রিজওয়ানদের ‘স্বার্থপর’ ব্যাটিংয়ের কঠোর সমালোচনা পিসিবি নির্বাচকের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ২২: ০০

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে প্রায়ই ওপরের সারিতে দেখা যায় পাকিস্তানি ব্যাটারদের। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকা ব্যাটারদের সেরা দশে দেখা যায় প্রায়ই। তবে পাকিস্তানি ব্যাটারদের ভালো অবস্থানে দেখেও খুশি নন মোহাম্মদ ওয়াসিম। পিসিবির সাবেক এই প্রধান নির্বাচকের মতে, দলের কথা চিন্তা না করে তারা ‘স্বার্থপর’ ব্যাটিং করেন।

আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে আছেন রিজওয়ান ও বাবর। শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের সঙ্গে ব্যবধান কমিয়েছেন রিজওয়ান। ১৩ পয়েন্ট বেড়ে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং এখন ৮১১। সর্বশেষ টি-টোয়েন্টিতে ৯৮ রান করে অপরাজিত ছিলেন পাকিস্তানি এই ওপেনার। শীর্ষে থাকা সূর্যকুমারের রেটিং ৯০৬। অন্যদিকে তিনে থাকা বাবরের রেটিং এখন ৭৫৬।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা তিনে রিজওয়ান-বাবররা থাকলেও সন্তুষ্ট নন ওয়াসিম। তাঁর মতে, তাদের ব্যাটিংয়ে ভুগছে পাকিস্তান। যেখানে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে ১৮ ওভার শেষে রিজওয়ানের স্কোর ছিল ৫৬ বলে ৯১ রান। পাকিস্তান ম্যাচও হেরে গিয়েছিল শেষ পর্যন্ত। পিসিবির সাবেক প্রধান নির্বাচক বলেন, ‘গত পাঁচ বছর দেখা যাচ্ছে ব্যাপারটা। ৪০ থেকে ৫০ আর ৯০ থেকে ১০০ রান-এমন অবস্থা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আমাদের ব্যাটাররা ব্যক্তিগত মাইলফলকের জন্য ধীর গতিতে ব্যাটিং করে। এটা দলকে অনেক ভোগায়।’

গত সোমবার পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও সেরা তিনে ছিলেন বাবর ও রিজওয়ান। ১৬২ রান করে দুইয়ে ছিলেন রিজওয়ান ও তিনে থাকা বাবর করেছিলেন ১৩০ রান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত