Ajker Patrika

ছেলে-বুড়া সবাই খায়, মেয়েরাই অবশ্য বেশি খায়

সাহস মোস্তাফিজ
ছেলে-বুড়া সবাই খায়, মেয়েরাই অবশ্য বেশি খায়

‘কাসুন্দি দিমু?’ বলতে বলতেই হাতের ধারালো অস্ত্রটি দিয়ে কতবেলের যে অংশটি বোঁটাসমেত গাছে লেগে থাকে, সেই অংশে বাড়ি দিলেন জামাল। নিখুঁতভাবে বসে গেল কতবেলের গায়ে। ফুটো হওয়া অংশটি মোচড় দিয়ে একটু বড় করলেন। ভ্যানের মধ্যে কয়েক শ কতবেল। স্বাদ বাড়াতে মরিচ, লবণের সঙ্গে কাসুন্দিও রেখেছেন। দেখলাম একটা বোতলে চিনিও রেখেছেন। আমি অবশ্য কাসুন্দি দিতে মানা করলাম।

‘অনেকেই কতবেলের লগে চিনি খায়। টক নিবার পারে না। কাসুন্দিটা রাখছি চোখের সৌন্দর্যের লাইগা। স্বাদ তো একেক মানুষের মুখে একেক রকম। তয় যারা কতবেলের ভক্ত, তারা লবণ দিয়া মাখায় খাইতেই বেশি পছন্দ করে। এত আগর-বাগর খায় না।’

কতবেল ঋতুভিত্তিক ফল। আগস্টের দিকে এই ফল পাকে। নভেম্বর নাগাদ শেষ হয়ে যায় কতবেলের মৌসুম। ‘কতবেল শেষ হলে কী বেচবেন?’ জামাল উত্তর দেন—‘ঠিক নাই, সফেদা বেচি, আনারস বেচি, বড়ই বেচি। আবার আমের সিজনে আমও বেচি। ফল-ফ্রুট আর কি।’

এরই মধ্যে স্কুলের পোশাক পরিহিত এক কিশোরী এসে কতবেলের দাম জিজ্ঞেস করল। জামালের ঝটপট উত্তর—‘২০ ট্যাকা, ৩০ ট্যাকা, ৪০ ট্যাকা।’ তিন ক্যাটাগরিতে কতবেল সাজিয়ে রেখেছেন জামাল। কিশোরী বলল, ‘পাকা দেখে দেন। আবার দেইখেন পচা যেন না হয়। কালকেরটা পচা পড়ছিল।’

কতবেল বিক্রেতা জামাল গন্ধ শুঁকেই বলে দিতে পারেন সেটি কাঁচা নাকি পাকা‘কাঁচা-পাকা কেমনে বোঝেন?’ জামাল বলেন, ‘এইটা এক্সপেরিয়েন্স। গন্ধ দিয়াই বুঝি। তাও মাঝেমধ্যে হিসাব ভুল হইয়া যায়। আল্লাহর নিয়ামত। ভেতরে কী আছে, সেইটা অনুমান করতে পারি বাকিটা তাঁর ইচ্ছা।’

কথা বলতে বলতে জামাল কতবেলের ভেতর লবণ ভরছিলেন। কিশোরীর আবদার—‘লবণ বাড়ায়ে দেন।’ লবণটা নিজেই তৈরি করেন জামাল। লবণের মধ্যে কয়েক রকম মসলা মাখানো। টকের সঙ্গে একটা ঝাল ঝাল অনুভূতি হয় তাতে।

‘কতবেল খেতে মজা কাঠি দিয়ে। কাঠির গায়ে একটু একটু করে লেগে থাকা কতবেল মুখে পুরতে পুরতে ঘণ্টা পেরিয়ে যায়। এটাই কতবেলের আসল মজা’—বলছিল ওই কিশোরী।

‘শুধু কি মেয়েরাই খায়?’ জামাল বললেন, ‘আরে নাহ! ছেলে-বুড়া সবাই খায়। মেয়েরাই অবশ্য বেশি খায়।’ ততক্ষণে জিভে জলের উপস্থিতি টের পাচ্ছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত