ক্রীড়া ডেস্ক
তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের রান ৫৮৬। স্বাগতিকদের সেই রান পাহাড়ই এখন টপকে যাওয়ার পথে আফগানিস্তান। বুলাওয়েতে আফগানরা তৃতীয় দিন পার করেছে প্রথম ইনিংসে ২ উইকেটে ৪২৫ রান নিয়ে। আগামীকাল তারা চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে ১৬১ রানে পিছিয়ে থেকে।
সফরকারীদের হয়ে জবাবটা দিয়েছেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন নিরবচ্ছিন্ন ৩৬১ রানের জুটি। টেস্টে এই জুটিই যেকোনো উইকেটে আফগানদের পক্ষে সর্বোচ্চ। এর আগেরটিতেও রয়েছে হাশমতউল্লাহর নাম। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আসগর আফগানকে নিয়ে ৩০৭ রানের জুটি গড়েছিলেন তিনি।
জিম্বাবুয়েনদের সারা দিন কেটেছে দৌড়ের ওপর, উইকেটবিহীন। টেস্টে এ নিয়ে ২৬ তম বারের মতো একটি দিন কাটল উইকেট ছাড়া। সবশেষ এমনটা ঘটেছিল ২০২১ সালে, ব্রিজটাউনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। লাল বলে এবারই প্রথম উইকেটবিহীন দিন কাটল জিম্বাবুয়ের।
আফগানিস্তান দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। রহমত ৪৯ ও হাসমতউল্লাহ ১৬ রানে ব্যাটিংয়ে নামেন। আর আজকেও তাঁরা মাঠও ছাড়েন অপরাজিত থেকে। রহমত ৪১৬ বলে ২৩ চার ও ৩ ছয়ে করেন ২৩১ রান, হাসমতউল্লাহ ২৭৬ বলে ১৬ চারে ১৪১। তাঁর রেকর্ড ভেঙেই আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রহমত।
২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন হাশমতউল্লাহ। একই প্রতিপক্ষের বিপক্ষেই প্রায় চার বছর পর টেস্টে দ্বিতীয় দ্বিশতকের দেখা পেল আফগানরা।
তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের রান ৫৮৬। স্বাগতিকদের সেই রান পাহাড়ই এখন টপকে যাওয়ার পথে আফগানিস্তান। বুলাওয়েতে আফগানরা তৃতীয় দিন পার করেছে প্রথম ইনিংসে ২ উইকেটে ৪২৫ রান নিয়ে। আগামীকাল তারা চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে ১৬১ রানে পিছিয়ে থেকে।
সফরকারীদের হয়ে জবাবটা দিয়েছেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন নিরবচ্ছিন্ন ৩৬১ রানের জুটি। টেস্টে এই জুটিই যেকোনো উইকেটে আফগানদের পক্ষে সর্বোচ্চ। এর আগেরটিতেও রয়েছে হাশমতউল্লাহর নাম। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আসগর আফগানকে নিয়ে ৩০৭ রানের জুটি গড়েছিলেন তিনি।
জিম্বাবুয়েনদের সারা দিন কেটেছে দৌড়ের ওপর, উইকেটবিহীন। টেস্টে এ নিয়ে ২৬ তম বারের মতো একটি দিন কাটল উইকেট ছাড়া। সবশেষ এমনটা ঘটেছিল ২০২১ সালে, ব্রিজটাউনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। লাল বলে এবারই প্রথম উইকেটবিহীন দিন কাটল জিম্বাবুয়ের।
আফগানিস্তান দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। রহমত ৪৯ ও হাসমতউল্লাহ ১৬ রানে ব্যাটিংয়ে নামেন। আর আজকেও তাঁরা মাঠও ছাড়েন অপরাজিত থেকে। রহমত ৪১৬ বলে ২৩ চার ও ৩ ছয়ে করেন ২৩১ রান, হাসমতউল্লাহ ২৭৬ বলে ১৬ চারে ১৪১। তাঁর রেকর্ড ভেঙেই আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রহমত।
২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন হাশমতউল্লাহ। একই প্রতিপক্ষের বিপক্ষেই প্রায় চার বছর পর টেস্টে দ্বিতীয় দ্বিশতকের দেখা পেল আফগানরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উদ্বোধনী ম্যাচেই কাল দেখা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও তিন মৌসুম পর ফেরা দুর্বার রাজশাহীর। কাগজে-কলমে এবারের বিপিএলের সবচেয়ে শক্তিশালী দলও বলা হচ্ছে বরিশালকে। টুর্নামেন্ট শুরুর আগের দিন আজ খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ হুংকার দিয়েছেন, শক্তিশা
৩৫ মিনিট আগেওয়ানডে ও টি-টোয়েন্টির বর্ষসেরা মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের হওয়ার দৌড়ে আছেন শ্রীলঙ্কার দুজন, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে। টি-টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ইয়ার হওয়ার সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা
২ ঘণ্টা আগেসবকিছু ঠিক থাকলে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন ম্যাচের ফল হবে, এটাই ছিল অনুমেয়। দিনটায় এতটা রোমাঞ্চ ছড়াবে, সেটি হয়তো চিন্তার করার লোক কমই ছিল। কিন্তু ম্যাচটা তো বিশেষ ‘তকমা’ পাওয়া—চোকার দক্ষিণ আফ্রিকা ও আনপ্রেডিক্টেবল পাকিস্তানের। অগ্রিম কিছু ভেবে থাকলেও মুহূর্তেই সেই ভাবনা বদলে যেতে....
৩ ঘণ্টা আগে