Ajker Patrika

সব পত্রিকার শিরোনামে ‘আইনশৃঙ্খলা!’

সম্পাদকীয়
সব পত্রিকার শিরোনামে ‘আইনশৃঙ্খলা!’

২৫ ফেব্রুয়ারি দেশের সব জাতীয় পত্রিকার প্রধান শিরোনাম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শিরোনামগুলো ভিন্ন, কিন্তু বিষয়বস্তু এক। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারেই নাজুক, সে কথাই রয়েছে প্রতিবেদনগুলোতে।

চোখের সামনে যে কটি পত্রিকা রয়েছে, সেগুলোর শিরোনামগুলো বলছি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম ছিল ‘পথে নামতে মনে ভয়’। প্রথম আলোর ‘অপরাধীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, কালবেলার ‘অপরাধের “হটস্পট” ঘিরে ব্যবস্থা নেয়নি সরকার’, বাংলাদেশ প্রতিদিনের ‘আইনশৃঙ্খলার কঠিন চ্যালেঞ্জ’, আমাদের সময়ের ‘টালমাটাল আইনশৃঙ্খলা, ঘরে–বাইরে আতঙ্ক’, যুগান্তরের ‘চারদিকে আতঙ্ক: বাড়ছে ছিনতাই ডাকাতি ধর্ষণ, জনগণের নিরাপত্তা কোথায়’, কালের কণ্ঠের ‘সন্ত্রাসীরা বেপরোয়া, আতঙ্কে মানুষ’, সমকালের ‘ছিনতাই খুন লুটে ভয়ার্ত মানুষ’, খবরের কাগজের ‘আইনশৃঙ্খলা: অস্বস্তিতে সরকার’, প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম ‘পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা ভয়ংকর’। এ এক নজিরবিহীন ঘটনা। দেশের নিরাপত্তার স্বাস্থ্য যে কাহিল অবস্থায় আছে, সে কথা অনায়াসে বোঝা যায়। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই এই সংকট মোকাবিলা করতে পারছে না।

আমরা গতকালও এ বিষয়ে সম্পাদকীয় লিখেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা ভোররাতে যে সংবাদ সম্মেলন করেছিলেন, তা ভোররাতেই কেন করতে হলো, সে বিষয়ে কোনো গ্রহণযোগ্য বক্তব্য দেননি উপদেষ্টা। তিনি যে শুধু দিনে নয়, রাত জেগেও কাজ করেন, এ কথা জেনে দেশের জনগণের কোনো উপকার হয়নি। সময়ের কাজ সময়েই করতে হয়। দিনের বেলায় ঠিকভাবে দিকনির্দেশনা দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। এ জন্য রাত জাগার প্রয়োজন নেই। বিশেষ পরিস্থিতিতেই কেবল রাত জাগতে হয়। মূল বিষয়টি হলো, সত্যিই দেশের মানুষ কতটা নিরাপদ আছেন, সেটা অনুভব করা। পঙ্গপালের মতো উগ্র মব ছড়িয়ে যাচ্ছে সবখানে, তারা ভাঙচুর চালাচ্ছে, চাপাতি বা দেশীয় অস্ত্র হাতে হামলে পড়ছে পথচারীদের ওপর, বাড়িতে ঢুকে ডাকাতি করছে, চলন্ত বাসে ডাকাতি করছে, নারীদের শ্লীলতাহানি করছে অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা সময়মতো প্রতিক্রিয়া দেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করার পরই কি এই তড়িঘড়ি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল? আরও দুঃখের ব্যাপার হলো, স্বরাষ্ট্রমন্ত্রী এসব হাঙ্গামায় এখনো আওয়ামী জুজুই কেবল আবিষ্কার করে চলেছেন। যাদের গ্রেপ্তার করা উচিত, তাদের কোথায় খুঁজতে হবে সেটাই যদি তিনি না জেনে থাকেন, তাহলে তো বিপদ! এই যদি হয় রাষ্ট্রযন্ত্র সংস্কারের একটি উদাহরণ, তাহলে বলতেই হবে, দেশটা ঠিক পথে হাঁটছে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা, তাতে এই সমস্যা নিয়ে সরকারকে আন্তর্জাতিকভাবেও প্রশ্নের সম্মুখীন হতে হবে, এ কথা বলাই বাহুল্য। আগস্টে সরকার পরিবর্তনের পরপরই শীর্ষ সন্ত্রাসী, জঙ্গিদের কার ইশারায় ছেড়ে দেওয়া হয়েছিল, সে প্রশ্নও এখন উঠছে। দুঃখজনক সত্য হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য সরকারের আন্তরিকতার পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। নৈরাজ্য বা অরাজকতার কাছে হার স্বীকার করে নিলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে, সেটা কি সরকার বুঝতে পারছে?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত