সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন নেতৃত্ব মুক্তা-রায়হান

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৩৮
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪২

শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ-মিছিল ও ১৮ সদস্যের ২০তম নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র সমাবেশে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। 

নতুন কমিটির সভাপতি হিসেবে রয়েছেন মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান উদ্দিন। নতুন কমিটিকে সমাবেশে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। মুক্তা বাড়ৈ গত কমিটিতে সভাপতি, রায়হান উদ্দিন সহসভাপতি পদে ছিলেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ। নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনু-অর-রশিদ, আন্তর্জাতিক সম্পাদক রিনা মুর্মু, স্কুল সম্পাদক বিশ্বজিৎ নন্দী। সদস্য হিসেবে রয়েছেন যুগেশ ত্রিপুরা, ধনঞ্জয় বর্মণ, লাবনী সুলতানা, আনারুল ইসলাম, বিজয় শিকদার, ঋজু লক্ষ্মী অবরোধ, রিদম শাহরিয়ার, খালেদা আক্তার ও মিরাজ উদ্দিন। 

নতুন কমিটি ছাত্র সমাবেশে আগামী দিনের শিক্ষার অধিকার আদায়ের লড়াইয়ে পাশাপাশি সমাজ পরিবর্তনের পরিপূরক ছাত্র আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। 

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ। ছবি: সংগৃহীতসংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ’র সভাপতিত্বে বক্তব্য দেন বজলুর রশীদ ফিরোজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ খান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন প্রমুখ। 

সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্টের সদ্য বিদায়ী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম। 

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিভিন্ন মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত