অনলাইন ডেস্ক
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরে ‘ইগল নেবুলায়’ অবস্থিত ‘পিলার্স অফ ক্রিয়েশন’ নামক নীহারিকার অন্ধকার অঞ্চলের ছবি প্রকাশ করেছে নাসা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য তরঙ্গদৈর্ঘ্যের এক প্রকার আলোকরশ্মি প্রযুক্তি (মিরি) ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে।
ছবিতে নীহারিকার অন্ধকার অঞ্চলগুলো ধূসর বর্ণের মেঘের মত দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, ‘ছবিটি দেখে মনে হচ্ছে যেন মহাকাশ জুড়ে ভৌতিক কিছু অবয়ব ঘুরে বেড়াচ্ছে।’
এদিকে নীহারিকার মেঘগুলো মূলত মহাজাগতিক ধূলিকণা এবং নতুন জন্ম নেওয়া তারা থেকে আসা গ্যাসীয় পদার্থ দিয়ে সৃষ্ট বলে জানিয়েছেন নাসার গবেষকেরা।
এর আগে গত সপ্তাহে জেমস ওয়েব টেলিস্কোপের নিকটবর্তী তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত আলোকরশ্মি প্রযুক্তি ব্যবহার করে নীহারিকাটির পরিষ্কার ছবি প্রকাশ করে নাসা। উল্লেখ্য, অবলোহিত আলোকরশ্মি মানুষের চোখে দৃশ্যমান নয়। তাই জেমস ওয়েব টেলিস্কোপের অবলোহিত রশ্মি শনাক্ত করার প্রযুক্তির সুবাদে মহাকাশের আরও পুঙ্খানুপুঙ্খ ও পরিষ্কার ছবি তোলা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে নাসা।
পাঁচ আলোকবর্ষ দীর্ঘ এই মহাজাগতিক বস্তুটির ছবি এর আগে সর্বপ্রথম হাবল টেলিস্কোপে ১৯৯৫ সালে এবং পরে ২০১৪ সালে আবার তোলা হয়েছিল।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরে ‘ইগল নেবুলায়’ অবস্থিত ‘পিলার্স অফ ক্রিয়েশন’ নামক নীহারিকার অন্ধকার অঞ্চলের ছবি প্রকাশ করেছে নাসা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য তরঙ্গদৈর্ঘ্যের এক প্রকার আলোকরশ্মি প্রযুক্তি (মিরি) ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে।
ছবিতে নীহারিকার অন্ধকার অঞ্চলগুলো ধূসর বর্ণের মেঘের মত দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, ‘ছবিটি দেখে মনে হচ্ছে যেন মহাকাশ জুড়ে ভৌতিক কিছু অবয়ব ঘুরে বেড়াচ্ছে।’
এদিকে নীহারিকার মেঘগুলো মূলত মহাজাগতিক ধূলিকণা এবং নতুন জন্ম নেওয়া তারা থেকে আসা গ্যাসীয় পদার্থ দিয়ে সৃষ্ট বলে জানিয়েছেন নাসার গবেষকেরা।
এর আগে গত সপ্তাহে জেমস ওয়েব টেলিস্কোপের নিকটবর্তী তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত আলোকরশ্মি প্রযুক্তি ব্যবহার করে নীহারিকাটির পরিষ্কার ছবি প্রকাশ করে নাসা। উল্লেখ্য, অবলোহিত আলোকরশ্মি মানুষের চোখে দৃশ্যমান নয়। তাই জেমস ওয়েব টেলিস্কোপের অবলোহিত রশ্মি শনাক্ত করার প্রযুক্তির সুবাদে মহাকাশের আরও পুঙ্খানুপুঙ্খ ও পরিষ্কার ছবি তোলা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে নাসা।
পাঁচ আলোকবর্ষ দীর্ঘ এই মহাজাগতিক বস্তুটির ছবি এর আগে সর্বপ্রথম হাবল টেলিস্কোপে ১৯৯৫ সালে এবং পরে ২০১৪ সালে আবার তোলা হয়েছিল।
প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, শহর পরিকল্পনা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
১১ ঘণ্টা আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
১ দিন আগে