অনলাইন ডেস্ক
প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান অ্যাপোলো–৮ মিশনে নেতৃত্ব দানকারী নাসার নভোচারী ফ্রাঙ্ক বোরম্যান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ৯৫ বছর বয়সী এ নভোচারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৬৮ সালের ওই মিশনে নভোচারীরা চাঁদের নিচের স্তরের কক্ষপথে পরিভ্রমণ করেন। মিশনের একটি অংশ চাঁদের পৃষ্ঠে অবতরণ করে এবং বেশ কিছু ছবি ধারণ করে।
গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংসে ফ্রাঙ্কের মৃত্যু হয় বলে নাসার বিবৃতিতে জানানো হয়েছে।
নাসার পরিচালক বিল নেলসন বিবৃতিতে বলেন, ‘আজ আমরা নাসার একজন সেরা ব্যক্তিকে স্মরণ করছি। উড়ে বেড়ানো আর আবিষ্কারের আজীবনের নেশা কেবল স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসাকেই অতিক্রম করতে পেরেছিল।’
ফ্রাঙ্ক বোরম্যানের জন্ম ১৯২৮ সালের ১৪ মার্চ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে। তাঁর কর্মজীবনের শুরু যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ফাইটার পাইলট ও টেস্ট পাইলট হিসেবে। এছাড়া তিনি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমির থার্মোডায়নামিকের সহকারী অধ্যাপক ছিলেন।
তবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন মহাকাশ অভিযানের অগ্রদূত হিসেবে। ১৯৬৫ সালে জেমিনি ৭ মিশনে জিম লাভেলের সঙ্গে ১৪ দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েন ফ্রাঙ্ক। জেমিনি ৬ মহাকাশযান প্রথম পৃথিবীর অভিকর্ষ ছাড়িয়ে মহাকাশে পৌঁছায়।
অ্যাপোলো ৮ মিশনে নেতৃত্বে দেন ফ্রাঙ্ক। তিনি ছিলেন কাছ থেকে চাঁদ দেখা ও চাঁদের ছবি তোলা প্রথম তিনজনের মধ্যে একজন। তাঁর সঙ্গে আরও ছিলেন জিম লাভেল ও উইলিয়াম অ্যান্ডার্স।
অ্যাপোলো ৮ মিশনটি ‘আর্থ রাইজ’ নামের আইকনিক ছবির জন্যও বিখ্যাত। ১৯৬৮ সালের ৪ ডিসেম্বর তোলা ছবিটিতে চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর দৃশ্যধারণ করা হয়।
নাসায় সফলতার পর ফ্রাঙ্ক ইস্টার্ন এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
বিবৃতিতে নাসা পরিচালক নেলসন বলেন, ‘ফ্রাঙ্ক মানবজাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মহাকাশ অভিযানের ক্ষমতা সম্পর্কে জানতেন। তিনি বলেছিলেন, “মহাকাশ অভিযান আসলে মানবাত্মার সারমর্ম।” নাসা এবং আমাদের জাতির জন্য তাঁর সেবা নিঃসন্দেহে আর্টেমিস প্রজন্মকে নতুন মহাজাগতিক প্রান্তে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবে।’
প্রথম মনুষ্যবাহী চন্দ্রাভিযান অ্যাপোলো–৮ মিশনে নেতৃত্ব দানকারী নাসার নভোচারী ফ্রাঙ্ক বোরম্যান মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ৯৫ বছর বয়সী এ নভোচারীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৬৮ সালের ওই মিশনে নভোচারীরা চাঁদের নিচের স্তরের কক্ষপথে পরিভ্রমণ করেন। মিশনের একটি অংশ চাঁদের পৃষ্ঠে অবতরণ করে এবং বেশ কিছু ছবি ধারণ করে।
গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বিলিংসে ফ্রাঙ্কের মৃত্যু হয় বলে নাসার বিবৃতিতে জানানো হয়েছে।
নাসার পরিচালক বিল নেলসন বিবৃতিতে বলেন, ‘আজ আমরা নাসার একজন সেরা ব্যক্তিকে স্মরণ করছি। উড়ে বেড়ানো আর আবিষ্কারের আজীবনের নেশা কেবল স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসাকেই অতিক্রম করতে পেরেছিল।’
ফ্রাঙ্ক বোরম্যানের জন্ম ১৯২৮ সালের ১৪ মার্চ ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে। তাঁর কর্মজীবনের শুরু যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ফাইটার পাইলট ও টেস্ট পাইলট হিসেবে। এছাড়া তিনি নিউইয়র্কের ওয়েস্ট পয়েন্টের মিলিটারি একাডেমির থার্মোডায়নামিকের সহকারী অধ্যাপক ছিলেন।
তবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন মহাকাশ অভিযানের অগ্রদূত হিসেবে। ১৯৬৫ সালে জেমিনি ৭ মিশনে জিম লাভেলের সঙ্গে ১৪ দিন মহাকাশে থাকার রেকর্ড গড়েন ফ্রাঙ্ক। জেমিনি ৬ মহাকাশযান প্রথম পৃথিবীর অভিকর্ষ ছাড়িয়ে মহাকাশে পৌঁছায়।
অ্যাপোলো ৮ মিশনে নেতৃত্বে দেন ফ্রাঙ্ক। তিনি ছিলেন কাছ থেকে চাঁদ দেখা ও চাঁদের ছবি তোলা প্রথম তিনজনের মধ্যে একজন। তাঁর সঙ্গে আরও ছিলেন জিম লাভেল ও উইলিয়াম অ্যান্ডার্স।
অ্যাপোলো ৮ মিশনটি ‘আর্থ রাইজ’ নামের আইকনিক ছবির জন্যও বিখ্যাত। ১৯৬৮ সালের ৪ ডিসেম্বর তোলা ছবিটিতে চন্দ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর দৃশ্যধারণ করা হয়।
নাসায় সফলতার পর ফ্রাঙ্ক ইস্টার্ন এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন।
বিবৃতিতে নাসা পরিচালক নেলসন বলেন, ‘ফ্রাঙ্ক মানবজাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে মহাকাশ অভিযানের ক্ষমতা সম্পর্কে জানতেন। তিনি বলেছিলেন, “মহাকাশ অভিযান আসলে মানবাত্মার সারমর্ম।” নাসা এবং আমাদের জাতির জন্য তাঁর সেবা নিঃসন্দেহে আর্টেমিস প্রজন্মকে নতুন মহাজাগতিক প্রান্তে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত করবে।’
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
৬ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
৮ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগে