ক্রীড়া ডেস্ক
একবার না পারিলে দেখ শতবার—বহুল প্রচলিত প্রবাদের সার্থকতা এবার দেখিয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। দুবাইয়ে গত রাতে প্রথমবারের মতো এই সংস্করণে শিরোপা জিতল হোয়াইট ফার্নস।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-দুবাইয়ে গত রাতে দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের। প্রথম শিরোপা হোয়াইট ফার্নস জিতল হেসেখেলে (৩২ রানে)। ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৩ রান। দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ব্যাটার ননকুলুলেকো ম্লাবা শট খেলতে গিয়ে সেটা মিস করেছেন।মুহূর্তেই উল্লাস শুরু নিউজিল্যান্ড দলে। অধিনায়ক সোফি ডিভাইন, অ্যামেলিয়া কার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে যান। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু বলেন, ‘সত্যিকার অর্থেই ব্যাপারটা পরাবাস্তব। দল নিয়ে অনেক অনেক গর্বিত। অবিশ্বাস্য মনে হচ্ছে। এই জয়টা বিশেষ কিছু।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না। টানা ১০ ম্যাচ হেরে হোয়াইট ফার্নস খেলতে আসে বিশ্বকাপের মঞ্চে। ভারতকে ৫৮ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করে নিউজিল্যান্ড। দুবাইয়ে শিরোপা জয়ের পর ট্রফি হাতে পোজ দিয়ে পিচের ওপর বসে পড়েন ডিভাইন। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক মুহূর্ত। আপনাদের সামনে ট্রফিসহ আসতে পেরেছি। নির্দিষ্ট কিছুর কথা বলা কঠিন। কারণ এখানে অনেক ব্যাপার আছে। আমি বলতে চাচ্ছি, সবাই ম্যাচগুলো নিয়ে ভেবেছে। কিন্তু কঠোর পরিশ্রমের গল্পের কথা তো সবাই জানে না। তবে পারফরম্যান্সের কথা যদি আপনি বলেন, আমি বলব ভারতই সুর বেঁধে দিয়েছে (নিউজিল্যান্ডের শিরোপা জয়ের)।’
ভারতকে হারানোর পরের ম্যাচেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। শারজায় হঠাৎ ধসে যাওয়া নিউজিল্যান্ড ৬০ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। সেখান থেকে কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল হোয়াইট ফার্নস। শ্রীলঙ্কা, পাকিস্তানকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকিট কাটে নিউজিল্যান্ড।
ডিফাইন গত রাতে শিরোপা জয়ের পর ভারত ম্যাচের কথা। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘নির্দিষ্ট কোনো ম্যাচ বা মুহূর্ত খুঁজে বের করা কঠিন। খুব সম্ভবত ভারত ম্যাচের কথা বলাই যায়। দক্ষিণ আফ্রিকায় সবশেষ যে বিশ্বকাপ খেলেছি, সেটার পর থেকে এই ম্যাচটাই ছিল পরিপূর্ণ পারফরম্যান্স। যেমনটা আমি বললাম যে এটাই দলটার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসেছে। সবাইকে একত্রিক করতে পেরেছে এবং আমরা যে এটা করতে পারি, সেই সাহস জুগিয়েছে।’
২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছিল নিউজিল্যান্ড। হোয়াইট ফার্নসের সেই হৃদয়বিদারক দুই ঘটনার সাক্ষী ছিলেন ডিভাইন। সে কারণেই গত রাতে শিরোপা জয়ের পর একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এবার তো শিরোপাখরা নিউজিল্যান্ড কাটিয়েছে তাঁর নেতৃত্বে। ট্রফি নিয়ে ডিভাইন, লি তাহুহু, সুজি বেটস-তিন অভিজ্ঞ ক্রিকেটার করেন বাঁধভাঙা উদযাপন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টানা দুইবার (২০২৩,২০২৪) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারল না।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার
বয়স দল সাল
সুজি বেটস ৩৭ বছর ৩৪ দিন নিউজিল্যান্ড ২০২৪
সোফি ডিভাইন ৩৫ বছর ৪৯ দিন নিউজিল্যান্ড ২০২৪
লি তাহুহু ৩৪ বছর ২৭ দিন নিউজিল্যান্ড ২০২৪
ক্লেয়ার টেলর ৩৩ বছর ২৬৯ দিন ইংল্যান্ড ২০০৯
শেলি নিটস্কি ৩৩ বছর ১৬৪ দিন অস্ট্রেলিয়া ২০১০
একবার না পারিলে দেখ শতবার—বহুল প্রচলিত প্রবাদের সার্থকতা এবার দেখিয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুইবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি নিউজিল্যান্ডের। দুবাইয়ে গত রাতে প্রথমবারের মতো এই সংস্করণে শিরোপা জিতল হোয়াইট ফার্নস।
দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড-দুবাইয়ে গত রাতে দুটি দলের জন্যই মঞ্চটা প্রস্তুত ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের। প্রথম শিরোপা হোয়াইট ফার্নস জিতল হেসেখেলে (৩২ রানে)। ১৫৯ রান তাড়া করতে নেমে শেষ বলে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৩৩ রান। দক্ষিণ আফ্রিকার টেলএন্ডার ব্যাটার ননকুলুলেকো ম্লাবা শট খেলতে গিয়ে সেটা মিস করেছেন।মুহূর্তেই উল্লাস শুরু নিউজিল্যান্ড দলে। অধিনায়ক সোফি ডিভাইন, অ্যামেলিয়া কার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দে আবেগপ্রবণ হয়ে যান। ম্যাচ শেষে নিউজিল্যান্ডের পেসার লি তাহুহু বলেন, ‘সত্যিকার অর্থেই ব্যাপারটা পরাবাস্তব। দল নিয়ে অনেক অনেক গর্বিত। অবিশ্বাস্য মনে হচ্ছে। এই জয়টা বিশেষ কিছু।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন একটা ভালো ছিল না। টানা ১০ ম্যাচ হেরে হোয়াইট ফার্নস খেলতে আসে বিশ্বকাপের মঞ্চে। ভারতকে ৫৮ রানে হারিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা শুরু করে নিউজিল্যান্ড। দুবাইয়ে শিরোপা জয়ের পর ট্রফি হাতে পোজ দিয়ে পিচের ওপর বসে পড়েন ডিভাইন। চ্যাম্পিয়ন হওয়ার পর সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘এটা আমাদের জন্য অসাধারণ এক মুহূর্ত। আপনাদের সামনে ট্রফিসহ আসতে পেরেছি। নির্দিষ্ট কিছুর কথা বলা কঠিন। কারণ এখানে অনেক ব্যাপার আছে। আমি বলতে চাচ্ছি, সবাই ম্যাচগুলো নিয়ে ভেবেছে। কিন্তু কঠোর পরিশ্রমের গল্পের কথা তো সবাই জানে না। তবে পারফরম্যান্সের কথা যদি আপনি বলেন, আমি বলব ভারতই সুর বেঁধে দিয়েছে (নিউজিল্যান্ডের শিরোপা জয়ের)।’
ভারতকে হারানোর পরের ম্যাচেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। শারজায় হঠাৎ ধসে যাওয়া নিউজিল্যান্ড ৬০ রানে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। সেখান থেকে কী দারুণভাবেই না ঘুরে দাঁড়াল হোয়াইট ফার্নস। শ্রীলঙ্কা, পাকিস্তানকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয়ে ফাইনালের টিকিট কাটে নিউজিল্যান্ড।
ডিফাইন গত রাতে শিরোপা জয়ের পর ভারত ম্যাচের কথা। নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘নির্দিষ্ট কোনো ম্যাচ বা মুহূর্ত খুঁজে বের করা কঠিন। খুব সম্ভবত ভারত ম্যাচের কথা বলাই যায়। দক্ষিণ আফ্রিকায় সবশেষ যে বিশ্বকাপ খেলেছি, সেটার পর থেকে এই ম্যাচটাই ছিল পরিপূর্ণ পারফরম্যান্স। যেমনটা আমি বললাম যে এটাই দলটার মধ্যে আত্মবিশ্বাস নিয়ে এসেছে। সবাইকে একত্রিক করতে পেরেছে এবং আমরা যে এটা করতে পারি, সেই সাহস জুগিয়েছে।’
২০০৯ ও ২০১০ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা খুইয়েছিল নিউজিল্যান্ড। হোয়াইট ফার্নসের সেই হৃদয়বিদারক দুই ঘটনার সাক্ষী ছিলেন ডিভাইন। সে কারণেই গত রাতে শিরোপা জয়ের পর একটু বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। এবার তো শিরোপাখরা নিউজিল্যান্ড কাটিয়েছে তাঁর নেতৃত্বে। ট্রফি নিয়ে ডিভাইন, লি তাহুহু, সুজি বেটস-তিন অভিজ্ঞ ক্রিকেটার করেন বাঁধভাঙা উদযাপন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা টানা দুইবার (২০২৩,২০২৪) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারল না।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বয়স্ক ক্রিকেটার
বয়স দল সাল
সুজি বেটস ৩৭ বছর ৩৪ দিন নিউজিল্যান্ড ২০২৪
সোফি ডিভাইন ৩৫ বছর ৪৯ দিন নিউজিল্যান্ড ২০২৪
লি তাহুহু ৩৪ বছর ২৭ দিন নিউজিল্যান্ড ২০২৪
ক্লেয়ার টেলর ৩৩ বছর ২৬৯ দিন ইংল্যান্ড ২০০৯
শেলি নিটস্কি ৩৩ বছর ১৬৪ দিন অস্ট্রেলিয়া ২০১০
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
২ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৪ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৫ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৬ ঘণ্টা আগে