ক্রীড়া ডেস্ক
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি হাতে উল্লাস করার কথা ছিল জফরা আর্চারের। কিন্তু চোট সেটা করতে দেয়নি ইংল্যান্ডের পেসারকে। এবার অবশ্য সেই সুযোগ পাচ্ছেন তিনি। তাঁকে দলে রেখেই আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার আধ ঘণ্টা পরেই বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড। এক বছর পর ইংল্যান্ড দলে ফিরেছেন আর্চার। ২৯ বছর বয়সী পেসারের মতোই প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন ক্রিস জর্ডানও। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সী পেসারকে ডেড ওভারের ‘স্পেশালিস্ট’ হিসেবে দলে নিয়েছে ইংল্যান্ড। এ ছাড়া শেষ দিকে ব্যাটিংয়েও বেশ কার্যকরী তিনি।
ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন টম হার্টলি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নজর কাড়া বাঁহাতি স্পিনার জুটি বাঁধবেন লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে। দুই জেনুইন স্পিনারকে সঙ্গ দেবেন তিন অলরাউন্ডার মঈন আলি, উইল জ্যাকস এবং লিয়াম লিভিংস্টোন।
আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ফিল সল্ট, জনি বেয়ারস্টোকে ব্যাটিংয়ে সহায়তা করবেন বেন ডাকেট এবং ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া হ্যারি ব্রুক। আর সামনে থেকে তো নেতৃত্ব দেবেন জস বাটলার।
বাটলারের দলে পেস বোলিংয়ে আর্চারের সঙ্গে জুটি বাঁধবেন মার্ক উড, রিস টপলি এবং অলরাউন্ডার স্যাম কারান। আগামী ১ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, আদিল রশিদ, ফিল সল্ট, হ্যারি ব্রুক, রিস টপলি, টম হার্টলি, মার্ক উড, ক্রিস জর্ডান, উইল জ্যাকস।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি হাতে উল্লাস করার কথা ছিল জফরা আর্চারের। কিন্তু চোট সেটা করতে দেয়নি ইংল্যান্ডের পেসারকে। এবার অবশ্য সেই সুযোগ পাচ্ছেন তিনি। তাঁকে দলে রেখেই আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান চ্যাম্পিয়নরা।
দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার আধ ঘণ্টা পরেই বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড। এক বছর পর ইংল্যান্ড দলে ফিরেছেন আর্চার। ২৯ বছর বয়সী পেসারের মতোই প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন ক্রিস জর্ডানও। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ৩৫ বছর বয়সী পেসারকে ডেড ওভারের ‘স্পেশালিস্ট’ হিসেবে দলে নিয়েছে ইংল্যান্ড। এ ছাড়া শেষ দিকে ব্যাটিংয়েও বেশ কার্যকরী তিনি।
ইংল্যান্ডের ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন টম হার্টলি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে নজর কাড়া বাঁহাতি স্পিনার জুটি বাঁধবেন লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে। দুই জেনুইন স্পিনারকে সঙ্গ দেবেন তিন অলরাউন্ডার মঈন আলি, উইল জ্যাকস এবং লিয়াম লিভিংস্টোন।
আইপিএলে দুর্দান্ত ছন্দে থাকা ফিল সল্ট, জনি বেয়ারস্টোকে ব্যাটিংয়ে সহায়তা করবেন বেন ডাকেট এবং ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া হ্যারি ব্রুক। আর সামনে থেকে তো নেতৃত্ব দেবেন জস বাটলার।
বাটলারের দলে পেস বোলিংয়ে আর্চারের সঙ্গে জুটি বাঁধবেন মার্ক উড, রিস টপলি এবং অলরাউন্ডার স্যাম কারান। আগামী ১ জুন ২০ দলের টুর্নামেন্টটি শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, বেন ডাকেট, আদিল রশিদ, ফিল সল্ট, হ্যারি ব্রুক, রিস টপলি, টম হার্টলি, মার্ক উড, ক্রিস জর্ডান, উইল জ্যাকস।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে