নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে দলটি।
আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অনুমতি চেয়ে আবেদন জমা দেয়।
ডিএমপি সদর দপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, ‘মঙ্গলবার পয়লা আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাবেশ করিনি। তাই আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।’
তিনি আরও বলেন, ‘আজ কর্মব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে বেলা আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করতে চায় জামায়াত। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।’
এদিকে জামায়াতের আবেদনটি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ শিমুল মোস্তফা গ্রহণ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধিদলকে জানানো হয়।
আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত করা হয়।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৪ আগস্ট (শুক্রবার) সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশের অনুমতি পেতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন করেছে দলটি।
আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অনুমতি চেয়ে আবেদন জমা দেয়।
ডিএমপি সদর দপ্তরের সামনে সাংবাদিকদের আব্দুর রাজ্জাক বলেন, ‘মঙ্গলবার পয়লা আগস্ট পূর্বঘোষিত কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের সহযোগিতা না পাওয়ায় আমরা সমাবেশ করতে পারিনি। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমাবেশ করিনি। তাই আগামী শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করার জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছি।’
তিনি আরও বলেন, ‘আজ কর্মব্যস্ত দিন হওয়ায় সমাবেশ করলে মানুষের ভোগান্তি হবে। তাই আগামী শুক্রবার ছুটির দিনে বেলা আড়াইটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ করতে চায় জামায়াত। আমরা আশা করছি পুলিশ শতভাগ সহযোগিতা করবে।’
এদিকে জামায়াতের আবেদনটি ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ শিমুল মোস্তফা গ্রহণ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জামায়াতের প্রতিনিধিদলকে জানানো হয়।
আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। কিন্তু অনুমতি না পাওয়ায় সেটি স্থগিত করা হয়।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
৮ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১০ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে