অনলাইন ডেস্ক
বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।
বিপিএলের কয়েকটি দলের পারিশ্রমিক ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র সংস্কারের জটিলতা নিয়ে সাম্প্রতিক সময়ে বিস্তর আলোচনা-সমালোচনা হয়েছে। এসব কারণে স্থগিত হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। ক্রীড়া উপদেষ্টার দপ্তরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তাঁর পাঁচ মাসের মেয়াদে সবচেয়ে কঠিন সময় পার করছেন।
বিএনপিপন্থী ক্লাব সংগঠকদের বিভিন্ন দাবিদাওয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ক্রমাগত চাপের মুখে ফেলেছে। এ চাপ গিয়ে পড়েছে বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ওপরও। ক্লাব সংগঠকেরা সরাসরি তাঁর পদত্যাগের দাবিও তুলেছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
এমন অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে বিসিবিতে বসতে যাচ্ছে গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বেলা ৩টায় শুরু হতে যাওয়া এ সভায় প্রথম বিভাগ ক্রিকেট লিগের স্থগিত থাকার বিষয়টি আলোচ্যসূচিতে নেই বলে জানা গেছে। তবে বোর্ড সভাপতি বিষয়টি সমাধানে বিকল্প পথে এগোতে চান।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভাপতি ইতিমধ্যে কয়েকজন প্রভাবশালী ক্লাব সংগঠকের সঙ্গে আলোচনা করেছেন। ২০ দলের অধিনায়ক ও প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি প্রথম বিভাগ ক্রিকেট লিগ দ্রুত মাঠে ফেরানোর আশ্বাস দিয়েছেন। ক্লাব সংগঠকদের পক্ষ থেকে পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ নিয়ে যে দাবি উঠেছে, তা এড়িয়ে কীভাবে সহজ উপায়ে লিগ মাঠে গড়ানো যায়, সে বিষয়েও বোর্ডের বর্তমান পর্ষদে আলোচনা হতে পারে।
সভায় বিসিবির আর্থিক বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বিপিএলসংশ্লিষ্ট বিষয়গুলোও রয়েছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিগুলোর পারিশ্রমিক আদায় বা অনাদায়ের বিষয়ে নিরীক্ষা কমিটির প্রতিবেদন মূল্যায়নের বিষয়টি উঠে আসতে পারে।
ভারত, নিউজিল্যান্ড দুই দলই আছে দারুণ ছন্দে। দুটি দলই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুবাইয়ে আজ হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড ম্যাচটি হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
১ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, রশিদ খান, মোহাম্মদ নবী, রাচীন রবীন্দ্রর মতো ক্রিকেটাররা আইপিএল কাঁপাচ্ছেন নিয়মিত। এবার ইনজামাম উল হক চাইছেন, বিশ্বের সব ক্রিকেট বোর্ডই যেন আইপিএল বয়কট করে।
২ ঘণ্টা আগেকিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার এক বছরও হয়নি। গত বছরের জুনে চুক্তি স্বাক্ষরের পর জুলাইয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে ঘটা করে এক অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় এমবাপ্পেকে। স্প্যানিশ ক্লাবটিতে আসার পর তাঁর সময়টা কাটছে অম্লমধুর।
৩ ঘণ্টা আগেসবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে ভারত। নিউজিল্যান্ডের অবস্থাও এমনি। দুবাইয়ে আজ চ্যাম্পিয়নস ট্রফির ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে
৪ ঘণ্টা আগে