নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইসি সূত্র জানায়, আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে কোনো দাবি, আপত্তি ও সংশোধনীর প্রয়োজন হলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশোধনী কর্তৃপক্ষ ৩০ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশন করতে হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকার প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার হতে পারে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।
ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর একদিকে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। অপর দিকে ২০ জানুয়ারির দিক থেকে বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। খসড়া তালিকা প্রকাশের পর কোনো দাবি, আপত্তি ও সংশোধন থাকলে সংশ্লিষ্ট উপজেলায় ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ আজ সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
ইসি সূত্র জানায়, আজ খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এ নিয়ে কোনো দাবি, আপত্তি ও সংশোধনীর প্রয়োজন হলে ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। সংশোধনী কর্তৃপক্ষ ৩০ জানুয়ারির মধ্যে তা নিষ্পত্তি করবে। ৯ ফেব্রুয়ারির মধ্যে দাখিল হওয়া আবেদনের ওপর গ্রহণ করা সিদ্ধান্ত সন্নিবেশন করতে হবে। পরে ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভোটার তালিকার প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, তার মধ্যে ১৩ লাখ আমরা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর বাকি ৪ লাখ আমাদের বিভিন্ন অফিসে এসে এই বছরে নিবন্ধন করেছে। অর্থাৎ আমাদের ধারণা খসড়ায় ২৭ থেকে ২৮ লাখ ভোটার হতে পারে, যেটা ১ জানুয়ারি ২০২৫ সালে আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকায় যুক্ত হবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে এই তথ্যটা পূর্ণাঙ্গ হয় না। কারণ অনেকেই অফিসে এসে নিবন্ধন সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।
ইসি কর্মকর্তারা জানান, খসড়া প্রকাশের পর একদিকে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। অপর দিকে ২০ জানুয়ারির দিক থেকে বাড়ি বাড়ি গিয়ে আগামী বছরের ভোটার তালিকা হালনাগাদের জন্য নাগরিকের তথ্য সংগ্রহের চিন্তা চলছে। তবে এ বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।
ইসির দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন ভোটার রয়েছে।
২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের জোবায়েরপন্থীদের ওপর সাদপন্থীদের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশ সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে জোবায়েরপন্থীরা। আগামী শুক্রবার (১০ জানুয়ারি) এই দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা
৪০ মিনিট আগেপ্রতিষ্ঠার ৫৩ বছর পূর্তি উদ্যাপন করেছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ উপলক্ষে আজ শনিবার (৪ জানুয়ারি) বিমানের প্রতিটি ফ্লাইটে প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণা প্রচার করা হয়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের যাত্রীদের দেওয়া হয় শুভেচ্ছা উপহার।
২ ঘণ্টা আগেযুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের দখলে থাকা লন্ডনের একটি ফ্ল্যাট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই ফ্ল্যাটটি তাঁকে বিনা মূল্যে ব্যবহার করতে দিয়েছিলেন আবদুল মোতালিফ নামের এক ব্যবসায়ী। বলা হচ্ছে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারে
৩ ঘণ্টা আগেযুক্তরাজ্যের আর্থিক সেবা বিষয়কমন্ত্রী ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে লন্ডনের প্রাণকেন্দ্রে একটি বিলাসবহুল ফ্ল্যাট দান করেছিলেন সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী।
১০ ঘণ্টা আগে