Ajker Patrika

সাংবাদিকের প্রশ্ন শুনে পাকিস্তানি ক্রিকেটারের মেজাজ খারাপ

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হতাশ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি: এএফপি
ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে হতাশ পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি: এএফপি

অধিনায়ক হওয়ার ‘জ্বালা’ কেমন, সেটা শান মাসুদ বুঝতে পারছেন। দল খারাপ খেললে তো কথাই নেই। সমালোচনার তির ধেয়ে আসে অধিনায়কের দিকে। এবার এক সাংবাদিকের প্রশ্ন শুনে মেজাজ হারালেন মাসুদ।

পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দুটি টেস্টই শেষ হয়েছে তিন দিনে। মুলতানে গতকাল দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পাকিস্তান হেরেছে ১২০ রানে। যদিও লক্ষ্য ছিল ২৫৪ রানের। শেষ হতে দুই ঘণ্টাও লাগেনি। এই টেস্টে দুই ইনিংস মিলে ২০ রানও করতে পারেনি মাসুদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয়েছিল তিনি (মাসুদ) কি স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়বেন নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে নির্দেশনার অপেক্ষায় আছেন।

অধিনায়কত্ব ছাড়ার প্রশ্ন আসতেই মাসুদ আর ঠাণ্ডা থাকতে পারেননি। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘যদি আপনি কোনো ঘটনা নিয়ে কথা বলতে চান, তাহলে বলতে পারেনি। তবে আপনার তথ্য পুরোপুরি ভুল। আপনার মতামতকে আমি শ্রদ্ধা করি। তবে আপনার প্রশ্ন অশ্রদ্ধায় ভর্তি। এমন অসম্মান কেউ সহ্য করবে না।’

মান-সম্মান নষ্ট হয় এমন প্রশ্ন শুধু অধিনায়কই নন, কাউকেই করা যাবে না বলে মনে করেন মাসুদ। পাকিস্তানি অধিনায়ক বলেন, ‘আমাকে এবং অন্যান্য ক্রিকেটারদের আপনি অসম্মান করতে পারেন না। আমরা সবাই পাকিস্তানের জন্য খেলি এবং ফল পেতে চাই। আপনার এটা বুঝতে হবে। কাউকে নিয়ে প্রশ্ন করতে পারেন আপনি। তবে দিনশেষে আমরা সবাই পাকিস্তানি ক্রিকেটার।’

অধিনায়ক হিসেবে মাসুদের পরিসংখ্যানও সন্তোষজনক নয়। তাঁর নেতৃত্বে পাকিস্তান ১২ টেস্ট খেলে জিতেছে কেবল ৩ ম্যাচ। হেরেছে ৯ টেস্ট। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। গতকাল ১২০ রানে জিতে ৩৪ বছর পর পাকিস্তানের মাঠে টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়।

আরও পড়ুন: নিজেদের পাতা ফাঁদে এভাবে ধরা খেল পাকিস্তান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আট মাসের পরিচয়, চার মাসে ‘বাগদান’

সৌদি রাষ্ট্রদূত নিয়ে ভিন্ন কথা বলছে মডেল মেঘনার পরিবার

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫ মিলিয়ন ডলার দাবি করেন মেঘনার সহযোগী সমির, পুলিশের প্রতিবেদন

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত