নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খণ্ড খণ্ড মিছিল নিয়ে তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পূর্বঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন তাঁরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তার উল্টো পাশে ট্রাকের ওপর করা হয়েছে মঞ্চ। রাস্তার দুই পাশে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে বেলা ৩টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সমাবেশস্থলের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
আজ বুধবারবেলা ৩টায় শুরু হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও বেলা ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন, কেউবা প্লাকার্ড নিয়ে হাজির হয়েছেন এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অরাজকতাকে মোকাবিলা ও শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে তাঁরা মাঠে থাকবেন।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সাতরাস্তা থেকে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে।
জানতে চাইলে, ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের শোভাযাত্রার কারণে তেজগাঁওয়ের সাতরাস্তার মোড় থেকে মহাখালী পর্যন্ত রাস্তার একাংশ বন্ধ হয়ে গেছে। অন্য অংশে ধীর গতিতে যানবাহন চলেছে।
খণ্ড খণ্ড মিছিল নিয়ে তেজগাঁওয়ের সাতরাস্তার মোড়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পূর্বঘোষিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন তাঁরা। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের রাস্তার উল্টো পাশে ট্রাকের ওপর করা হয়েছে মঞ্চ। রাস্তার দুই পাশে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে বেলা ৩টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সমাবেশস্থলের দুই পাশে তীব্র যানজট তৈরি হয়েছে।
আজ বুধবারবেলা ৩টায় শুরু হয় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা। বিকেলে কর্মসূচি শুরুর কথা থাকলেও বেলা ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতা-কর্মীরা। ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। সরকারের উন্নয়নের নানা চিত্র তুলে ধরে কারও হাতে ব্যানার, কারও হাতে ফেস্টুন, কেউবা প্লাকার্ড নিয়ে হাজির হয়েছেন এই শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এতে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অরাজকতাকে মোকাবিলা ও শেখ হাসিনার সরকারকে পুনরায় নির্বাচিত করতে তাঁরা মাঠে থাকবেন।
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সাতরাস্তা থেকে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত হওয়ার কথা রয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করে।
জানতে চাইলে, ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার সাহেদ আল মাসুদ আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের শোভাযাত্রার কারণে তেজগাঁওয়ের সাতরাস্তার মোড় থেকে মহাখালী পর্যন্ত রাস্তার একাংশ বন্ধ হয়ে গেছে। অন্য অংশে ধীর গতিতে যানবাহন চলেছে।
নতুন নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে বিএনপি। জনগণের প্রত্যাশা পূরণে নতুন কমিশন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে দলটি
১৩ ঘণ্টা আগেরাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়ে তাঁর নিয়োগ দেওয়া নতুন নির্বাচন কমিশন (ইসি) প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের আলোকে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা
১৪ ঘণ্টা আগেড. কামাল হোসেন আর গণফোরামের সঙ্গে যুক্ত নন এবং তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন—বলে জানিয়েছেন নিজেকে গণফোরামের সভাপতি দাবি করা এবং সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল।
১ দিন আগেনতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তারা কী বোঝাচ্ছে? তাদের এই ধারণা স্পষ্ট করা উচিত। আমি জানতে চাই, তাদের নতুন রাজনৈতিক মীমাংসা আসলে কী? আমি এ বিষয়ে কোথাও কিছু লেখা নথিভুক্ত পাইনি। তাদের প্রস্তাব কী, সেটা স্পষ্ট নয়। আমাদের যে ধরনের রাজনীতি আমরা কল্পনা করি, তা আমাদের সংবিধানে স্পষ্টভাবে নথিভুক্ত।
২ দিন আগে