অনলাইন ডেস্ক
চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’
ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’
ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।
এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’
এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।
চাঁদের পরিষ্কার ছবি তুলে ইন্টারনেট ব্যবহারকারীদের তাক লাগিয়ে দিয়েছেন কুর্দি চিত্রগ্রাহক দারইয়া কাওয়া মির্জা। তাঁর তোলা ছবিটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ অক্টোবর মির্জা তাঁর রেডিট প্রোফাইল থেকে ‘আর/স্পেস’ নামের এক সাবরেডিটে ছবিটি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ৮ ইঞ্চি টেলিস্কোপ দিয়ে এত দিন যত ছবি তুলেছি, তার মধ্যে এটি সবচেয়ে পরিষ্কার চাঁদের ছবি।’
ছবিটি পোস্ট করার পর এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার আপভোট এবং ১ হাজার মন্তব্য করেছেন রেডিট ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী মির্জার পোস্টে মন্তব্য করেছেন, ‘চাঁদের এত সুন্দর ছবি আমি আগে কখনো দেখিনি।’ অন্য এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এখন পর্যন্ত চাঁদের সবচেয়ে সুন্দর ছবি এটি।’
ছবিতে চাঁদের আলোকিত অংশটিকে আরও পরিষ্কারভাবে দেখা গেছে। আমরা খালি চোখে চাঁদকে যেমন সাদা ও ধূসর রঙের দেখি, সেগুলো ছাড়াও অন্য আরও কয়েকটি রঙের বর্ণালি দেখা গেছে ছবিটিতে।
এ বিষয়ে মির্জা নিউজউইককে বলেন, ‘আমি সেলেস্ট্রন নেক্সটার এইটএসই মডেলের একটি টেলিস্কোপের সঙ্গে একটি ক্যানন ইওএস ১২০০ডি ক্যামেরা ব্যবহার করে এই ছবি তুলেছি। মোট ৩৬০টি ছবি তুলে ফটোশপের মাধ্যমে একত্রে যুক্ত করে এই পরিষ্কার ছবিটি পেয়েছি। এরপর মূল ছবিটির একাংশ কেটে আমি ছবিটি পোস্ট করেছি।’
এর আগে গত সপ্তাহে নাসার ইনস্টাগ্রাম পেজে সূর্য থেকে সৌর শিখা নির্গত হওয়ার ছবি ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে।
প্রথমবারের মতো নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট পাকিস্তানের প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ, দুর্যোগ মোকাবিলা, শহর পরিকল্পনা এবং কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
১১ ঘণ্টা আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
১৪ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১ দিন আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
১ দিন আগে