পিলার্স অফ ক্রিয়েশনের অন্ধকার অঞ্চলের ছবি প্রকাশ করল জেমস ওয়েব টেলিস্কোপ

অনলাইন ডেস্ক
Thumbnail image

বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে সাড়ে ছয় হাজার আলোকবর্ষ দূরে ‘ইগল নেবুলায়’ অবস্থিত ‘পিলার্স অফ ক্রিয়েশন’ নামক নীহারিকার অন্ধকার অঞ্চলের ছবি প্রকাশ করেছে নাসা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য তরঙ্গদৈর্ঘ্যের এক প্রকার আলোকরশ্মি প্রযুক্তি (মিরি) ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে। 

ছবিতে নীহারিকার অন্ধকার অঞ্চলগুলো ধূসর বর্ণের মেঘের মত দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন, ‘ছবিটি দেখে মনে হচ্ছে যেন মহাকাশ জুড়ে ভৌতিক কিছু অবয়ব ঘুরে বেড়াচ্ছে।’ 

এদিকে নীহারিকার মেঘগুলো মূলত মহাজাগতিক ধূলিকণা এবং নতুন জন্ম নেওয়া তারা থেকে আসা গ্যাসীয় পদার্থ দিয়ে সৃষ্ট বলে জানিয়েছেন নাসার গবেষকেরা। 

এর আগে গত সপ্তাহে জেমস ওয়েব টেলিস্কোপের নিকটবর্তী তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত আলোকরশ্মি প্রযুক্তি ব্যবহার করে নীহারিকাটির পরিষ্কার ছবি প্রকাশ করে নাসা। উল্লেখ্য, অবলোহিত আলোকরশ্মি মানুষের চোখে দৃশ্যমান নয়। তাই জেমস ওয়েব টেলিস্কোপের অবলোহিত রশ্মি শনাক্ত করার প্রযুক্তির সুবাদে মহাকাশের আরও পুঙ্খানুপুঙ্খ ও পরিষ্কার ছবি তোলা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে নাসা। 

পাঁচ আলোকবর্ষ দীর্ঘ এই মহাজাগতিক বস্তুটির ছবি এর আগে সর্বপ্রথম হাবল টেলিস্কোপে ১৯৯৫ সালে এবং পরে ২০১৪ সালে আবার তোলা হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত