অনলাইন ডেস্ক
বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনে পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মাঠের খেলায় যত বিতর্কিত ঘটনাই ঘটুক, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিবেশ সচেতনতার কাজটা ভালোভাবেই করেছে বিসিবি।
বিপিএল ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘গারবেজম্যানে’র উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি। শূন্য বর্জ্যের (জিরো ওয়েস্ট) লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে মাঠ ও এর আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১৪৫০ কেজি বা দেড় মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংগ্রহ করা হয়েছে ৩২০.৭ কেজি বর্জ্য আর চট্টগ্রামে ১১২৮ কেজি।
নাম প্রকাশে অনিচ্ছুক গারবেজম্যানের একজন প্রতিনিধি বলেন, ‘বিপিএলের মতো বড় আসরে শূন্য বর্জ্যের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার নয়, ভবিষ্যতের ইভেন্টগুলোতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
এখনো পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সে পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার। বরং প্রশ্ন উঠেছে খেলার পরিচ্ছন্নতা নিয়ে।
বিশ্বের বড় বড় ক্রীড়া আয়োজনে পরিবেশ রক্ষায় নেওয়া নানা উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মাঠের খেলায় যত বিতর্কিত ঘটনাই ঘটুক, এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পরিবেশ সচেতনতার কাজটা ভালোভাবেই করেছে বিসিবি।
বিপিএল ও সরকারের যুব উৎসব উপলক্ষে সিলেট ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘গারবেজম্যানে’র উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ বর্জ্য ব্যবস্থাপনা কর্মসূচি। শূন্য বর্জ্যের (জিরো ওয়েস্ট) লক্ষ্যে পরিচালিত এই উদ্যোগের মাধ্যমে মাঠ ও এর আশপাশের এলাকা থেকে চট্টগ্রাম-সিলেটে প্রায় ১৪৫০ কেজি বা দেড় মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিলেটে সংগ্রহ করা হয়েছে ৩২০.৭ কেজি বর্জ্য আর চট্টগ্রামে ১১২৮ কেজি।
নাম প্রকাশে অনিচ্ছুক গারবেজম্যানের একজন প্রতিনিধি বলেন, ‘বিপিএলের মতো বড় আসরে শূন্য বর্জ্যের লক্ষ্য নিয়ে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষার নয়, ভবিষ্যতের ইভেন্টগুলোতে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবে।’
এখনো পর্যন্ত স্টেডিয়ামের ময়লা-আবর্জনা সংগ্রহে বিসিবি যতটা সফল হতে পেরেছে, মূল খেলাটা পরিচ্ছন্ন রাখতে সে পারদর্শিতা তারা দেখাতে পারেনি। পারিশ্রমিক ইস্যু, সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে নানা অনিয়ম ও অপেশাদারি কার্যক্রমে এই বিপিএলে যেন হতে চলেছে সবচেয়ে বিতর্কিত। খেলার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় খুব একটা সাফল্য মেলেনি এবার। বরং প্রশ্ন উঠেছে খেলার পরিচ্ছন্নতা নিয়ে।
ভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
১ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
২ ঘণ্টা আগেকিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
৩ ঘণ্টা আগেসবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। নিউজিল্যান্ডের অবস্থাও এমনি। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
৪ ঘণ্টা আগে