ক্রীড়া ডেস্ক
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে কী চলেছে, সেটা রীতিমতো অবাক করার মতো। মার্ক উড, জফরা আর্চার, আদিল রশিদ—যিনি বোলিংয়ে এসেছেন, তাঁকেই বেধড়ক পিটিয়েছেন অভিষেক শর্মা। ঝোড়ো সেঞ্চুরিতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এমন বিধ্বংসী ব্যাটিং দেখে অবাক ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পথচলা গত বছরের জুলাইয়ে। ভারতের জার্সিতে খেলছেন কেবল টি-টোয়েন্টি। সাত মাসের ক্যারিয়ারে এরই মধ্যে দুটি সেঞ্চুরি তাঁর। যার মধ্যে গত রাতে ৫৪ বলে ১৩৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৩ ছক্কা ও ৭ চার মেরেছেন। ম্যাচ শেষে অভিষেকের বিস্ফোরক সেঞ্চুরি নিয়ে প্রধান কোচ গম্ভীর বলেন, ‘আমি টি-টোয়েন্টিতে এর চেয়ে ভালো সেঞ্চুরি দেখিনি যেখানে প্রতিপক্ষের বোলাররা ঘণ্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বোলিং করেছে। এই ক্রিকেটাররা একে অন্যের বিপক্ষে অনেক ক্রিকেট খেলেছে। ভারতীয় ক্রিকেট তো এটাই। যখন ফল আপনার পক্ষে আসে, সবকিছু ভালোমতো চলে। ১৪০-১৫০ কোটি ভারতীয়কে প্রতিনিধিত্ব করার অর্থ কী, সেটা আমাদের ক্রিকেটাররা জানে।’
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ভারত আগেই জিতে গিয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতের ম্যাচটা ছিল তাই নিয়মরক্ষার। শেষ পর্যন্ত ১৫০ রানের বিশাল ব্যবধানে হেরে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ড সিরিজটা খুইয়েছে ৪-১ ব্যবধানে। যেখানে অভিষেকের থেকেই ৩৮ রান কম করেছে ইংল্যান্ড (১০.৩ ওভারে ৯৭ রানে অলআউট)। ম্যাচ শেষে বাটলার বলেন, ‘আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অভিষেক শর্মাকে কৃতিত্ব দিতে হবে। নিশ্চিত হয়ে কীভাবে শট খেলতে হয়, সেটা অভিষেককে দেখলাম। সে সত্যিই অসাধারণ খেলেছে।’
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদব সেটা প্রমাণ করতে পারেননি। করেছেন কেবল ২৮ রান। নিজের পারফরম্যান্স ভালো না হলেও সতীর্থর (অভিষেক) এমন ব্যাটিংয়ে রীতিমতো মুগ্ধ সূর্যকুমার। অভিষেকের ব্যাটিং নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘তার পরিবারের জন্য আমি সত্যিই অনেক খুশি। তারা অবশ্যই তার ইনিংস উপভোগ করেছেন। এটা দারুণ ছিল।’
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
২ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৮ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৯ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১০ ঘণ্টা আগে