অনলাইন ডেস্ক
বর্তমানে পৃথিবীজুড়ে একটি গুরুতর পরিবেশগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক দূষণ। এটি এমন একটি উপাদান, যা আধুনিক জীবনে অপরিহার্য হয়ে উঠেছে, তবে এর অতিরিক্ত ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশে বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি হচ্ছে। এবার বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এই পদ্ধতিতে প্লাস্টিক বর্জ্য ভাঙতে বাতাসের আর্দ্রতা ব্যবহার করা হয়েছে। আর এই প্রক্রিয়ায় প্লাস্টিক ভেঙে মূল্যবান বস্তুতে পরিণত করছেন তাঁরা।
গবেষকেরা সাধারণ ধরনের প্লাস্টিকের সঙ্গে একটি সস্তা ক্যাটালিস্ট (অনুঘটক) প্রয়োগ করেন এবং সেটিকে বাতাসের আর্দ্রতায় রেখে দেন। এর মাধ্যমে মাত্র ৪ ঘণ্টায় ৯৪ শতাংশ প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন তাঁরা।
এই প্রক্রিয়ায় প্লাস্টিকটি টেরেফথালিক অ্যাসিড (টিপিএ) নামক একটি মূল্যবান পদার্থে পরিণত হয়, যা পলিয়েস্টারের প্রধান উপাদান। আর ‘টিপিএ’কে পুনর্ব্যবহার বা আরও মূল্যবান বস্তুতে রূপান্তরিত করা সম্ভব। ফলে এটি বর্তমান প্লাস্টিক পুনর্ব্যবহার পদ্ধতিগুলোর তুলনায় সস্তা এবং নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে। গবেষণার ফলাফল ৩ ফেব্রুয়ারি গ্রিন কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত হয়েছে।
এক বিবৃতিতে বলেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণার সহলেখক ইয়োসি ক্রাটিশ বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্লাস্টিক দূষণের শীর্ষে রয়েছে এবং আমরা সেই প্লাস্টিকের মাত্র ৫ শতাংশ পুনর্ব্যবহার করি। আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—আমরা বাতাস থেকে আর্দ্রতা ব্যবহার করে প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম হয়েছি, যা একটি অত্যন্ত পরিশোধিত এবং কার্যকরী প্রক্রিয়া। প্লাস্টিকের মৌলিক উপাদানগুলো পুনরুদ্ধার করে, আমরা সেগুলোকে পুনর্ব্যবহার বা আরও মূল্যবান বস্তুতে রূপান্তর করতে পারব।’
প্লাস্টিক বর্জ্য ক্রমবর্ধমান একটি সমস্যা। ইউরোপীয় পরিবেশ সংস্থার মতে, পৃথিবীতে এখন পর্যন্ত যত প্লাস্টিক তৈরি হয়েছে, তার অর্ধেকেরও বেশি প্লাস্টিক ২০০০ সালের পর উৎপাদিত হয়েছে এবং ২০৫০ সালের মধ্যে বার্ষিক উৎপাদন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত, যতটুকু প্লাস্টিক উৎপাদিত হয়েছে, তার মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছে। বাকি প্লাস্টিকগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবেশে থেকে যাচ্ছে, যা জীবজগতের ক্ষতি সাধন করছে এবং মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে।
গবেষকেরা প্লাস্টিকের একটি সাধারণ ধরনের পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) ভাঙতে মোলিবডেনাম ক্যাটালিস্ট (রুপালি রঙের নমনীয় ধাতু) এবং সক্রিয় কার্বন ব্যবহার করেছেন। এই মিশ্রণটি উত্তপ্ত করলে প্লাস্টিকের রাসায়নিক বন্ধন ভেঙে যায়।
এরপর, যখন মিশ্রণটি বাতাসের সংস্পর্শে আসে, তখন এটি টেরেফথালিক অ্যাসিড (টিপিএ) এবং অ্যাসিটালডিহাইড নামক একটি মূল্যবান রাসায়নিক উপাদান উৎপন্ন করে।
গবেষকেরা যখন মিশ্রিত প্লাস্টিকের ওপর এই পদ্ধতি পরীক্ষা করেন, তারা দেখতে পান যে এটি শুধু পলিয়েস্টার (পিইটি) ধরনের প্লাস্টিকের ওপর কাজ করে। এর ফলে, প্লাস্টিকগুলো আলাদা করে সাজানোর প্রয়োজন হয় না। এটি প্লাস্টিকের বোতল, টি-শার্ট এবং রঙিন প্লাস্টিকেও কার্যকর, যেগুলো স্বচ্ছ টিপিএতে পরিণত হয়।
গবেষক ক্রাটিশ বলেন, ‘প্লাস্টিক ভেঙে ফেলার এই প্রক্রিয়াটি একেবারে নিখুঁতভাবে কাজ করেছে। তবে যখন আমরা অতিরিক্ত পানি যোগ করেছি, তখন এটি কাজ করা বন্ধ করে দিয়েছিল। কারণ, পানি বেশি হয়ে গিয়েছিল। যেভাবে বাতাসে থাকা নির্দিষ্ট পরিমাণ পানির মাধ্যমেই প্রক্রিয়াটি সফলভাবে কাজ করেছে। সেটাই সঠিক পরিমাণ ছিল।’
গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো—এই পদ্ধতিটিকে বৃহত্তর শিল্প পরিসরে প্রয়োগের উপযোগী করা।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে গবেষক ও গবেষণার লেখক নভিন মালিক বলেন, ‘আমাদের প্রযুক্তি প্লাস্টিক দূষণ উল্লেখযোগ্যভাবে কমাতে, প্লাস্টিকের পরিবেশগত প্রভাব হ্রাস করতে এবং এমন একটি সার্কুলার অর্থনীতি গড়তে সহায়তা করতে পারে, যেখানে উপাদানগুলো পুনর্ব্যবহার করা হয়, নষ্ট করা হয় না।’
তিনি আরও বলেন, ‘এটি একটি বাস্তব পদক্ষেপ, যা একটি পরিচ্ছন্ন এবং সবুজ ভবিষ্যতের দিকে নির্দেশ করে। এই গবেষণার ফলাফল দেখায় যে কীভাবে উদ্ভাবনী রসায়ন বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারে, যা প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
বর্তমানে পৃথিবীজুড়ে একটি গুরুতর পরিবেশগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক দূষণ। এটি এমন একটি উপাদান, যা আধুনিক জীবনে অপরিহার্য হয়ে উঠেছে, তবে এর অতিরিক্ত ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে পরিবেশে বিপুল পরিমাণে প্লাস্টিক বর্জ্য সৃষ্টি হচ্ছে। এবার বিজ্ঞানীরা একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এই পদ্ধতিতে প্লাস্টিক বর্জ্য ভাঙতে বাতাসের আর্দ্রতা ব্যবহার করা হয়েছে। আর এই প্রক্রিয়ায় প্লাস্টিক ভেঙে মূল্যবান বস্তুতে পরিণত করছেন তাঁরা।
গবেষকেরা সাধারণ ধরনের প্লাস্টিকের সঙ্গে একটি সস্তা ক্যাটালিস্ট (অনুঘটক) প্রয়োগ করেন এবং সেটিকে বাতাসের আর্দ্রতায় রেখে দেন। এর মাধ্যমে মাত্র ৪ ঘণ্টায় ৯৪ শতাংশ প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম হয়েছেন তাঁরা।
এই প্রক্রিয়ায় প্লাস্টিকটি টেরেফথালিক অ্যাসিড (টিপিএ) নামক একটি মূল্যবান পদার্থে পরিণত হয়, যা পলিয়েস্টারের প্রধান উপাদান। আর ‘টিপিএ’কে পুনর্ব্যবহার বা আরও মূল্যবান বস্তুতে রূপান্তরিত করা সম্ভব। ফলে এটি বর্তমান প্লাস্টিক পুনর্ব্যবহার পদ্ধতিগুলোর তুলনায় সস্তা এবং নিরাপদ বিকল্প হিসেবে কাজ করে। গবেষণার ফলাফল ৩ ফেব্রুয়ারি গ্রিন কেমিস্ট্রি জার্নালে প্রকাশিত হয়েছে।
এক বিবৃতিতে বলেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণার সহলেখক ইয়োসি ক্রাটিশ বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্লাস্টিক দূষণের শীর্ষে রয়েছে এবং আমরা সেই প্লাস্টিকের মাত্র ৫ শতাংশ পুনর্ব্যবহার করি। আমাদের গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—আমরা বাতাস থেকে আর্দ্রতা ব্যবহার করে প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম হয়েছি, যা একটি অত্যন্ত পরিশোধিত এবং কার্যকরী প্রক্রিয়া। প্লাস্টিকের মৌলিক উপাদানগুলো পুনরুদ্ধার করে, আমরা সেগুলোকে পুনর্ব্যবহার বা আরও মূল্যবান বস্তুতে রূপান্তর করতে পারব।’
প্লাস্টিক বর্জ্য ক্রমবর্ধমান একটি সমস্যা। ইউরোপীয় পরিবেশ সংস্থার মতে, পৃথিবীতে এখন পর্যন্ত যত প্লাস্টিক তৈরি হয়েছে, তার অর্ধেকেরও বেশি প্লাস্টিক ২০০০ সালের পর উৎপাদিত হয়েছে এবং ২০৫০ সালের মধ্যে বার্ষিক উৎপাদন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত, যতটুকু প্লাস্টিক উৎপাদিত হয়েছে, তার মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছে। বাকি প্লাস্টিকগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবেশে থেকে যাচ্ছে, যা জীবজগতের ক্ষতি সাধন করছে এবং মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে।
গবেষকেরা প্লাস্টিকের একটি সাধারণ ধরনের পলিইথিলিন টেরেফথালেট (পিইটি) ভাঙতে মোলিবডেনাম ক্যাটালিস্ট (রুপালি রঙের নমনীয় ধাতু) এবং সক্রিয় কার্বন ব্যবহার করেছেন। এই মিশ্রণটি উত্তপ্ত করলে প্লাস্টিকের রাসায়নিক বন্ধন ভেঙে যায়।
এরপর, যখন মিশ্রণটি বাতাসের সংস্পর্শে আসে, তখন এটি টেরেফথালিক অ্যাসিড (টিপিএ) এবং অ্যাসিটালডিহাইড নামক একটি মূল্যবান রাসায়নিক উপাদান উৎপন্ন করে।
গবেষকেরা যখন মিশ্রিত প্লাস্টিকের ওপর এই পদ্ধতি পরীক্ষা করেন, তারা দেখতে পান যে এটি শুধু পলিয়েস্টার (পিইটি) ধরনের প্লাস্টিকের ওপর কাজ করে। এর ফলে, প্লাস্টিকগুলো আলাদা করে সাজানোর প্রয়োজন হয় না। এটি প্লাস্টিকের বোতল, টি-শার্ট এবং রঙিন প্লাস্টিকেও কার্যকর, যেগুলো স্বচ্ছ টিপিএতে পরিণত হয়।
গবেষক ক্রাটিশ বলেন, ‘প্লাস্টিক ভেঙে ফেলার এই প্রক্রিয়াটি একেবারে নিখুঁতভাবে কাজ করেছে। তবে যখন আমরা অতিরিক্ত পানি যোগ করেছি, তখন এটি কাজ করা বন্ধ করে দিয়েছিল। কারণ, পানি বেশি হয়ে গিয়েছিল। যেভাবে বাতাসে থাকা নির্দিষ্ট পরিমাণ পানির মাধ্যমেই প্রক্রিয়াটি সফলভাবে কাজ করেছে। সেটাই সঠিক পরিমাণ ছিল।’
গবেষকদের পরবর্তী লক্ষ্য হলো—এই পদ্ধতিটিকে বৃহত্তর শিল্প পরিসরে প্রয়োগের উপযোগী করা।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে গবেষক ও গবেষণার লেখক নভিন মালিক বলেন, ‘আমাদের প্রযুক্তি প্লাস্টিক দূষণ উল্লেখযোগ্যভাবে কমাতে, প্লাস্টিকের পরিবেশগত প্রভাব হ্রাস করতে এবং এমন একটি সার্কুলার অর্থনীতি গড়তে সহায়তা করতে পারে, যেখানে উপাদানগুলো পুনর্ব্যবহার করা হয়, নষ্ট করা হয় না।’
তিনি আরও বলেন, ‘এটি একটি বাস্তব পদক্ষেপ, যা একটি পরিচ্ছন্ন এবং সবুজ ভবিষ্যতের দিকে নির্দেশ করে। এই গবেষণার ফলাফল দেখায় যে কীভাবে উদ্ভাবনী রসায়ন বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো সমাধান করতে পারে, যা প্রকৃতির সঙ্গে সংগতিপূর্ণ।’
তথ্যসূত্র: লাইভ সায়েন্স
সমুদ্রের নীরব ঘাতক হিসেবে পরিচিত হাঙর। কারণ অন্যান্য মাছের মতো শব্দ উৎপাদনকারী অঙ্গ এদের নেই। তবে এক নতুন গবেষণায় প্রথমবারের মতো বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, বেলুন ফাটানোর মতো শব্দ তৈরি করতে পারে এক প্রজাতির হাঙর।
৭ ঘণ্টা আগেমঙ্গলগ্রহে সবচেয়ে বড় জৈব যৌগ আবিষ্কার করেছে নাসার কিউরিওসিটি রোভার। গ্রহটিতে একসময় প্রাণের বিকাশ হয়েছিল কি না, তা জানার নতুন পথ খুলে দিল এই আবিষ্কার। এই জৈব যৌগগুলো ৩ দশমিক ৭ বিলিয়ন বছর পুরোনো একটি শিলার নমুনায় পাওয়া গেছে।
১ দিন আগেনিউরালিংক চিপ শুধু চিন্তাশক্তি ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রণে মাধ্যমে নোলান্ডকে কিছুটা হলেও স্বাভাবিক জীবনের স্বাদ দেওয়ার চেষ্টা করছে। এটি আসলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) নামে পরিচিত। মানুষ যখন অঙ্গপ্রত্যঙ্গ নাড়াচাড়া করার চিন্তা করে তখন মস্তিষ্কে দুর্বল বৈদ্যুতিক সংকেত তৈরি করে।
৩ দিন আগেশব্দকে শুধু একটি নির্দিষ্ট জায়গায় শ্রবণযোগ্য করে তোলাটা কঠিন। কারণ শব্দ তরঙ্গ উৎপত্তিস্থল থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে ডিফ্যাকশন বলে। এই প্রভাবটি সবচেয়ে বেশি প্রযোজ্য হয় নিম্ন কম্পাঙ্কের শব্দের ক্ষেত্রে। কারণ এ ধরনের শব্দের তরঙ্গদৈর্ঘ্য বড় হয়। এর ফলে, শব্দকে নির্দিষ্ট অঞ্চলে আটকে রাখা প্রায়
৩ দিন আগে