নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে রেখে হবে মিউজিক ফেস্ট। সেই ফেস্টে কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। মিউজিক ফেস্ট দেখতে খরচ হবে মোটা অঙ্কের টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের দামসহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে। সর্বোচ্চ ১২ হাজার টাকা দাম প্লাটিনাম ক্যাটেগরির। গোল্ড ও সিলভার ক্যাটেগরির টিকিটের দাম ৮ হাজার ও ৬ হাজার টাকা। ৪ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা।
দেশি-বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টে এই অনুষ্ঠানে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল থাকছে বিপিএল মিউজিক ফেস্টে। মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে থাকছেন র্যাপার হান্নান, জেফাররা। এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি এলাকায় ১০০ আসন সংরক্ষণ করে রেখেছে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় বিপিএল ২০২৫ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শুরু হয়েছে এই লাইভ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২৪-২৫ বিপিএল।
বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন কারা
রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল
মাইলস
অ্যাভয়েড রাফা
মুজা
জেফার
সঞ্জয়
হান্নান
প্লাটিনাম | ১২ হাজার |
গোল্ড | ৮ হাজার |
সিলভার | ৬ হাজার |
গ্র্যান্ড স্ট্যান্ড | ৪ হাজার |
ক্লাব হাউজ | ২ হাজার ৫০০ |
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর সামনে রেখে হবে মিউজিক ফেস্ট। সেই ফেস্টে কিংবদন্তি সঙ্গীতজ্ঞ রাহাত ফতেহ আলী খানের সঙ্গে থাকছে বাংলাদেশের মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ড। মিউজিক ফেস্ট দেখতে খরচ হবে মোটা অঙ্কের টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে মিউজিক ফেস্টের টিকিটের দামসহ অনুষ্ঠানের শিল্পীদের নাম জানিয়েছে। সর্বোচ্চ ১২ হাজার টাকা দাম প্লাটিনাম ক্যাটেগরির। গোল্ড ও সিলভার ক্যাটেগরির টিকিটের দাম ৮ হাজার ও ৬ হাজার টাকা। ৪ হাজার টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। ক্লাব হাউজের টিকিটের দাম আড়াই হাজার টাকা।
দেশি-বিদেশি তারকা ব্যান্ড ও শিল্পীরা থাকছেন বিপিএল মিউজিক ফেস্টে এই অনুষ্ঠানে। রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল থাকছে বিপিএল মিউজিক ফেস্টে। মাইলস, অ্যাভয়েড রাফার মতো বিখ্যাত ব্যান্ডের সঙ্গে থাকছেন র্যাপার হান্নান, জেফাররা। এছাড়া জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জন্য ‘জোন ৩৬’ নামে একটি এলাকায় ১০০ আসন সংরক্ষণ করে রেখেছে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯টায় বিপিএল ২০২৫ মিউজিক ফেস্টের টিকিটের প্রচারণা শুরু হয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে শুরু হয়েছে এই লাইভ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এই ফেস্ট উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর বেলা আড়াইটায় খোলা হবে মিরপুরের গেট। বিকেল সাড়ে চারটায় আর কোনো দর্শককে ঢুকতে দেওয়া হবে না। ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে ২০২৪-২৫ বিপিএল।
বিপিএলের মিউজিক ফেস্টে থাকছেন কারা
রাহাত ফতেহ আলী খান ও তাঁর দল
মাইলস
অ্যাভয়েড রাফা
মুজা
জেফার
সঞ্জয়
হান্নান
প্লাটিনাম | ১২ হাজার |
গোল্ড | ৮ হাজার |
সিলভার | ৬ হাজার |
গ্র্যান্ড স্ট্যান্ড | ৪ হাজার |
ক্লাব হাউজ | ২ হাজার ৫০০ |
রভমান পাওয়েল কোনো রকমে খোঁচা লাগিয়েছেন। তবে আউটসাইড এজ হওয়া বল সৌম্য সরকার ধরতে পারলেন না। সজোরে আসা বল তাঁর হাত থেকে যেমন ফস্কে গেছে, তেমনি ব্যথায় কাতড়াতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে ফিজিও চলে আসেন মাঠে।
৪০ মিনিট আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ শুরুতে ধসে পড়া এখন খুব পরিচিত এক ঘটনা। প্রতিপক্ষ, সংস্করণ, ভেন্যু যা-ই হোক না কেন, এর বৃত্ত থেকে কিছুতেই বের হতে পারছে না তারা। সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দেখা গেছে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়।
১ ঘণ্টা আগেআগেই ফাঁস হয়েছিল, ফিফা বর্ষসেরার পুরস্কার ‘ফিফা দ্য বেস্ট’ পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফাঁস হওয়া সে খবরটাই সত্যি হয়েছে। ২০২৪ সালের ফিফা বর্ষসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তারকা। কাতারের দোহায় গতকাল রাতে আলোঝলমল মঞ্চে ফিফার নারী বর্ষসেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি, যিনি গতবারও জিতেছ
৯ ঘণ্টা আগেসেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
১৩ ঘণ্টা আগে