Ajker Patrika

সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর লাগে ২৪৮ বছর  

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১৭: ৫৬
সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর লাগে ২৪৮ বছর  

প্লুটোকে কখনো খালি চোখে শনাক্ত করা যায় না। কারণ, প্লুটো আকাশের উজ্জ্বলতম বস্তুগুলোর একটি নয়। প্লুটো সূর্যের চারপাশে নিজ কক্ষপথে ঘোরার সময় যখন সূর্যের সবচেয়ে কাছে আসে তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ২৭০ কোটি মাইল, আর যখন সূর্য থেকে সবচেয়ে দূরে চলে যায় তখন সূর্য থেকে এর দূরত্ব হয় ৪৫০ কোটি মাইল বিলিয়ন মাইল। আর সূর্যকে প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর সময় লাগে।

আমাদের সৌরজগতের গ্রহগুলোর মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করতে সর্বোচ্চ সময় নেয় নেপচুন— প্রায় ১৬৫ বছর। আর পৃথিবীর লাগে ৩৬৫ দিন ২৬ ঘণ্টা। ইউরেনাসের লাগে ৮৪ বছর। সবচেয়ে কম সময় লাগে বুধ গ্রহের। এটির সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে প্রায় ৯০ দিন। 

প্লুটোর ব্যাস মাত্র ১,৩৭৫ মাইল, যা পৃথিবীর ৫ ভাগের ১ ভাগ। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে প্লুটোর ২৪৮ বছর লেগে যায়। সূর্য থেকে প্লুটোর অবস্থান অনেক দূরে বলে প্লুটোর গড় তাপমাত্রা মাইনাস ২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস।

প্লুটোর একটি চাঁদ আছে। প্লুটোর চাঁদটি প্লুটো থেকে মাত্র ১২ হাজার মাইল দূরে অবস্থিত, এবং চাঁদটির ব্যাস প্লুটোর ব্যাসের অর্ধেক। প্লুটো ছাড়া সৌরজগতে আর কোনো গ্রহের চাঁদের ব্যাস সেই গ্রহের অর্ধেক নয়। 

সৌরজগতের কোনো বস্তুকে একটি পূর্ণ আকারের গ্রহের মর্যাদা পাওয়ার জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন স্বীকৃত তিনটি শর্ত পূরণ করতে হয়। তবে কক্ষপথ সংক্রান্ত একটি শর্ত  পূরণ করতে না পারায় এটিকে গ্রহের মর্যাদা আর দেওয়া হয় না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত