সম্পাদকীয়
২৫ ফেব্রুয়ারি দেশের সব জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শিরোনামগুলো ভিন্ন, কিন্তু বিষয়বস্তু এক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারেই নাজুক, সে কথাই রয়েছে প্রতিবেদনগুলোতে।
চোখের সামনে যে কটি পত্রিকা রয়েছে, সেগুলোর শিরোনামগুলো বলছি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম ছিল ‘পথে নামতে মনে ভয়’। প্রথম আলোর ‘অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, কালবেলার ‘অপরাধের “হটস্পট” ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার’, বাংলাদেশ প্রতিদিনের ‘আইনশৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ’, আমাদের সময়ের ‘টালমাটাল আইনশৃঙ্খলা, ঘরে–বাইরে আতঙ্ক’, যুগান্তরের ‘চারদিকে আতঙ্ক: বাড়ছে ছিনতাই ডাকাতি ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়’, কালের কণ্ঠের ‘সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, সমকালের ‘ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ’, খবরের কাগজের ‘আইনশৃঙ্খলা: অস্বস্তিতে সরকার’, প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম ‘পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা ভয়ংকর’। এ এক নজিরবিহীন ঘটনা। দেশের নিরাপত্তার স্বাস্থ্য যে কাহিল অবস্থায় আছে, সে কথা অনায়াসে বোঝা যায়। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই সংকট মোকাবিলা করতে পারছে না।
আমরা গতকালও এ বিষয়ে সম্পাদকীয় লিখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ভোররাতে যে সংবাদ সম্মেলন করেছিলেন, তা ভোররাতেই কেন করতে হলো, সে বিষয়ে কোনো গ্রহণযোগ্য বক্তব্য দেননি উপদেষ্টা। তিনি যে শুধু দিনে নয়, রাত জেগেও কাজ করেন, এ কথা জেনে দেশের জনগণের কোনো উপকার হয়নি। সময়ের কাজ সময়েই করতে হয়। দিনের বেলায় ঠিকভাবে দিকনির্দেশনা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ জন্য রাত জাগার প্রয়োজন নেই। বিশেষ পরিস্থিতিতেই কেবল রাত জাগতে হয়। মূল বিষয়টি হলো, সত্যিই দেশের মানুষ কতটা নিরাপদ আছেন, সেটা অনুভব করা। পঙ্গপালের মতো উগ্র মব ছড়িয়ে যাচ্ছে সবখানে, তারা ভাঙচুর চালাচ্ছে, চাপাতি বা দেশীয় অস্ত্র হাতে হামলে পড়ছে পথচারীদের ওপর, বাড়িতে ঢুকে ডাকাতি করছে, চলন্ত বাসে ডাকাতি করছে, নারীদের শ্লীলতাহানি করছে অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা সময়মতো প্রতিক্রিয়া দেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার পরই কি এই তড়িঘড়ি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল? আরও দুঃখের ব্যাপার হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এসব হাঙ্গামায় এখনো আওয়ামী জুজুই কেবল আবিষ্কার করে চলেছেন। যাদের গ্রেপ্তার করা উচিত, তাদের কোথায় খুঁজতে হবে সেটাই যদি তিনি না জেনে থাকেন, তাহলে তো বিপদ! এই যদি হয় রাষ্ট্রযন্ত্র সংস্কারের একটি উদাহরণ, তাহলে বলতেই হবে, দেশটা ঠিক পথে হাঁটছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে এই সমস্যা নিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ কথা বলাই বাহুল্য। আগস্টে সরকার পরিবর্তনের পরপরই শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিদের কার ইশারায় ছেড়ে দেওয়া হয়েছিল, সে প্রশ্নও এখন উঠছে। দুঃখজনক সত্য হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের আন্তরিকতার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নৈরাজ্য বা অরাজকতার কাছে হার স্বীকার করে নিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সেটা কি সরকার বুঝতে পারছে?
২৫ ফেব্রুয়ারি দেশের সব জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শিরোনামগুলো ভিন্ন, কিন্তু বিষয়বস্তু এক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারেই নাজুক, সে কথাই রয়েছে প্রতিবেদনগুলোতে।
চোখের সামনে যে কটি পত্রিকা রয়েছে, সেগুলোর শিরোনামগুলো বলছি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম ছিল ‘পথে নামতে মনে ভয়’। প্রথম আলোর ‘অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, কালবেলার ‘অপরাধের “হটস্পট” ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার’, বাংলাদেশ প্রতিদিনের ‘আইনশৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ’, আমাদের সময়ের ‘টালমাটাল আইনশৃঙ্খলা, ঘরে–বাইরে আতঙ্ক’, যুগান্তরের ‘চারদিকে আতঙ্ক: বাড়ছে ছিনতাই ডাকাতি ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়’, কালের কণ্ঠের ‘সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, সমকালের ‘ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ’, খবরের কাগজের ‘আইনশৃঙ্খলা: অস্বস্তিতে সরকার’, প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম ‘পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা ভয়ংকর’। এ এক নজিরবিহীন ঘটনা। দেশের নিরাপত্তার স্বাস্থ্য যে কাহিল অবস্থায় আছে, সে কথা অনায়াসে বোঝা যায়। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই সংকট মোকাবিলা করতে পারছে না।
আমরা গতকালও এ বিষয়ে সম্পাদকীয় লিখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ভোররাতে যে সংবাদ সম্মেলন করেছিলেন, তা ভোররাতেই কেন করতে হলো, সে বিষয়ে কোনো গ্রহণযোগ্য বক্তব্য দেননি উপদেষ্টা। তিনি যে শুধু দিনে নয়, রাত জেগেও কাজ করেন, এ কথা জেনে দেশের জনগণের কোনো উপকার হয়নি। সময়ের কাজ সময়েই করতে হয়। দিনের বেলায় ঠিকভাবে দিকনির্দেশনা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ জন্য রাত জাগার প্রয়োজন নেই। বিশেষ পরিস্থিতিতেই কেবল রাত জাগতে হয়। মূল বিষয়টি হলো, সত্যিই দেশের মানুষ কতটা নিরাপদ আছেন, সেটা অনুভব করা। পঙ্গপালের মতো উগ্র মব ছড়িয়ে যাচ্ছে সবখানে, তারা ভাঙচুর চালাচ্ছে, চাপাতি বা দেশীয় অস্ত্র হাতে হামলে পড়ছে পথচারীদের ওপর, বাড়িতে ঢুকে ডাকাতি করছে, চলন্ত বাসে ডাকাতি করছে, নারীদের শ্লীলতাহানি করছে অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা সময়মতো প্রতিক্রিয়া দেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার পরই কি এই তড়িঘড়ি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল? আরও দুঃখের ব্যাপার হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এসব হাঙ্গামায় এখনো আওয়ামী জুজুই কেবল আবিষ্কার করে চলেছেন। যাদের গ্রেপ্তার করা উচিত, তাদের কোথায় খুঁজতে হবে সেটাই যদি তিনি না জেনে থাকেন, তাহলে তো বিপদ! এই যদি হয় রাষ্ট্রযন্ত্র সংস্কারের একটি উদাহরণ, তাহলে বলতেই হবে, দেশটা ঠিক পথে হাঁটছে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে এই সমস্যা নিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ কথা বলাই বাহুল্য। আগস্টে সরকার পরিবর্তনের পরপরই শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিদের কার ইশারায় ছেড়ে দেওয়া হয়েছিল, সে প্রশ্নও এখন উঠছে। দুঃখজনক সত্য হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের আন্তরিকতার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নৈরাজ্য বা অরাজকতার কাছে হার স্বীকার করে নিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সেটা কি সরকার বুঝতে পারছে?
বাংলাদেশ রাষ্ট্রের জন্ম ও এর প্রাতিষ্ঠানিক বিকাশের ক্ষেত্রে স্বাধীনতার উল্লিখিত ঘোষণাপত্রের এই যে বিশাল ভূমিকা ও অবস্থান, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, স্বাধীনতা-পরর্বর্তী কোনো সরকারই আজ পর্যন্ত সেটিকে যথেষ্ট গুরুত্ব ও মর্যাদার সাথে তুলে ধরতে আগ্রহ দেখায়নি—এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারগুলোও নয়।
৫ ঘণ্টা আগেআমি বেশ কিছুদিন আগে এক ফিলিস্তিনি অভিনেতার সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয় করেছি। ওই অভিনেতা দেশের গণ্ডি ছাড়িয়ে হলিউডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। শুনেছি একবার অস্কারে নমিনেশনও পেয়েছিলেন। অত্যন্ত সজ্জন মানুষ। ফিলিস্তিন নিয়ে আমাদের প্রবল কৌতূহল। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ওই দেশের কথা জানার চেষ্টা করতাম।
১০ ঘণ্টা আগেবাংলা ভাষায় একটি অতি পরিচিত শব্দ হলো খই। কারও কারও মুখের ভাষায় আবার ‘খই ফোটে’। এতে কেউ হয় মুগ্ধ আবার এটি অতিরঞ্জিত হলে কেউ হয় বিরক্ত। কারও আবার কথায় তুবড়ি ছোটে, কারওবা ফুলঝুরি। পরিস্থিতির প্রসঙ্গভেদে কেউবা প্রবচন হিসেবে বলে থাকেন ‘নেই কাজ তো খই ভাজ।’
১০ ঘণ্টা আগেতিরিশোত্তর আধুনিক বাঙালি কবিদের মধ্যে অমিয় চক্রবর্তীর মতো আত্মস্থ কবি আমরা খুব কমই দেখতে পাই। জটিল মার্কিন সমাজে দীর্ঘদিন বসবাস করেও এই উপলব্ধি থেকে তিনি কখনো সরে আসেননি: ‘অপার্থিব কী তা আমার জানা নেই, খোলা চোখের সামনে এই আমার অফুরন্ত দু-দিনের দৃশ্যকাব্য।’ তাঁর একান্ত নিজস্ব চেতনার আদলে নির্মিত এই
১০ ঘণ্টা আগে