ক্রীড়া ডেস্ক
প্রথম ওয়ানডেতে হঠাৎ ধসে পড়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ দলও। ২ উইকেটে ১২০ রান তুলে ইঙ্গিত দিচ্ছিল জয়ের। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে হেরেই যায় বাংলাদেশ।
দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে থিতু ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।
ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় শারজায় আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
মিরাজের মতে, ম্যাচটা তাঁদেরই শেষ করে আসা উচিত ছিল। কিন্তু বলের লাইন বোঝাই যেন কঠিন ব্যাপার ছিল মিরাজ-শান্তর জন্য। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’
মিরাজ বললেন ভুল করেছেন তাঁরা, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’ আফগানদের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ওয়ানডেতে হঠাৎ ধসে পড়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ দলও। ২ উইকেটে ১২০ রান তুলে ইঙ্গিত দিচ্ছিল জয়ের। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে হেরেই যায় বাংলাদেশ।
দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে থিতু ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।
ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় শারজায় আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’
মিরাজের মতে, ম্যাচটা তাঁদেরই শেষ করে আসা উচিত ছিল। কিন্তু বলের লাইন বোঝাই যেন কঠিন ব্যাপার ছিল মিরাজ-শান্তর জন্য। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’
মিরাজ বললেন ভুল করেছেন তাঁরা, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’ আফগানদের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।
জয় দিয়ে শুরু করতে চেয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও কোচ সারোয়ার ইমরান। ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত সেই জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তবে সে ম্যাচে এমন দুর্দান্ত পারফরম্যান্স করেছে যে দলকে নিয়ে বেড়ে গেছে প্রত্যাশা।
২৪ মিনিট আগেহারতেই যেন ভুলে গেছে বার্সেলোনা। সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল মিলে টানা ২৪ ম্যাচ অপরাজিত বার্সা। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে বার্সা।
১ ঘণ্টা আগেমুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
২ ঘণ্টা আগেমৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়বেন কেভিন ডি ব্রুইনা। সেই ঘোষণা তিনি আগেই দিয়েছেন। হতাশার এই মৌসুমে সিটিরও লিগ জেতার তেমন সম্ভাবনা নেই বললেই চলে। তবে বিদায়ের আগে সিটিকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলাতে চান ডি ব্রুইনা। তাঁর দুর্দান্ত ঝলকে দুই গোলে পিছিয়ে পড়েও আজ ক্রিস্টাল প্যালেসকে ৫-২ ব্যবধানে
১৪ ঘণ্টা আগে