ক্রীড়া ডেস্ক
তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের রান ৫৮৬। স্বাগতিকদের সেই রান পাহাড়ই এখন টপকে যাওয়ার পথে আফগানিস্তান। বুলাওয়েতে আফগানরা তৃতীয় দিন পার করেছে প্রথম ইনিংসে ২ উইকেটে ৪২৫ রান নিয়ে। আগামীকাল তারা চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে ১৬১ রানে পিছিয়ে থেকে।
সফরকারীদের হয়ে জবাবটা দিয়েছেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন নিরবচ্ছিন্ন ৩৬১ রানের জুটি। টেস্টে এই জুটিই যেকোনো উইকেটে আফগানদের পক্ষে সর্বোচ্চ। এর আগেরটিতেও রয়েছে হাশমতউল্লাহর নাম। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আসগর আফগানকে নিয়ে ৩০৭ রানের জুটি গড়েছিলেন তিনি।
জিম্বাবুয়েনদের সারা দিন কেটেছে দৌড়ের ওপর, উইকেটবিহীন। টেস্টে এ নিয়ে ২৬ তম বারের মতো একটি দিন কাটল উইকেট ছাড়া। সবশেষ এমনটা ঘটেছিল ২০২১ সালে, ব্রিজটাউনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। লাল বলে এবারই প্রথম উইকেটবিহীন দিন কাটল জিম্বাবুয়ের।
আফগানিস্তান দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। রহমত ৪৯ ও হাসমতউল্লাহ ১৬ রানে ব্যাটিংয়ে নামেন। আর আজকেও তাঁরা মাঠও ছাড়েন অপরাজিত থেকে। রহমত ৪১৬ বলে ২৩ চার ও ৩ ছয়ে করেন ২৩১ রান, হাসমতউল্লাহ ২৭৬ বলে ১৬ চারে ১৪১। তাঁর রেকর্ড ভেঙেই আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রহমত।
২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন হাশমতউল্লাহ। একই প্রতিপক্ষের বিপক্ষেই প্রায় চার বছর পর টেস্টে দ্বিতীয় দ্বিশতকের দেখা পেল আফগানরা।
তিন সেঞ্চুরিতে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের রান ৫৮৬। স্বাগতিকদের সেই রান পাহাড়ই এখন টপকে যাওয়ার পথে আফগানিস্তান। বুলাওয়েতে আফগানরা তৃতীয় দিন পার করেছে প্রথম ইনিংসে ২ উইকেটে ৪২৫ রান নিয়ে। আগামীকাল তারা চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে ১৬১ রানে পিছিয়ে থেকে।
সফরকারীদের হয়ে জবাবটা দিয়েছেন রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি। তৃতীয় উইকেটে দুজনে গড়েছেন নিরবচ্ছিন্ন ৩৬১ রানের জুটি। টেস্টে এই জুটিই যেকোনো উইকেটে আফগানদের পক্ষে সর্বোচ্চ। এর আগেরটিতেও রয়েছে হাশমতউল্লাহর নাম। ২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষেই আসগর আফগানকে নিয়ে ৩০৭ রানের জুটি গড়েছিলেন তিনি।
জিম্বাবুয়েনদের সারা দিন কেটেছে দৌড়ের ওপর, উইকেটবিহীন। টেস্টে এ নিয়ে ২৬ তম বারের মতো একটি দিন কাটল উইকেট ছাড়া। সবশেষ এমনটা ঘটেছিল ২০২১ সালে, ব্রিজটাউনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে। লাল বলে এবারই প্রথম উইকেটবিহীন দিন কাটল জিম্বাবুয়ের।
আফগানিস্তান দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রান নিয়ে। রহমত ৪৯ ও হাসমতউল্লাহ ১৬ রানে ব্যাটিংয়ে নামেন। আর আজকেও তাঁরা মাঠও ছাড়েন অপরাজিত থেকে। রহমত ৪১৬ বলে ২৩ চার ও ৩ ছয়ে করেন ২৩১ রান, হাসমতউল্লাহ ২৭৬ বলে ১৬ চারে ১৪১। তাঁর রেকর্ড ভেঙেই আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন রহমত।
২০২১ সালে আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২০০ রান করেছিলেন হাশমতউল্লাহ। একই প্রতিপক্ষের বিপক্ষেই প্রায় চার বছর পর টেস্টে দ্বিতীয় দ্বিশতকের দেখা পেল আফগানরা।
জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
২৪ মিনিট আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগেমুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
২ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৪ ঘণ্টা আগে