Ajker Patrika

সবাইকে চমকে দিয়ে আবার বার্সায় ফিরছেন আলভেস

ক্রীড়া ডেস্ক
সবাইকে চমকে দিয়ে আবার বার্সায় ফিরছেন আলভেস

বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বার্সেলোনা। লিওনেল মেসির বিদায়ের পর এই মৌসুমে কাতালান ক্লাবটির অবস্থা শোচনীয়। বরখাস্ত হয়েছেন কোচ রোনাল্ড কোমান। নতুন কোচ হিসেবে গত সপ্তাহে দলের সঙ্গে যোগ দিয়েছেন ক্লাব কিংবদন্তি জাভি হার্নান্দেজ। জাভির সঙ্গে আরও এক পুরোনো সৈনিককে ফিরিয়ে এনেছে বার্সা, দানি আলভেস। তবে খেলোয়াড় হিসেবে।

ব্যাপারটা চমক জাগানিয়াই বটে। বয়স হয়ে গেছে ৩৮, বুট জোড়া তুলে রাখার সময়ও ঘনিয়ে এসেছে। দুঃসময়ে সেই আলভেসকেই স্মরণ করেছে বার্সা। তবে গত কদিন ধরেই গুঞ্জন চলছিল, প্রিয় ক্লাব বার্সায় ফিরছেন এই ব্রাজিলিয়ান তারকা। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই সত্যি হলো। এক বিবৃতিতে আলভেসকে ফেরানোর ব্যাপারটি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ। 

বার্সার নতুন কোচ জাভির এক সময়ের সতীর্থ ছিলেন আলভেস। কোচ হয়ে আসতেই আলভেসকে ফেরানোর চাওয়া ছিল জাভিরই। ফ্রি এজেন্ট হিসেবে এই ব্রাজিলিয়ান রাইটব্যাককে আবার চুক্তিবদ্ধ করেছে বার্সা। বিবৃতিতে কাতালান ক্লাবটি জানায়, এফসি বার্সেলোনা ও দানি আলভেস চলতি মৌসুমের বাকি সময়ের জন্য নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে। এই ব্রাজিলিয়ান আগামী সপ্তাহেই অনুশীলনে যোগ দেবেন। তবে জানুয়ারির আগে মাঠে নামতে পারবেন না। 

২০০৮ সালে সেভিয়া থেকে প্রথম বার্সাতে এসেছিলেন আলভেস। কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন টানা আট বছর। শিরোপা জিতেছেন ২৩টি। শোনা যায়, সাবেক ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৬ সালে বার্সা ছেড়ে জুভেন্টাসে নাম লেখান আলভেস। সর্বশেষ স্বদেশি ক্লাব সাও পাওলোতে খেলেছিলেন তিনি। তবে বেতন নিয়ে ঝামেলা হওয়ায় গত সেপ্টেম্বরে চুক্তি বাতিল করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত