নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিতে চায় জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯: ২০
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২০: ২০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

সংসদীয় আসনের পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা হালনাগাদে নির্বাচন কমিশনকে ‘যৌক্তিক সময়’ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বুধবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘যে যুব সমাজের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে, তাঁদের সবাইকে অবশ্যই এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁর জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে দিতে চাই। বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই।’

জামায়াতের আমির বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের অন্যতম মৌলিক দুটি বিষয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি হচ্ছে, রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে, অতীতের সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যাঁরা ছিলেন, তাঁদের এলাকাগুলোকে টার্গেট করে আসনসংখ্যা কমিয়ে দিয়েছে, আসন বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলোকে বাস্তবতার আলোকে পুনর্বিন্যাস করতে হবে।’

শফিকুর রহমান বলেন, ‘নিশ্চয় সবাই একমত হবেন, বিগত তিনটি নির্বাচনে ভোট না হওয়ার কারণে এ দেশের মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিল। অসংখ্য যুবক-যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু ভোটার হওয়ার আগ্রহই তারা অন্তরে ধারণ করত না। পাশাপাশি এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই, প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিক আছেন, তাঁরা সবাই একসঙ্গে যুদ্ধ করেছেন। আমরা তাঁদের প্রতি শ্রদ্ধাশীল। তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’

জামায়াত আমির আরও বলেন, ‘প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দূতাবাসের মাধ্যমে সরকারকে উদ্যোগ নিতে হবে। শুধু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য একজন নাগরিকের দেশে আসার প্রয়োজন নেই। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এখানে থেকেই তা সম্ভব। আমরা এও দাবি জানাই, তাদেরও (প্রবাসীদের) যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন সম্পন্ন করা হয়।’

দেশকে অশান্ত করতে পতিত স্বৈরাচার চেষ্টা করছে অভিযোগ করে শফিকুর রহমান বলেন, ‘দেশ যখন একটা ইতিবাচক ধারায় যাচ্ছে, তখন আমরা লক্ষ করছি এ দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা দেশে–বিদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। অনেকগুলো দুর্ঘটনা ঘটিয়ে এই সমাজকে অস্থির করতে চায়, অস্থিতিশীল করতে চায়। তাদের এই অপপ্রয়াস জাতিকে আরেকবার ঐক্যবদ্ধ করেছে।’

কেন্দ্রীয় মজলিশে শুরার এই অধিবেশনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মজিবুর রহমান, আবদুল্লাহ মো. তাহের, এম এম শামসুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত