Ajker Patrika

ভারতের কাছে হারের পর ইংল্যান্ডের বড় দুঃসংবাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৯
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল জ্যাকব বেথেলের। ছবি: ক্রিকইনফো
চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল জ্যাকব বেথেলের। ছবি: ক্রিকইনফো

শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হলো। চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন জ্যাকব বেথেল। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার সেটা নিশ্চিত করেছেন।

কটকের বরাবাতি স্টেডিয়ামে গত রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। তাতে এক ম্যাচ আগেই সিরিজ হেরে গেছে ইংলিশরা। ভারতের কাছে হারের পর বেথেলকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাটলার। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে আমি অনেকটাই নিশ্চিত যে সে (বেথেল) চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছে। সত্যি এটা তার জন্য হতাশাজনক। আসলেই যে অন্যান্য দিনে ভালো খেলেছে এবং তারকা ক্রিকেটারদের অন্যতম একজন হয়েছে সে। এটা খুবই মন খারাপের মতো ব্যাপার যে চোটের কারণে তাকে বাদ পড়তে হচ্ছে।’

বাঁ পাশের হ্যামস্ট্রিং চোটের কারণেই মূলত চ্যাম্পিয়নস ট্রফি খেলা হচ্ছে না বেথেলের। নাগপুরে ৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ ওভারে ১৮ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। চোট পেয়েছেন এই ম্যাচেই। তবে গতকাল কটকে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ইংল্যান্ডের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলে বেথেলের কাভার হিসেবে এসেছেন টম ব্যান্টন। আজ ব্যান্টনের ভারতে আসার কথা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে পাচ্ছে ইংল্যান্ড। ২২ ফেব্রুয়ারি লাহোরে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বে ইংলিশদের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ২৬ ফেব্রুয়ারি লাহোরে হবে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। করাচিতে ১ মার্চ প্রোটিয়াদের মুখোমুখি হবে ইংলিশরা।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১ কিমি খোঁড়ার পর ঠিকাদার বুঝলেন, ভুল সড়কে কাজ করছেন

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত