Ajker Patrika

খুনির মুক্তির জন্য দোয়া চেয়ে মুসাফির খাওয়ালেন ছেলে!

রিমন রহমান, রাজশাহী
খুনির মুক্তির জন্য দোয়া চেয়ে মুসাফির খাওয়ালেন ছেলে!

খুব খাতির করে এক বৃদ্ধকে সঙ্গে নিয়ে খাবারের হোটেলে ঢুকলেন এক যুবক। বৃদ্ধ মাছ-মাংস খাবেন না, কিন্তু ওই যুবকের পীড়াপীড়ি। অন্তত মাছ তাঁকে খেতেই হবে। শেষে ডিম খেতে রাজি হলেন ওই বৃদ্ধ। সঙ্গে লালশাক আর ডাল। 

বৃদ্ধ তৃপ্তি নিয়ে খাচ্ছেন। পাশে বসে ওই যুবক। কিছুক্ষণ পরে বৃদ্ধের কাছাকাছি কান নিয়ে বললেন, ‘আমরা একটু সমস্যার মধ্যে আছি। আমার আব্বুর জন্য দোয়া করবেন।’ বৃদ্ধ জানতে চাইলেন, সমস্যা কী। যুবক বললেন, ‘কিছুদিন আগে র‍্যাবে নিয়ে গেছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ কাজী আরেফসহ তিনজনকে খুনের আসামি। এখন জেলে।’ 

বৃদ্ধ এ কথার গুরুত্ব বুঝতে পারলেন বলে মনে হলো না। তিনি আপনমনে খেতেই ব্যস্ত। রোববার দুপুর ২টায় এমন দৃশ্যই দেখা গেল রাজশাহী নগরীর দড়িখড়বোনা এলাকার ‘হোটেল স্ক্যানার’ নামের একটি খাবারের হোটেলে। এই প্রতিবেদক যে টেবিলে বসে খাচ্ছিলেন, সেটিতেই এসে বসেছিলেন ওই বৃদ্ধ এবং যুবক। 

ওই যুবক বৃদ্ধকে আরও বললেন, তাঁর ‘আব্বু’ এখন ঢাকায় কারাগারে। খুনের ঘটনার পর ২২ বছর রাজশাহীতে ছিলেন। জমির ব্যবসা করে পাঁচ পাঁচটি বাড়ি করেছেন। কেউ কিছু বুঝতে পারেনি। হঠাৎ কিছুদিন আগে ধরে নিয়ে গেছে র‍্যাব। এখন জামিনের চেষ্টা চলছে। মাসখানেকের মধ্যে তাঁর জামিন হতে পারে বলেও তিনি ওই বৃদ্ধকে জানালেন। 

ওই যুবক যে ব্যক্তির কথা বলছিলেন, তিনি দুর্ধর্ষ খুনি রওশন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা কাজী আরেফ আহমেদসহ একসঙ্গে পাঁচজনকে ব্রাশফায়ারে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তিনি। এ ছাড়া আরও কয়েকটি হত্যায় তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। ডাকাতির মামলাও আছে তাঁর বিরুদ্ধে। ১৯৯৯ সালে কুষ্টিয়ার দৌলতপুরে একটি সভা চলাকালে প্রকাশ্যে কাজী আরেফসহ পাঁচ নেতাকে হত্যার পর রাজশাহী চলে আসেন তিনি। ‘আলী’ নামে পরিচিত হয়ে এখানে স্ত্রী-সন্তান নিয়ে কাটিয়ে দেন ২২ বছর। জাতীয় পরিচয়পত্রও করেছিলেন ‘উদয় মণ্ডল’ নামে। গত ১৮ আগস্ট র‍্যাব তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 

খাবারের হোটেলে এই প্রতিবেদক ওই যুবকের নাম জানতে চান। তিনি একটা ভিজিটিং কার্ড দেন। তাতে নাম লেখা ওমর আলী। প্রতিবেদক বলেন, রওশনের ছেলের নাম আমির হামজা। তখন ওই যুবক জানান, তিনি পালিত ছেলে। তাঁর ডাকনাম তরুণ। 

রওশনকে গ্রেপ্তারের পর ঢাকায় সংবাদ সম্মেলন করে র‍্যাব বলেছিল, রওশন তাঁর মোবাইল নম্বর সব সময় বন্ধ রাখতেন। মিসড কল অ্যালার্ট চালু রাখতেন। মাঝে মাঝে ফোন অন করে শুধু তরুণ নামে এক যুবকের সঙ্গে কথা বলতেন। তরুণ তাঁর জমির ব্যবসার সবই দেখাশোনা করেন। এই তরুণেরই দেখা মিলল খাবারের হোটেলে। তিনি জানালেন, ব্যবসা ঠিকঠাকই চলছে। তিনিই সবকিছু দেখাশোনা করছেন। 

ওমর আলী ওরফে তরুণের ভিজিটিং কার্ডে লেখা আছে, ‘মোহাম্মদ আলী এন্টার প্রাইজ’। অর্থাৎ আলীর নামেই এই প্রতিষ্ঠানটি। কার্ডে আরও লেখা আছে, ‘প্লট আকারে জমি বিক্রয় করা হয়’। কার্ডের অপর পৃষ্ঠায় ফায়ার সার্ভিস, থানা, অ্যাম্বুলেন্স, পত্রিকা অফিসসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরের মোবাইল নম্বর লেখা। তরুণ বললেন, তাঁরা জমির ব্যবসা করেন। জমির প্রয়োজন হলে যেন এই নম্বরে ফোন করা হয়। 

এতক্ষণে বৃদ্ধের খাওয়া শেষ। পরিচয় জানতে চাইলে তিনি বললেন, ‘আমি মুসাফির। বাড়ি চারঘাটে। মানুষের কাছে হাত পেতে চলি। দুপুরবেলা খেতে চাইলে এই বাবাজি (তরুণ) খাওয়ালো। একটা সমস্যার কথাও বলল। আল্লাহ মুশকিল আশান করুক।’ 

দুজনের একসঙ্গে ছবি তোলার পর তরুণ এবার এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। এই প্রতিবেদক পরিচয় দিলে তরুণ বললেন, ‘আমি এখানে মোটরসাইকেল সার্ভিসিং করছিলাম। বাবাজি খেতে চাইলেন। তাই খাওয়ালাম।’ 

রওশন সম্পর্কে জানতে চাইলে তরুণ জানালেন, তিনি ছোটবেলায় তাঁর বাবাকে দেখেননি। মায়ের কাছে বড় হয়েছেন। তিনি রওশনের পালিত ছেলে। তাই ‘আব্বু’ বলে ডাকেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত