প্রমিতি কিবরিয়া ইসলাম, ঢাকা
শত শত বছর ধরে কৃষি ও যোগাযোগে ঘোড়া ব্যবহার চলে আসছে। প্রতি চার থেকে ছয় সপ্তাহে দ্রুত গতির এই প্রাণীর জন্য নতুন জুতার প্রয়োজন হয়। এই বিশেষ জুতাকে বলে ‘নাল’। একই কাজে গরু, মহিষ, গাধা, খচ্চর ব্যবহার করা হয়। কিন্তু এদের খুরে নাল পরাতে হয় না। তাহলে ঘোড়ার খুরে নাল পরাতে হয় কেন?
ঘোড়দৌড়ের জন্য ও পোষ মানানোর জন্য মানুষ বেছে বেছে ঘোড়ার জাত নির্বাচন করে। এদের পায়ের খুর খুবই নরম ও দুর্বল। তাই খুরের সুরক্ষার জন্য নাল পরানো হয়।
কেনটাকি বিশ্ববিদ্যালয়ের একজন পশুচিকিৎসক ও ইকুউইন এক্সটেনশন এজেন্ট (ঘোড়া ও ঘোড়সওয়ার সম্পর্কে বিশেষজ্ঞ) ড. ফার্নান্দা ক্যামার্গো বলেন, ‘ঘোড়ার খুরের কিছু অংশে সুরক্ষা দেয় নাল। এই নাল খুরের ক্ষয় রোধ করে ও তা সংবেদনশীল হয়ে উঠতে বাধা দেয়।’
ইউনিভার্সিটি অব মিসৌরি এক্সটেনশনের তথ্য অনুযায়ী, খুরের বাইরের অংশ, যা ‘ওয়াল’ নামে পরিচিত, শিংয়ের মতো উপাদান দিয়ে তৈরি। এই অংশ ক্রমাগত বাড়ে। এ কারণে মানুষের নখের মতোই এটি ছাঁটতে হয়।
ড. ক্যামার্গো বলেন, ‘ঘোড়ার খুরের সঠিক আকৃতি বজায় রাখতেও সাহায্য করে এই নাল।’
এবড়োখেবড়ো রাস্তা ও বালি, পাথর ঘোড়ার খুর ক্ষয় করে। ফলে খুরের ভেতরের সংবেদশীল অংশ উন্মুক্ত হয়ে পড়ে। তখন ঘোড়া হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করে। তখন হাঁটাচলা করতে চায় না। ঐতিহাসিকভাবে, এই ধরনের সমস্যার কারণে ঘোড়াকে যুদ্ধক্ষেত্রে বা ফসল কাটার সময় ব্যবহার করা যেত না। তাই খুরের প্রাচীরকে শক্তিশালী করার জন্য নাল পরার কৌশল উদ্ভাবন করে মানুষ।
ছয় হাজার বছর আগে থেকে ঘোড়াকে পোষ মানানো শুরু হয়। সেসময় থেকেই নাল বা এই ধরনের কিছু একটা ঘোড়ার খুরে পরানো হতো বলে ধারণা করা হয়। প্রথমদিকে চামড়া বা উদ্ভিদজাত উপাদান দিয়ে ঘোড়ার নাল তৈরি করা হতো। ঘোড়ার খুরে পেরেক দিয়ে আটকানো ধাতব নাল প্রথমবারের মতো ৫০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে ব্যবহার শুরু হয়েছিল এবং পরবর্তী ৫০০ বছরের মধ্যে এই কৌশল সবখানে ব্যবহার শুরু হয়।
ড. ক্যামার্গো বলেন, বর্তমানে অ্যালুমিনিয়াম ও লোহার নালের প্রচলন বেশি। এগুলো খুরে পেরেক দিয়ে আটকানো হয়। এ ছাড়া নাল হিসেবে রাবার, রেজিন ও প্লাস্টিকের মতো উপাদান পেরেক বা আঠা দিয়ে খুরে আটকানোর প্রচলনও আছে।
অবশ্য সব ঘোড়ার নাল লাগে না। ঘোড়ার ধরন, রাস্তার অবস্থা বা কত ঘন ঘন ঘোড়ায় চড়া হয় তার ওপর নির্ভর করে এটি। বিশেষ করে পাথুরে বা কংক্রিটের রাস্তায় চলাচলের জন্য ঘোড়ার খুরে অবশ্যই নাল পরাতে হয়। যেসব ঘোড়ার পিঠে চড়া হয় না সেগুলোর খুর ভালো রাখতেও নাল পরানো প্রয়োজন।
ড. ক্যামার্গো বলেন, যেসব ঘোড়া বেশি চলাফেরা করে না ও শক্ত রাস্তার বদলে ঘাসযুক্ত রাস্তায় চলাফেরা করে এবং নিয়মিত খুরের যত্ন নেওয়া হয় সেগুলোর পায়ে নাল না পরালেও চলে।
বন্য ঘোড়া (যেমন: মুস্তাং প্রজাতির ঘোড়া) নাল ছাড়াই অসমতল শক্ত রাস্তায় চলাফেরা করতে পারে। কারণ এদের খুর অনেক শক্ত। তবে এদেরও খুর ক্ষয়ে যেতে পারে ও পায়ে ব্যথা পেতে পারে।
কেউ কেউ মনে করেন, পেরেক দিয়ে নাল পরালে ঘোড়া ব্যথা পায়। এই ধারণা সঠিক নয়। মানুষের নখের মতোই ঘোড়ার খুর। তাই খুরের ওপরের অংশ কাটলে বা এতে পেরেক বসালে ঘোড়া ব্যথা পায় না। কারণ এই খুরের সঙ্গে স্নায়ুর সংযোগ নেই।
এ সম্পর্কে ইউনিভার্সিটি অব মিসৌরি এক্সটেনশন বলে, খুরের প্রাচীরে কোনো রক্তনালি বা স্নায়ু নেই, তাই নাল সঠিকভাবে পেরেক দিয়ে আটকালে ঘোড়া কোনো ব্যথা পাবে না। তবে সঠিকভাবে নাল না পরালে হিতে বিপরীত হতে পারে। ঘোড়া ব্যথা পেতে পারে। যদি নাল বা পেরেক ভুল জায়গায় লাগানো হয় বা ভুল আকারের নাল পরানো হয় তাহলে ঘোড়া ব্যথা পেতে পারে। আর খুর যদি আগেই ভুলভাবে কাটা হয় তাহলে নাল পরালেও লাভ নেই।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
শত শত বছর ধরে কৃষি ও যোগাযোগে ঘোড়া ব্যবহার চলে আসছে। প্রতি চার থেকে ছয় সপ্তাহে দ্রুত গতির এই প্রাণীর জন্য নতুন জুতার প্রয়োজন হয়। এই বিশেষ জুতাকে বলে ‘নাল’। একই কাজে গরু, মহিষ, গাধা, খচ্চর ব্যবহার করা হয়। কিন্তু এদের খুরে নাল পরাতে হয় না। তাহলে ঘোড়ার খুরে নাল পরাতে হয় কেন?
ঘোড়দৌড়ের জন্য ও পোষ মানানোর জন্য মানুষ বেছে বেছে ঘোড়ার জাত নির্বাচন করে। এদের পায়ের খুর খুবই নরম ও দুর্বল। তাই খুরের সুরক্ষার জন্য নাল পরানো হয়।
কেনটাকি বিশ্ববিদ্যালয়ের একজন পশুচিকিৎসক ও ইকুউইন এক্সটেনশন এজেন্ট (ঘোড়া ও ঘোড়সওয়ার সম্পর্কে বিশেষজ্ঞ) ড. ফার্নান্দা ক্যামার্গো বলেন, ‘ঘোড়ার খুরের কিছু অংশে সুরক্ষা দেয় নাল। এই নাল খুরের ক্ষয় রোধ করে ও তা সংবেদনশীল হয়ে উঠতে বাধা দেয়।’
ইউনিভার্সিটি অব মিসৌরি এক্সটেনশনের তথ্য অনুযায়ী, খুরের বাইরের অংশ, যা ‘ওয়াল’ নামে পরিচিত, শিংয়ের মতো উপাদান দিয়ে তৈরি। এই অংশ ক্রমাগত বাড়ে। এ কারণে মানুষের নখের মতোই এটি ছাঁটতে হয়।
ড. ক্যামার্গো বলেন, ‘ঘোড়ার খুরের সঠিক আকৃতি বজায় রাখতেও সাহায্য করে এই নাল।’
এবড়োখেবড়ো রাস্তা ও বালি, পাথর ঘোড়ার খুর ক্ষয় করে। ফলে খুরের ভেতরের সংবেদশীল অংশ উন্মুক্ত হয়ে পড়ে। তখন ঘোড়া হাঁটতে গিয়ে ব্যথা অনুভব করে। তখন হাঁটাচলা করতে চায় না। ঐতিহাসিকভাবে, এই ধরনের সমস্যার কারণে ঘোড়াকে যুদ্ধক্ষেত্রে বা ফসল কাটার সময় ব্যবহার করা যেত না। তাই খুরের প্রাচীরকে শক্তিশালী করার জন্য নাল পরার কৌশল উদ্ভাবন করে মানুষ।
ছয় হাজার বছর আগে থেকে ঘোড়াকে পোষ মানানো শুরু হয়। সেসময় থেকেই নাল বা এই ধরনের কিছু একটা ঘোড়ার খুরে পরানো হতো বলে ধারণা করা হয়। প্রথমদিকে চামড়া বা উদ্ভিদজাত উপাদান দিয়ে ঘোড়ার নাল তৈরি করা হতো। ঘোড়ার খুরে পেরেক দিয়ে আটকানো ধাতব নাল প্রথমবারের মতো ৫০০ খ্রিষ্টাব্দের কাছাকাছি সময়ে ব্যবহার শুরু হয়েছিল এবং পরবর্তী ৫০০ বছরের মধ্যে এই কৌশল সবখানে ব্যবহার শুরু হয়।
ড. ক্যামার্গো বলেন, বর্তমানে অ্যালুমিনিয়াম ও লোহার নালের প্রচলন বেশি। এগুলো খুরে পেরেক দিয়ে আটকানো হয়। এ ছাড়া নাল হিসেবে রাবার, রেজিন ও প্লাস্টিকের মতো উপাদান পেরেক বা আঠা দিয়ে খুরে আটকানোর প্রচলনও আছে।
অবশ্য সব ঘোড়ার নাল লাগে না। ঘোড়ার ধরন, রাস্তার অবস্থা বা কত ঘন ঘন ঘোড়ায় চড়া হয় তার ওপর নির্ভর করে এটি। বিশেষ করে পাথুরে বা কংক্রিটের রাস্তায় চলাচলের জন্য ঘোড়ার খুরে অবশ্যই নাল পরাতে হয়। যেসব ঘোড়ার পিঠে চড়া হয় না সেগুলোর খুর ভালো রাখতেও নাল পরানো প্রয়োজন।
ড. ক্যামার্গো বলেন, যেসব ঘোড়া বেশি চলাফেরা করে না ও শক্ত রাস্তার বদলে ঘাসযুক্ত রাস্তায় চলাফেরা করে এবং নিয়মিত খুরের যত্ন নেওয়া হয় সেগুলোর পায়ে নাল না পরালেও চলে।
বন্য ঘোড়া (যেমন: মুস্তাং প্রজাতির ঘোড়া) নাল ছাড়াই অসমতল শক্ত রাস্তায় চলাফেরা করতে পারে। কারণ এদের খুর অনেক শক্ত। তবে এদেরও খুর ক্ষয়ে যেতে পারে ও পায়ে ব্যথা পেতে পারে।
কেউ কেউ মনে করেন, পেরেক দিয়ে নাল পরালে ঘোড়া ব্যথা পায়। এই ধারণা সঠিক নয়। মানুষের নখের মতোই ঘোড়ার খুর। তাই খুরের ওপরের অংশ কাটলে বা এতে পেরেক বসালে ঘোড়া ব্যথা পায় না। কারণ এই খুরের সঙ্গে স্নায়ুর সংযোগ নেই।
এ সম্পর্কে ইউনিভার্সিটি অব মিসৌরি এক্সটেনশন বলে, খুরের প্রাচীরে কোনো রক্তনালি বা স্নায়ু নেই, তাই নাল সঠিকভাবে পেরেক দিয়ে আটকালে ঘোড়া কোনো ব্যথা পাবে না। তবে সঠিকভাবে নাল না পরালে হিতে বিপরীত হতে পারে। ঘোড়া ব্যথা পেতে পারে। যদি নাল বা পেরেক ভুল জায়গায় লাগানো হয় বা ভুল আকারের নাল পরানো হয় তাহলে ঘোড়া ব্যথা পেতে পারে। আর খুর যদি আগেই ভুলভাবে কাটা হয় তাহলে নাল পরালেও লাভ নেই।
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
এই পানির প্রায় ৯৫ শতাংশই পানি আর বাকি অংশে বিভিন্ন উপাদান থাকে, যা আমাদের জন্যও উপকারী। যেমন খনিজ (সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম) মানব স্নায়ু ও পেশিকে পুষ্টি দেয়; প্রোটিন (অ্যামিনো অ্যাসিড ও এনজাইম) গাছ ও মানুষের বিপাকক্রিয়ায় সাহায্য করে; চিনি (ফ্রুকটোজ ও গ্লুকোজ) পানির হালকা মিষ্টতা
১ দিন আগেনাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রথমবারের মতো নেপচুনের অরোরার (মেরুপ্রভা বা মেরুজ্যোতি) ছবি স্পষ্টভাবে ধারণ করা হয়েছে। ১৯৮৯ সালে ভয়েজার ২ মহাকাশযান নেপচুনের পাশ দিয়ে চলে যাওয়ার সময় অতিবেগুনি (ইউভি) রশ্মির মাধ্যমে প্রথমবারের মতো নেপচুনের অরোরার অস্পষ্ট ছবি তোলা হয়। এবার ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড
৭ দিন আগেনাসার পারসিভারেন্স রোভারের (রোবট) মাধ্যমে মঙ্গলে প্রথমবারের মতো মহাকাশযাত্রীর স্যুটের কিছু উপকরণের পরীক্ষা হচ্ছে। ২০২১ সালে মঙ্গলে অবতরণ করা পারসিভারেন্স রোভারটি এখন পর্যন্ত বৈজ্ঞানিক অনুসন্ধান ছাড়াও, মঙ্গলে মানব অভিযানের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতিও নিচ্ছে। রোভারটি মঙ্গলের প্রতিকূল পরিবেশে পাঁচটি ম
৮ দিন আগেসমুদ্রের নীরব ঘাতক হিসেবে পরিচিত হাঙর। কারণ অন্যান্য মাছের মতো শব্দ উৎপাদনকারী অঙ্গ এদের নেই। তবে এক নতুন গবেষণায় প্রথমবারের মতো বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, বেলুন ফাটানোর মতো শব্দ তৈরি করতে পারে এক প্রজাতির হাঙর।
৯ দিন আগে