Ajker Patrika

দিন দিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) 
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯: ২০
দিন দিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ

করোনা সংক্রমণ পুরোপুরি থেমে না গেলেও দিনাজপুরের ফুলবাড়ীতে চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্য বিধি। সামাজিক দূরত্ব তো দূরের কথা বিভিন্ন গণজমায়েত ও পাবলিক প্লেসে মাস্ক পরা ভুলেই গেছে সাধারণ মানুষ। আর এ কারণে এখনো সংক্রমণ ঘটেই চলেছে।

ফুলবাড়ী পৌর শহরের প্রতিটি হোটেল-রেস্তোরাঁ, বাজার, শপিং মল, সড়কে চলাচল সহ বিভিন্ন জমায়েত কমে গেছে মাস্ক-এর প্রচলন। কেউ কেউ লোক দেখানো মাস্ক পড়লেও, তা নিতান্তই কম। কেউ আবার মুখের থুতনির নিচে ঝুলিয়ে রেখেছে মাস্ক। এভাবেই দিনদিন মাস্ক পরা ভুলেই যাচ্ছে মানুষ। আর এ কারণেই করোনা সংক্রমণ একেবারে থামছে না বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 

আগস্ট মাসের পর থেকেই কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। এই সংক্রমণের হার কমে আসায় ফুলবাড়ী উপজেলায় চরমভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (প. প) কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ পুরোপুরি কমিয়ে আনা সম্ভব। এ জন্য তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন। 

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার পর্যন্ত এ উপজেলায় বর্তমানে ৩ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে। এ পর্যন্ত ৬৯২ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে সুস্থ হয়েছে ৬৬৭ জন, মৃত্যু বরণ করেছে ১৩ জন। টিকার নিবন্ধন করেছে মোট ১ লাখ ৬ হাজা ৯৫৪ জন, এর মধ্যে ১ম ডোজ গ্রহণ করেছে ৪৯ হাজার ৮৩০ জন, দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে ২৩ হাজার ৮৯৩ জন, নিবন্ধনের পর টিকা দেওয়া বাকি রয়েছে ৩৩ হাজার ২৩১ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা করেছে ৪ হাজার ৩০৮ জন। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, বারবার সবাইকে সচেতন করা হলেও ইদানীং মানুষ মাস্ক পরা ছেড়ে দিয়েছে, এ জন্য সবাইকে সচেতন হতে হবে এবং অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে মাস্ক ব্যবহার করতে হবে। শিগগিরই বিষয়টি আবারও দেখা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির আপত্তি ও শর্ত

চুরির অপবাদে ছাত্রলীগ নেতাকে নির্যাতন ছাত্রদল নেতার, টাকা দিয়ে মুক্তি

ট্রেনের এক আসন পেতে কিনতে হচ্ছে ৬ টিকিট, প্রশাসনের অভিযান

৩০টির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ

মামলার ভয় দেখিয়ে ইউপি সদস্যের কাছ থেকে এসি, টাকা নেন ওসি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত