সম্পাদকীয়
বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করে একজন কৃষক সাবলম্বী হয়ে উঠেছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরের গিয়াসউদ্দিন এরই মধ্যে উপজেলার সেরা কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনের প্রথম দিকে ভাগ্যান্বেষণে বিদেশ গিয়েছিলেন। কিন্তু সুবিধা করতে না পেরে দেশে ফিরে তিনি কৃষিকাজে মন দেন। নিজের জমিজমা ছিল না। অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন। কৃষিকাজ করেই তিনি বদলে নিয়েছেন নিজের জীবন। ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।
বাড়িতে পাকা ঘর বানিয়েছেন। এখন তিনি নিজের জমিতেই বরবটি, টমেটো, লাউ, বেগুন, করলা, শসা চাষ করে অবস্থা ফিরিয়েছেন।
আশেপাশের অনেকেই গিয়াসউদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কৃষিকাজ আরম্ভ করে সুফল পেয়েছেন। গিয়াসউদ্দিন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করেন। তাই তাঁর ফলানো সবজি বেশি স্বাদ হয়। কৃষি অফিসের লোকজনও তাঁকে বীজ, সার এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তিনি নিজে আবার অন্য চাষিদের পরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন। এভাবে সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ সংসারের অভাব দূর করতে সক্ষম হয়েছেন। গিয়াসউদ্দিন এ বছর ৪৫ শতাংশ জমিতে বরবটি চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। এতে তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৭০-৮০ হাজার টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
বরবটি আমিষসমৃদ্ধ একটি সবজি। সারা বছরই এই সবজি চাষ করা যায়। বরবটি চাষ করলে মাটির উর্রতাও বাড়ে। সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোঁয়াশ মাটিতেই ফলন বেশি হয়। বীজ বোনার দুই মাস পর ফসল আসে। কচি অবস্থাতেই বরবটি তোলা হয়। বেশি পুষ্ট হলে সবজি হিসেবে খাওয়ার অযোগ্য হয়ে যায়।
গিয়াসউদ্দিন মনে করেন, বরবটি যেহেতু সবারই পছন্দের সবজি, তাই বেশি করে বরবটি চাষ করলে তাঁর মতো আরও অনেকেই সংসার চালানো নিয়ে দুর্ভাবনা মুক্ত থাকতে পারবেন।
বরবটিসহ বিভিন্ন সবজি চাষ করে একজন কৃষক সাবলম্বী হয়ে উঠেছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জগতপুরের গিয়াসউদ্দিন এরই মধ্যে উপজেলার সেরা কৃষক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। জীবনের প্রথম দিকে ভাগ্যান্বেষণে বিদেশ গিয়েছিলেন। কিন্তু সুবিধা করতে না পেরে দেশে ফিরে তিনি কৃষিকাজে মন দেন। নিজের জমিজমা ছিল না। অন্যের জমি বর্গা নিয়ে কৃষিকাজ শুরু করেছিলেন। কৃষিকাজ করেই তিনি বদলে নিয়েছেন নিজের জীবন। ছেলেকে বিদেশ পাঠিয়েছেন। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।
বাড়িতে পাকা ঘর বানিয়েছেন। এখন তিনি নিজের জমিতেই বরবটি, টমেটো, লাউ, বেগুন, করলা, শসা চাষ করে অবস্থা ফিরিয়েছেন।
আশেপাশের অনেকেই গিয়াসউদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে কৃষিকাজ আরম্ভ করে সুফল পেয়েছেন। গিয়াসউদ্দিন সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষ করেন। তাই তাঁর ফলানো সবজি বেশি স্বাদ হয়। কৃষি অফিসের লোকজনও তাঁকে বীজ, সার এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেন। তিনি নিজে আবার অন্য চাষিদের পরামর্শ ও উৎসাহ দিয়ে থাকেন। এভাবে সবজি চাষে উদ্বুদ্ধ হয়ে কেউ কেউ সংসারের অভাব দূর করতে সক্ষম হয়েছেন। গিয়াসউদ্দিন এ বছর ৪৫ শতাংশ জমিতে বরবটি চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে। এতে তাঁর ১০-১২ হাজার টাকা খরচ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৭০-৮০ হাজার টাকার বরবটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।
বরবটি আমিষসমৃদ্ধ একটি সবজি। সারা বছরই এই সবজি চাষ করা যায়। বরবটি চাষ করলে মাটির উর্রতাও বাড়ে। সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়, তবে দোঁয়াশ মাটিতেই ফলন বেশি হয়। বীজ বোনার দুই মাস পর ফসল আসে। কচি অবস্থাতেই বরবটি তোলা হয়। বেশি পুষ্ট হলে সবজি হিসেবে খাওয়ার অযোগ্য হয়ে যায়।
গিয়াসউদ্দিন মনে করেন, বরবটি যেহেতু সবারই পছন্দের সবজি, তাই বেশি করে বরবটি চাষ করলে তাঁর মতো আরও অনেকেই সংসার চালানো নিয়ে দুর্ভাবনা মুক্ত থাকতে পারবেন।
প্রত্যাশা আর প্রাপ্তির হিসাবনিকাশ করলেই অগ্রগতি আর অবনতির খতিয়ান পাওয়া যায়। বাংলাদেশের চলচ্চিত্র ২০২৪ সালের শেষপাদে এসে কী পেল, আর নতুন বছরে কী-ইবা পেতে যাচ্ছে, তার ওপর নির্ভর করছে এ দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডের এগিয়ে যাওয়া। এ বছরের জুলাই গণ-অভ্যুত্থানের ভেতর দিয়ে দেড় দশকের পুরোনো ও স্বৈরাচারী শাসন
৩ ঘণ্টা আগেদুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো—আমাদের দেশে একটি বহুল প্রচলিত প্রবাদ। এর ভাবার্থ সহজবোধ্য। গোয়ালে বহুসংখ্যক গরুর মধ্যে দু-একটি দুষ্ট গরু থাকলে গোয়ালে নানা ঝামেলা হতে পারে। যে জন্য গোয়ালের পরিবেশ ভালো রাখতে গোয়ালকে দুষ্ট গরুশূন্য করতে চায় সবাই। দুষ্ট গরুর লক্ষণ কী? এ ধরনের গরু মনিবের শাসন মানতে চায়
৩ ঘণ্টা আগেবিশ্বের মানচিত্রে ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও ইতিমধ্যে বাংলাদেশের পরিচিতি বিশ্ববাসীর কাছে নানান কারণে গুরুত্বপূর্ণ। ভৌগোলিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো দিক থেকেই এই দেশকে এখন অবহেলা করার অবকাশ নেই। এর অন্যতম যৌক্তিক কারণ হচ্ছে, এ দেশের বিপুলসংখ্যক কর্মক্ষম জনসংখ্যা। বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে চ
৩ ঘণ্টা আগে‘বাংলাদেশের বাজারে ভেজাল পণ্যের প্রভাব এবং জনস্বাস্থ্যে এর ক্ষতিকর দিক’ নিয়ে সম্প্রতি ঢাকায় একটি সেমিনার অনুষ্ঠিত হলো। কিছু জানা তথ্য, কিছু অজানা তথ্য প্রকাশিত হলো এই সেমিনারে। ভেজাল পণ্য রোধ করার জন্য সবচেয়ে জরুরি বিষয় যে সচেতনতা, সে কথাও ব্যক্ত করা হলো বারবার। এখানেই সবচেয়ে বড় গেরোটা রয়েছে। এই সচে
৩ ঘণ্টা আগে