Ajker Patrika

ডজনখানেক সাবেক মন্ত্রী-এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা। ছবি: সংগৃহীত

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত সরকারের আরও কয়েক ডজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী ও তাদের পরিবারকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দেয় বলে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

যাঁদের বিরুদ্ধে বিদেশযাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে, তাঁরা হলেন—সাবেক রেলমন্ত্রী মজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লা-৬ আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সাবেক সিটি মেয়র তাসনিম বাহার সূচনা, আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আমুর পালিত কন্যা সুমাইয়া, আমুর পিএ ফররুখ মজিদ মাহমুদ কিরণ, ফররুখের স্ত্রী রাফেজা মজিদ, রিজেন্সির এমডি কবির রেজা ও রোকেয়া খাতুন।

এ ছাড়া বিদেশযাত্রার নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম ও লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন। একই সঙ্গে তাদের স্ত্রী, ছেলেমেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত