২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে শোনা গেল ভীতিকর এক খবর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে হামলার হুমকি পাওয়া গেছে। তবে সেই হামলার হুমকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কাজ করা ‘ক্যারিকম ইমপ্যাকস’ পেয়েছে এই হামলার তথ্য। ত্রিনিদাদের ‘ডেইলি এক্সপ্রেস’ নামে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, প্রো-ইসলামিক স্টেট (দায়েশ) নাসির পাকিস্তান নামের গ্রুপের মাধ্যমে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে। নাসির-ই-পাকিস্তান ইসলামিক স্টেট গ্রুপের বার্তাবাহক হিসেবে কাজ করছে। দ্বীপ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিইথ রাওলির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ক্যারিকম ও নিরাপত্তা-সংশ্লিষ্ট এজেন্সি বিশ্বকাপে হুমকি মোকাবিলায় কাজ করছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও জানা গেছে, আইসিসি ইভেন্টে বার্বাডোজ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হামলার বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছেন।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকির বিষয়ে জিজ্ঞেস করা হলে সিডব্লিউআই প্রধান নির্বাহী জনি গ্রেভস জানিয়েছেন, টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা তাঁরা করবেন। ক্রিকবাজকে গতকাল সন্ধ্যায় সিডব্লুআই প্রধান নির্বাহী বলেন, ‘আয়োজক দেশ ও শহরের কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি এবং ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি। ইভেন্টে ঝুঁকিপূর্ণ ঘটনা যেন না ঘটে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করছি। সবাইকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। শক্তিশালী নিরাপত্তার পরিকল্পনা আমরা করছি।’
১ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ৫৫ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে ও ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। বার্বাডোজ, গায়ানা, অ্যান্টিগা, ত্রিনিদাদ, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট—ক্যারিবীয় অঞ্চলের ছয় দেশে হবে ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ৩৯ ম্যাচ। ফাইনাল হবে বার্বাডোজে।
আরও পড়ুন:
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এরই মধ্যে শোনা গেল ভীতিকর এক খবর। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে হামলার হুমকি পাওয়া গেছে। তবে সেই হামলার হুমকি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
ক্যারিবীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে কাজ করা ‘ক্যারিকম ইমপ্যাকস’ পেয়েছে এই হামলার তথ্য। ত্রিনিদাদের ‘ডেইলি এক্সপ্রেস’ নামে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গেছে, প্রো-ইসলামিক স্টেট (দায়েশ) নাসির পাকিস্তান নামের গ্রুপের মাধ্যমে বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছে। নাসির-ই-পাকিস্তান ইসলামিক স্টেট গ্রুপের বার্তাবাহক হিসেবে কাজ করছে। দ্বীপ রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিইথ রাওলির উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ক্যারিকম ও নিরাপত্তা-সংশ্লিষ্ট এজেন্সি বিশ্বকাপে হুমকি মোকাবিলায় কাজ করছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও জানা গেছে, আইসিসি ইভেন্টে বার্বাডোজ আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হামলার বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছেন।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে হামলার হুমকির বিষয়ে জিজ্ঞেস করা হলে সিডব্লিউআই প্রধান নির্বাহী জনি গ্রেভস জানিয়েছেন, টুর্নামেন্টটি শান্তিপূর্ণভাবে আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা তাঁরা করবেন। ক্রিকবাজকে গতকাল সন্ধ্যায় সিডব্লুআই প্রধান নির্বাহী বলেন, ‘আয়োজক দেশ ও শহরের কর্তৃপক্ষের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করছি এবং ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করছি। ইভেন্টে ঝুঁকিপূর্ণ ঘটনা যেন না ঘটে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করছি। সবাইকে নিশ্চিত করতে চাই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি। শক্তিশালী নিরাপত্তার পরিকল্পনা আমরা করছি।’
১ থেকে ২৯ জুন পর্যন্ত চলবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো অংশ নিচ্ছে ২০ দল। ৫৫ ম্যাচের মধ্যে ১৬ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে ও ৩৯ ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। বার্বাডোজ, গায়ানা, অ্যান্টিগা, ত্রিনিদাদ, সেন্ট লুসিয়া ও সেন্ট ভিনসেন্ট—ক্যারিবীয় অঞ্চলের ছয় দেশে হবে ওয়েস্ট ইন্ডিজে নির্ধারিত ৩৯ ম্যাচ। ফাইনাল হবে বার্বাডোজে।
আরও পড়ুন:
এস্তাদিও অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতটা ছিল শুধুই বার্সেলোনার। ডর্টমুন্ডের বিপক্ষে ভক্ত-সমর্থকদের উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন রাফিনিয়া-রবার্ট লেভানডফস্কিরা। এই রাতে লিওনেল মেসির এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রাফিনিয়া।
১০ মিনিট আগেকনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
১ ঘণ্টা আগেডিপিএলে শাইনপুকুর ও গুলশানের ম্যাচে আজ দুটি আউটের ধরন নিয়ে সমালোচনার ঝড়। সাবেক-বর্তমান ক্রিকেটররা ধুয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এই তালিকায় যুক্ত হয়েছেন ইমরুল কায়েস। ইচ্ছে করেই যেন উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটার। ইমরুল তাঁদের প্রতি প্রশ্ন রেখেই বললেন, এই ক্রিকেটারদের দিয়ে কি দেশের প্রতিনিধি
১২ ঘণ্টা আগে