অনলাইন ডেস্ক
চলতি বছরের একদম শেষে এসে আরও এক মাইলফলক অর্জন করেছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর। গত সোমবার স্পেস ডকিং পরীক্ষা বা স্পেডেক্স অভিযানটি সফলভাবে সূচনা করেছে সংস্থাটি। এর মাধ্যমে মহাকাশে দুটি মডিউল একে অপরের সঙ্গে সংযুক্ত (ডকিং) করার প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে গেল। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন এই প্রযুক্তি ব্যবহারের সফলতা পেয়েছে। এবার চতুর্থ দেশ হিসেবে সেই তালিকায় নাম জুড়ে গেল ভারতের। মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণে ইসরোর ব্যাপক ভূমিকা রাখবে এই অভিযান।
গত ৩০ ডিসম্বের স্থানীয় সময় রাত ১০টায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি–সি ৬০ রকেটটি এবং দুটি ছোট মডিউল ৪৭৫ কিলোমিটার উচ্চতার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করে রকেটটি। প্রতিটি মডিউলের ওজন ২২০ কিলোগ্রাম।
পিএসএলভি হলো–পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যা উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।
ইসরোর প্রধান এস সোমানাথ ঘোষণা করেন, ‘স্পেস ডকিং পরীক্ষার সফল উৎক্ষেপণ ঘোষণা করছি। রকেট মডিউলগুলোকে সঠিক কক্ষপথে স্থাপন করেছে এবং পুরো পিএসএলভি–প্রকল্প দলকে অভিনন্দন।
তিনি আরও জানান, উত্ক্ষেপণের পর দুটি মডিউল একে অপরের পেছনে চলে গেছে এবং পরবর্তীতে তারা একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে। এই প্রক্রিয়ার মাধ্যমে, মডিউল দুটি একে অপরের খুব কাছে পৌঁছাবে, এবং এরপর তারা একে অপরের সঙ্গে ডকিং বা যুক্ত হবে। এই ডকিং প্রক্রিয়া আগামী সপ্তাহে (২০২৫ সালের ৭ জানুয়ারি) শুরু হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ইসরোর মাইক্রোব্লগিং সাইটে বলেন, পিএসএলভি–সি ৬০ রকেটটি সফলভাবে স্পেডেক্স এবং ২৪টি পে-লোড উৎক্ষেপণ করেছে।
ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি ৬০ রকেটের মাধ্যমে সফল উৎক্ষেপণের পর, দুটি মহাকাশযান স্বাধীনভাবে এবং একযোগে পৃথিবী থেকে ৪৭০ কিলোমিটার দূরত্বে ৫৫ ডিগ্রিতে কক্ষপথে যাবে। এই মহাকাশযানগুলোর স্থানীয় সময় চক্র হবে প্রায় ৬৬ দিনের।
এদের মধ্যে এসডিএক্স ০১ হবে ‘চেজার’ (পেছনে থাকা স্যাটেলাইট) এবং ‘এসডিএক্স ০২’ হবে ‘টার্গেট’ (লক্ষ্য স্যাটেলাইট)।
প্রথমে চেজার এবং টার্গেটের মধ্যে দূরত্ব থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের কাছে চলে আসবে। এরপর নির্দিষ্ট সময়ে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। সফল ডকিংয়ের পর দুটি মহাকাশযানের মধ্যে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরিত হবে এবং শেষে শুরু হবে আনডকিং পদ্ধতি।
এই মিশনটি ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহাকাশ স্টেশন স্থাপনের জন্য, যার পরিকল্পনা ২০৩৫ সালের মধ্যে।
মিশনটির উৎক্ষেপণ ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ৯টা ৫৮ মিনিটে নির্ধারিত ছিল। তবে ‘কনজাঙ্কশন স্টাডি’ সম্পন্ন করার পর অভিজানটির সূচি নির্ধারণ পুনরায় ১০টায় করা হয়েছিল, যাতে কক্ষপথে মডিউলগুলোর মধ্যে কোনো কাছাকাছি অবস্থান না হয়।
ইসরো প্রধান জানিয়েছেন, ‘আগামী বছর ২০২৫-এ অনেক গুরুত্বপূর্ণ মিশন রয়েছে। জানুয়ারিতে জিএসএলভি (গিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট) রকেটের মাধ্যমে এনভিএস–০২ নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এছাড়া, শীঘ্রই তার ১০০ তম উৎক্ষেপণ উপলক্ষে একটি মহাকাশযান উৎক্ষেপণ করবে ইসরো, যা শ্রীহরিকোটার স্পেসপোর্ট থেকে হবে।
এই স্পেস ডকিং পরীক্ষা ইসরোকে পৃথিবীর একটি বিশেষ মহাকাশ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পথে এক ধাপ এগিয়ে গেছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি
চলতি বছরের একদম শেষে এসে আরও এক মাইলফলক অর্জন করেছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর। গত সোমবার স্পেস ডকিং পরীক্ষা বা স্পেডেক্স অভিযানটি সফলভাবে সূচনা করেছে সংস্থাটি। এর মাধ্যমে মহাকাশে দুটি মডিউল একে অপরের সঙ্গে সংযুক্ত (ডকিং) করার প্রযুক্তিতে এক ধাপ এগিয়ে গেল। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন এই প্রযুক্তি ব্যবহারের সফলতা পেয়েছে। এবার চতুর্থ দেশ হিসেবে সেই তালিকায় নাম জুড়ে গেল ভারতের। মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণে ইসরোর ব্যাপক ভূমিকা রাখবে এই অভিযান।
গত ৩০ ডিসম্বের স্থানীয় সময় রাত ১০টায় ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় পিএসএলভি–সি ৬০ রকেটটি এবং দুটি ছোট মডিউল ৪৭৫ কিলোমিটার উচ্চতার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করে রকেটটি। প্রতিটি মডিউলের ওজন ২২০ কিলোগ্রাম।
পিএসএলভি হলো–পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যা উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়।
ইসরোর প্রধান এস সোমানাথ ঘোষণা করেন, ‘স্পেস ডকিং পরীক্ষার সফল উৎক্ষেপণ ঘোষণা করছি। রকেট মডিউলগুলোকে সঠিক কক্ষপথে স্থাপন করেছে এবং পুরো পিএসএলভি–প্রকল্প দলকে অভিনন্দন।
তিনি আরও জানান, উত্ক্ষেপণের পর দুটি মডিউল একে অপরের পেছনে চলে গেছে এবং পরবর্তীতে তারা একে অপরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসবে। এই প্রক্রিয়ার মাধ্যমে, মডিউল দুটি একে অপরের খুব কাছে পৌঁছাবে, এবং এরপর তারা একে অপরের সঙ্গে ডকিং বা যুক্ত হবে। এই ডকিং প্রক্রিয়া আগামী সপ্তাহে (২০২৫ সালের ৭ জানুয়ারি) শুরু হতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং ইসরোর মাইক্রোব্লগিং সাইটে বলেন, পিএসএলভি–সি ৬০ রকেটটি সফলভাবে স্পেডেক্স এবং ২৪টি পে-লোড উৎক্ষেপণ করেছে।
ইসরো জানিয়েছে, পিএসএলভি-সি ৬০ রকেটের মাধ্যমে সফল উৎক্ষেপণের পর, দুটি মহাকাশযান স্বাধীনভাবে এবং একযোগে পৃথিবী থেকে ৪৭০ কিলোমিটার দূরত্বে ৫৫ ডিগ্রিতে কক্ষপথে যাবে। এই মহাকাশযানগুলোর স্থানীয় সময় চক্র হবে প্রায় ৬৬ দিনের।
এদের মধ্যে এসডিএক্স ০১ হবে ‘চেজার’ (পেছনে থাকা স্যাটেলাইট) এবং ‘এসডিএক্স ০২’ হবে ‘টার্গেট’ (লক্ষ্য স্যাটেলাইট)।
প্রথমে চেজার এবং টার্গেটের মধ্যে দূরত্ব থাকবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের কাছে চলে আসবে। এরপর নির্দিষ্ট সময়ে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। সফল ডকিংয়ের পর দুটি মহাকাশযানের মধ্যে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরিত হবে এবং শেষে শুরু হবে আনডকিং পদ্ধতি।
এই মিশনটি ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মহাকাশ স্টেশন স্থাপনের জন্য, যার পরিকল্পনা ২০৩৫ সালের মধ্যে।
মিশনটির উৎক্ষেপণ ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ৯টা ৫৮ মিনিটে নির্ধারিত ছিল। তবে ‘কনজাঙ্কশন স্টাডি’ সম্পন্ন করার পর অভিজানটির সূচি নির্ধারণ পুনরায় ১০টায় করা হয়েছিল, যাতে কক্ষপথে মডিউলগুলোর মধ্যে কোনো কাছাকাছি অবস্থান না হয়।
ইসরো প্রধান জানিয়েছেন, ‘আগামী বছর ২০২৫-এ অনেক গুরুত্বপূর্ণ মিশন রয়েছে। জানুয়ারিতে জিএসএলভি (গিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট) রকেটের মাধ্যমে এনভিএস–০২ নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। এছাড়া, শীঘ্রই তার ১০০ তম উৎক্ষেপণ উপলক্ষে একটি মহাকাশযান উৎক্ষেপণ করবে ইসরো, যা শ্রীহরিকোটার স্পেসপোর্ট থেকে হবে।
এই স্পেস ডকিং পরীক্ষা ইসরোকে পৃথিবীর একটি বিশেষ মহাকাশ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যা ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পথে এক ধাপ এগিয়ে গেছে।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি
বিজ্ঞানীরা কৃত্রিম রক্ত উৎপাদনের গবেষণা চালাচ্ছেন, যাতে রক্তের ঘাটতি মোকাবিলা করা এবং নিরাপদ ট্রান্সফিউশন অর্থাৎ রক্ত দান নিশ্চিত করা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, প্রতিবছর লাখো মানুষ রক্তের অভাবে মারা যায়। রক্ত শরীরের জন্য অক্সিজেন...
২০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার একটি স্কুলে ২০ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। কুইন্সল্যান্ডের কুইন্সল্যান্ডের গ্রামীণ ব্যানানা শায়ারের একটি স্কুলে প্রায় ২০ বছর ধরে অবহেলিত একটি পাথরের স্ল্যাবের ওপর এই পায়ের ছাপগুলো পড়ে ছিল
১ দিন আগেশনি গ্রহের চারপাশে ১২৮টি নতুন চাঁদ আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই চমকপ্রদ আবিষ্কারের মাধ্যমে চাঁদের সংখ্যার দিক থেকে সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায় অনেকটাই এগিয়ে গেল শনি গ্রহ। তাইওয়ান, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীরা একত্রে এই আবিষ্কারটি করেন।
২ দিন আগেমৃত্যুর পরও মস্তিষ্ক কিছু সময় সক্রিয় থাকতে পারে। ইলেকট্রোএনসেফালোগ্রাম (ইইজি) পরীক্ষার মাধ্যমে দেখা গেছে, মৃত্যুপথযাত্রী রোগীদের মস্তিষ্কে গামা তরঙ্গ সক্রিয় থাকে। এটি সাধারণত চেতনা ও মানসিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। এই আবিষ্কার মৃত্যু-পরবর্তী চেতনা ও পরলোক বিষয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
৪ দিন আগে