চাঁদের সবচেয়ে পরিষ্কার ছবি ইন্টারনেটে ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ১৫: ৩৪
Thumbnail image

চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে। 

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’ 

ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’ 

ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।

এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’ 

এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত