিশ্বের ১০০ জন উদীয়মান প্রভাবশালী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। এবার এই তালিকায় নেতৃত্বের ক্যাটাগরিতে আছেন নাহিদ ইসরলাম।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, ২ অক্টোবর প্রকাশিত তালিকাটিতে উপদেষ্টা নাহিদ সম্পর্কে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি বয়সী হতে হয়নি। সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সূচনা করা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ।’
নাহিদ সম্পর্কে আরও বলা হয়েছে, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো এখনো সামনে রয়েছে। নাহিদ ইসলাম হলেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই জেনারেশন-জেড মন্ত্রীদের একজন। ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে যে গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা মেরামত করাই তাঁদের কাজ।’
নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্যদের একজন। ঢাকা শহরের বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
টাইম-হান্ড্রেড নেক্সট তালিকা উদীয়মান বিশ্বনেতাদের নিয়ে তৈরি হয়, যারা ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন গড়েছে। এই বছরের তালিকাটিতে নেতৃত্বের বৈচিত্র্য রয়েছে। এবারের তালিকায় অর্ধেকেরও বেশি নারী।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামকে ‘হান্ড্রেড নেক্সট’ তালিকায় ঠাঁই দিয়েছে টাইম ম্যাগাজিন। প্রতিবছরই এই তালিকায় বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব রাখার জন্য বিশ্বের ১০০ জন উদীয়মান প্রভাবশালী ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। এবার এই তালিকায় নেতৃত্বের ক্যাটাগরিতে আছেন নাহিদ ইসরলাম।
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, ২ অক্টোবর প্রকাশিত তালিকাটিতে উপদেষ্টা নাহিদ সম্পর্কে বলা হয়েছে, ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজনকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করার জন্য নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি বয়সী হতে হয়নি। সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সূচনা করা ছাত্র আন্দোলনের অন্যতম মুখ।’
নাহিদ সম্পর্কে আরও বলা হয়েছে, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো এখনো সামনে রয়েছে। নাহিদ ইসলাম হলেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই জেনারেশন-জেড মন্ত্রীদের একজন। ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে যে গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল, তা মেরামত করাই তাঁদের কাজ।’
নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া সর্বকনিষ্ঠ সদস্যদের একজন। ঢাকা শহরের বাসিন্দা নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র।
টাইম-হান্ড্রেড নেক্সট তালিকা উদীয়মান বিশ্বনেতাদের নিয়ে তৈরি হয়, যারা ইতিমধ্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তন গড়েছে। এই বছরের তালিকাটিতে নেতৃত্বের বৈচিত্র্য রয়েছে। এবারের তালিকায় অর্ধেকেরও বেশি নারী।
নবীন উদ্যোক্তাদের সংগ্রাম ও সাফল্যের গল্প শুনতে তাঁদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে ১৫ জন উদ্যোক্তা অংশ নেন, যাঁরা সামাজিক ব্যবসার মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলেছেন।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস. এম. কামরুল হাসান ও পাকিস্তানের প্রতিরক্ষা সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) মুহাম্মদ আলী রাওয়ালপিন্ডিতে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগে২০২৪ সালে বাংলাদেশে ৩১০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তাদের মাঝে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। এর মধ্যে ৬৫ শতাংশের বেশি কৈশোর বয়সী।
১৪ ঘণ্টা আগে