অনলাইন ডেস্ক
এত দিন পর্যন্ত সৌরজগতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৯৫ টি। আর উপগ্রহের সংখ্যার দিক থেকে প্রথম এটি। তবে শনির ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। শনির মোট উপগ্রহের সংখ্যা এখন ১৪৫টি। ফলে বর্তমানে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে শনির।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে বৃহস্পতির চারপাশে ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তখন এটির উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫তে।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান বলেন, শিগগিরই উপগ্রহগুলোর নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এ ছাড়া, কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কাজ করছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে হতে পারে সেই সংখ্যা শনির কাছাকাছি পৌঁছে যাবে। ব্রেট বলেন, ‘বর্তমানে শনি গ্রহের বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলো এখনো গণনা করা যায়নি। গণনা শেষ হলে শনির উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।
এত দিন পর্যন্ত সৌরজগতে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছিলেন যে, বৃহস্পতির উপগ্রহ সংখ্যা ৯৫ টি। আর উপগ্রহের সংখ্যার দিক থেকে প্রথম এটি। তবে শনির ৬২টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। শনির মোট উপগ্রহের সংখ্যা এখন ১৪৫টি। ফলে বর্তমানে সর্বাধিক সংখ্যক উপগ্রহ রয়েছে শনির।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন জানিয়েছে, সৌরজগতে বর্তমানে শনি গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক উপগ্রহ রয়েছে। এর আগে, ফেব্রুয়ারিতে বৃহস্পতির চারপাশে ১২ টি নতুন উপগ্রহ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তখন এটির উপগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯৫তে।
ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক ড. ব্রেট গ্ল্যাডম্যান বলেন, শিগগিরই উপগ্রহগুলোর নামকরণ করা হবে। যেমন গ্যালিক, নর্স ইত্যাদি। এ ছাড়া, কিছু উপগ্রহ কানাডার ইনুইট দেবতার নামে নামকরণ করা হবে। এর জন্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কাজ করছে।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি বৃহস্পতি গ্রহের চারপাশে ভবিষ্যতে আরও উপগ্রহ আবিষ্কৃত হয়, তবে হতে পারে সেই সংখ্যা শনির কাছাকাছি পৌঁছে যাবে। ব্রেট বলেন, ‘বর্তমানে শনি গ্রহের বৃহস্পতির চেয়ে তিনগুণ বেশি উপগ্রহ রয়েছে। কিন্তু সবগুলো এখনো গণনা করা যায়নি। গণনা শেষ হলে শনির উপগ্রহের সংখ্যা আরও বাড়বে।
যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয়ে পড়া দুই ছাত্রী এমন একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যা এত দিন প্রায় অসম্ভব বলে মনে করতেন অনেকে। ২০২২ সালে ত্রিকোণমিতি ব্যবহার করে পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে আলোচনায় আসে ক্যালসিয়া জনসন ও নে’কিয়া জ্যাকসন। এই অর্জন এবার বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান ম্যাথেমেটিক্যাল মান্থল
১২ ঘণ্টা আগেসমুদ্রতীরে কাঁকড়ার চলাফেরা খেয়াল করলে দেখা যায়, এরা কখনো এদের সম্মুখের দিকে হাঁটে না! এরা সরাসরি সামনে হাঁটার পরিবর্তে দ্রুতগতিতে এক কাত হয়ে হাঁটে। যেখানে মানুষের জন্য ডান বা বাম দিকে একপাশে হাঁটা খুব কঠিন।
৩ দিন আগেনিজের যৌবন ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন প্রযুক্তি ধনকুব ব্রায়ান জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চুলের চমকপ্রদ পরিবর্তন শেয়ার করেন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এক বছরের কম সময় নিজের চুল পড়া রোধ করেছেন ও চুলের প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করেছেন।
৫ দিন আগেপ্রত্নতাত্ত্বিকেরা ধূমপানের উল্লেখযোগ্য স্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়ে এসেছে, তামাক ধূমপায়ীদের হাড়ে যে চিহ্ন তৈরি করে—তা কেবল তাদের জীবিতাবস্থায় নয়, মৃত্যুর পরেও বহু শতাব্দী ধরে রয়ে যায়।
১২ দিন আগে