প্রযুক্তি ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
দীর্ঘ প্রতীক্ষার পরেও শেষ পর্যন্ত স্থগিত হলো স্টারশিপের উৎক্ষেপণ। বুস্টার প্রেশারাইজেশন জটিলতায় শেষ পর্যন্ত আর উৎক্ষেপণ করা হয়নি স্পেসএক্সের বানানো ইতিহাসের বৃহত্তম ও শক্তিশালী রকেট ‘স্টারশিপ’। রকেটটির উচ্চতা ৩৯৪ ফুট বা ১২০ মিটার।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেক্সাসের বোকা চিকা থেকে স্থানীয় সময় সকাল ৯টায় উৎক্ষেপণের কথা ছিল এটির। মহাকাশযানটিতে ৩৩টি শক্তিশালী র্যাপ্টর ইঞ্জিন রয়েছে। সব ঠিক থাকলে ২০২৫ সালের মধ্য নাসার তিন নভোচারী নিয়ে এটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে।
মাস্ক অবশ্য আগেই সবাইকে নতুন এই রকেটের উৎক্ষেপণ নিয়ে প্রত্যাশা কমাতে বলেছিলেন। কারণ, তিনি মনে করেন, নতুন এই রকেট শুরুতে কিছু ব্যর্থতার মুখোমুখি হতেই পারে।
মাস্ক বলেছিলেন, ‘এটি একটি অত্যন্ত জটিল, বিশালাকার রকেটের প্রথম উৎক্ষেপণ, তাই এটি শেষ পর্যন্ত উৎক্ষেপণে ব্যর্থও হতে পারে। আমরা বেশ সতর্কতা অবলম্বন করতে যাচ্ছি। আমরা যদি উদ্বেগজনক কিছু দেখি, তবে আমাদের উৎক্ষেপণ স্থগিত করব।
মাস্ক আরও বলেন, ‘যদি আমরা উৎক্ষেপণ করি, তাহলে লঞ্চ প্যাড যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা সে চেষ্টা করব।’ শিগগিরই আবারও উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা হবে স্টারশিপকে।
প্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
৩৬ মিনিট আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৯ দিন আগে