খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০২: ১৭
Thumbnail image
ফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

ইসি সূত্র জানায়, আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে কোনো দাবি, আপত্তি ও সংশোধনীর প্রয়োজন হলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশোধনী কর্তৃপক্ষ ৩০ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশন করতে হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকার প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার হতে পারে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।

ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর একদিকে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। অপর দিকে ২০ জানুয়ারির দিক থেকে বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারুণ্যের সঙ্গে অভিজ্ঞদের মিশেলে আসছে নতুন দল

আ.লীগ নেতাকে নিজেদের কর্মী দাবি জামায়াতের, থানা থেকে ছাড়াতে তদবির

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিকের বাবা-মাসহ তিনজনকে কুপিয়ে জখম, পুলিশ বলছে চুরির ঘটনা

যশোরে আজহারীর মাহফিলে মানুষের ঢল, পদদলিত হয়ে আহত অন্তত ৫

নতুন ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত