Ajker Patrika

ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি

সম্পাদকীয়
ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি

এ মুহূর্তে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দেশের কোথাও নিরাপদে নিজের কাজ করার গ্যারান্টি নেই। সামনের কোন দিনে শিক্ষার্থীদের উদ্যোগে নতুন দল আসছে, সংস্কার আগে না নির্বাচন আগে, জাতীয় নির্বাচন না স্থানীয় পর্যায়ের নির্বাচন ইত্যাদি প্রশ্ন নিয়ে যত আলোচনা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি নিয়ে সেভাবে আলোচনা হচ্ছে না। বিভিন্ন এলাকার মানুষ এই বিপর্যয়কর অবস্থায় স্বস্তি পাচ্ছেন না।

যাঁরা দেশ পরিচালনার ভার হাতে নিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার ভার তাঁদেরই। কীভাবে এই পরিস্থিতি থেকে সাধারণ জনগণকে রেহাই দেওয়া যায়, সেটা ভাবা দরকার।

রামদা বা দেশীয় অস্ত্র হাতে একদল দস্যু হঠাৎ করে বের হয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে—এমন দৃশ্য এখন বিরল নয়। উদাহরণ দিতে গেলে প্রকাশ্যে ডাকাতি, ছিনতাইয়ের হাজারটা ঘটনার কথা উল্লেখ করা যায়। রাজধানীর কোনো কোনো এলাকা পরিণত হয়েছে অপরাধের স্বর্গভূমিতে। দেশের জনগণ যখন বুঝতে পারে, তাদের নিরাপদ রাখার দায়িত্ব পালন করছে না সরকার, তখন এই অসহায়ত্বের মধ্যেই তাদের বসবাস করতে হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এই অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ করেছেন ২৩ ফেব্রুয়ারি। রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে তাঁরা এই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে তাঁরা বলেন, দেশব্যাপী ছিনতাই, হামলা, ধর্ষণের মতো অপরাধ বেড়ে গেছে। দেশের মানুষকে সুরক্ষা দিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান তাঁরা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন। রোববার গভীর রাতে বারিধারার বাসায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রতিশ্রুতি দেন তিনি।

‘কেষ্টা ব্যাটাই চোর’—রবীন্দ্রনাথের ‘পুরাতন ভৃত্য’ কবিতার প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠে। একদল উচ্ছৃঙ্খল জনতা যখন বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, ভাঙচুর করছে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘুম ভাঙছে না। কারা এই অপতৎপরতা চালাচ্ছে, তা দুর্বৃত্তদের দেহভাষা এবং কথাবার্তা থেকেই বোঝা যায়। স্থানীয়ভাবে ডাকাতি-ছিনতাই বাড়ার পেছনেও আওয়ামী জুজু আবিষ্কারের চেষ্টা দেশের পরিস্থিতির উন্নতি ঘটাবে না। ধান খুঁজতে বেগুনখেতে ঢুকলে সেখানে বেগুনই মিলবে, ধান মিলবে না। আওয়ামী লীগ সরকারের মদদে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের বিচার করুন। দেশবাসী সেই বিচার চায়। কিন্তু বর্তমানে যারা মব ভায়োলেন্স করছে, স্থানীয় পর্যায়ে চুরি-ডাকাতি-ছিনতাই করছে, জনগণকে জিম্মি করে রেখেছে, তাদের খুঁজুন বাস্তব অবস্থা বিবেচনা করে। তাদের পরিচয় খুঁজে বের করুন। বিগত সরকারের আমলেই শুধু নয়, ক্ষমতাসীন দলগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সময় নানা অবান্তর কথা বলে লোক হাসিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই কাতারে নিজের নাম না লিখিয়ে বাস্তব অবস্থার ভিত্তিতে এই অরাজকতা বন্ধের ব্যবস্থা নিন। দোষারোপ নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত