নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের রেকর্ড মোটেও আশা জাগানিয়া নয়। ১৯৯৯ সালের মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপের সেমিফাইনালে মতিউর মুন্নার ‘গোল্ডেন গোলে’ জেতার পর গত ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ।
বাংলাদেশের এই জিততে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে ১২৬তম অবস্থানে ভারত। এশিয়ান বাছাইয়ে ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলবে বাংলাদেশ, সেখানেও ফেবারিট স্বাগতিকেরা। তবু এই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ। দলে হামজা চৌধুরীর উপস্থিতি ‘টনিক’ হিসেবে কাজ করেছে, তাঁকে পেয়ে উজ্জীবিত লাল-সবুজ শিবির। হামজাকে নিয়ে গতকাল বিকেলে শিলংয়ে পা রেখেছে বাংলাদেশ।
তবে দলীয় খেলা ফুটবলে একা হামজা কী করবেন, এটাই দেখার। মূলত ডিফেনসিভ মিডফিল্ডার হিসেবে খেলেন হামজা। দুই সেন্টারব্যাকের মাঝে থেকে রক্ষণ সামলানোই তাঁর আসল কাজ। আসল এই কাজের পরই আক্রমণের উৎস, সতীর্থদের ওপরে উঠে খেলার সুযোগ তৈরি করে থাকেন। তাই তাঁর কাছ থেকেই ‘এলেন, দেখলেন, জয় করলেন’ আশা করাটা হবে বেশি বাড়াবাড়ি। সেটা টিম ম্যানেজমেন্টও আশা করে বলে মনে হয় না। তবে তাঁর উপস্থিতি দলের মধ্যে একটা চাঙা ভাব এনে দিয়েছে, ‘আমাদের আছে হামজা’র আত্মবিশ্বাস তৈরি করেছেন, ভারতগামী বিমানে ওঠার আগে সেটাই বলে গেলেন দলের মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র, ‘হামজার দলে যোগ দেওয়াটা আমাদের খুব ভালো হয়েছে। ও খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। এটা ভালো একটা দিক। তার উপস্থিতিতে নতুন একটা দল হিসেবে ভারতের সঙ্গে খেলব আমরা।’ এই খেলায় জয়ের প্রত্যয়ও সোহেল রানার, ‘জয় দিয়ে শুরু করতে চাই আমরা। এই জয় যাতে হামজার জন্য উপহার হয়, সেই চেষ্টা করব আমরা।’
এই ম্যাচ ঘিরে ভালো প্রস্তুতির কথা বললেন সোহেল, ‘ভালো একটা প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছি। সৌদিতে ভালো একটা প্রস্তুতি ক্যাম্প করেছি আমরা।’
ভালো প্রস্তুতির কথা ডিফেন্ডার তপু বর্মণের মুখেও, ‘আমাদের প্রস্তুতিটা ভালো।’ সেটা আরও ভালো হবে ম্যাচের আগে কয়েকটি অনুশীলনে। সেটা দলের জন্য যেমন ভালো, তেমনি ভালো দলের সঙ্গে হামজার মানিয়ে নিতেও। তপু বলছেন, ‘দেশে আসার পর খুবই ব্যস্ত সময় কেটেছে হামজার। দেশে একটা অনুশীলন সেশন হয়েছে। শিলংয়ে আরও তিনটি অনুশীলন সেশন হবে। সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব কাজে দেবে।’ আর হামজাকে নিয়ে বললেন, ‘তার ফিটনেস বিশ্বমানের। খেলার মধ্যে আছে সে। ম্যাচের আগের অনুশীলন সেশনগুলোয় আমরা নিজেদের আরও গুছিয়ে নিতে পারব।’
হামজাকে পাওয়ায় দলের পরিবেশ পাল্টে গেছে বলে দাবি দলের ম্যানেজার আমের খানের, ‘ভারতের কাছে আমরা অনেকবার হেরেছি। কিন্তু হামজা যোগ দেওয়ায় দলের আবহটা পাল্টে গেছে। তার উপস্থিতিতে সতীর্থরা উজ্জীবিত। দলের বন্ডিংও জোরালো হয়েছে।’
‘কঠিন’ এই ম্যাচকে ঘিরে সবকিছু ঠিকঠাক পরিকল্পনামতো হচ্ছে বলে জানালেন আমের খান। কিন্তু দল চূড়ান্ত করার ক্ষেত্রে সে পরিকল্পনার ছাপ কোথায়! সৌদি থেকে দেশে ফেরার পর ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার কথা ছিল কাবরেরার। কিন্তু তিনি দল চূড়ান্ত করতে পারেননি। গত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষেও দল চূড়ান্ত করার আশ্বাস বাফুফের কর্তাদের দিয়েছিলেন কোচ। সেটাও হয়নি। শেষমেশ ২৪ জনকে নিয়ে উড়াল দেন কোচ।
ভারতের বিপক্ষে ফুটবলে বাংলাদেশের রেকর্ড মোটেও আশা জাগানিয়া নয়। ১৯৯৯ সালের মে মাসে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০০৩ সালে ঢাকায় সাফ গোল্ড কাপের সেমিফাইনালে মতিউর মুন্নার ‘গোল্ডেন গোলে’ জেতার পর গত ২২ বছরে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় যেন সোনার হরিণ।
বাংলাদেশের এই জিততে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৫। বাংলাদেশের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে ১২৬তম অবস্থানে ভারত। এশিয়ান বাছাইয়ে ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে যে ম্যাচটি খেলবে বাংলাদেশ, সেখানেও ফেবারিট স্বাগতিকেরা। তবু এই ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ। দলে হামজা চৌধুরীর উপস্থিতি ‘টনিক’ হিসেবে কাজ করেছে, তাঁকে পেয়ে উজ্জীবিত লাল-সবুজ শিবির। হামজাকে নিয়ে গতকাল বিকেলে শিলংয়ে পা রেখেছে বাংলাদেশ।
তবে দলীয় খেলা ফুটবলে একা হামজা কী করবেন, এটাই দেখার। মূলত ডিফেনসিভ মিডফিল্ডার হিসেবে খেলেন হামজা। দুই সেন্টারব্যাকের মাঝে থেকে রক্ষণ সামলানোই তাঁর আসল কাজ। আসল এই কাজের পরই আক্রমণের উৎস, সতীর্থদের ওপরে উঠে খেলার সুযোগ তৈরি করে থাকেন। তাই তাঁর কাছ থেকেই ‘এলেন, দেখলেন, জয় করলেন’ আশা করাটা হবে বেশি বাড়াবাড়ি। সেটা টিম ম্যানেজমেন্টও আশা করে বলে মনে হয় না। তবে তাঁর উপস্থিতি দলের মধ্যে একটা চাঙা ভাব এনে দিয়েছে, ‘আমাদের আছে হামজা’র আত্মবিশ্বাস তৈরি করেছেন, ভারতগামী বিমানে ওঠার আগে সেটাই বলে গেলেন দলের মিডফিল্ডার সোহেল রানা সিনিয়র, ‘হামজার দলে যোগ দেওয়াটা আমাদের খুব ভালো হয়েছে। ও খুব দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। এটা ভালো একটা দিক। তার উপস্থিতিতে নতুন একটা দল হিসেবে ভারতের সঙ্গে খেলব আমরা।’ এই খেলায় জয়ের প্রত্যয়ও সোহেল রানার, ‘জয় দিয়ে শুরু করতে চাই আমরা। এই জয় যাতে হামজার জন্য উপহার হয়, সেই চেষ্টা করব আমরা।’
এই ম্যাচ ঘিরে ভালো প্রস্তুতির কথা বললেন সোহেল, ‘ভালো একটা প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছি। সৌদিতে ভালো একটা প্রস্তুতি ক্যাম্প করেছি আমরা।’
ভালো প্রস্তুতির কথা ডিফেন্ডার তপু বর্মণের মুখেও, ‘আমাদের প্রস্তুতিটা ভালো।’ সেটা আরও ভালো হবে ম্যাচের আগে কয়েকটি অনুশীলনে। সেটা দলের জন্য যেমন ভালো, তেমনি ভালো দলের সঙ্গে হামজার মানিয়ে নিতেও। তপু বলছেন, ‘দেশে আসার পর খুবই ব্যস্ত সময় কেটেছে হামজার। দেশে একটা অনুশীলন সেশন হয়েছে। শিলংয়ে আরও তিনটি অনুশীলন সেশন হবে। সেটা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব কাজে দেবে।’ আর হামজাকে নিয়ে বললেন, ‘তার ফিটনেস বিশ্বমানের। খেলার মধ্যে আছে সে। ম্যাচের আগের অনুশীলন সেশনগুলোয় আমরা নিজেদের আরও গুছিয়ে নিতে পারব।’
হামজাকে পাওয়ায় দলের পরিবেশ পাল্টে গেছে বলে দাবি দলের ম্যানেজার আমের খানের, ‘ভারতের কাছে আমরা অনেকবার হেরেছি। কিন্তু হামজা যোগ দেওয়ায় দলের আবহটা পাল্টে গেছে। তার উপস্থিতিতে সতীর্থরা উজ্জীবিত। দলের বন্ডিংও জোরালো হয়েছে।’
‘কঠিন’ এই ম্যাচকে ঘিরে সবকিছু ঠিকঠাক পরিকল্পনামতো হচ্ছে বলে জানালেন আমের খান। কিন্তু দল চূড়ান্ত করার ক্ষেত্রে সে পরিকল্পনার ছাপ কোথায়! সৌদি থেকে দেশে ফেরার পর ২৩ সদস্যের চূড়ান্ত দল দেওয়ার কথা ছিল কাবরেরার। কিন্তু তিনি দল চূড়ান্ত করতে পারেননি। গত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শেষেও দল চূড়ান্ত করার আশ্বাস বাফুফের কর্তাদের দিয়েছিলেন কোচ। সেটাও হয়নি। শেষমেশ ২৪ জনকে নিয়ে উড়াল দেন কোচ।
ভারতের গিয়ে একের পর এক ঝামেলার মধ্যে পড়ছে বাংলাদেশ ফুটবল দল। এর প্রভাব বেশ ভালোভাবেই পড়ছে প্রস্তুতিতে৷ মানসিকভাবে অবশ্য খুব বেশি চাপ নিচ্ছেন না ফুটবলাররা। কিন্তু একটু তো বিরক্তি লাগছেই।
৪ ঘণ্টা আগেহামজা চৌধুরী দলে না থাকলে ভারত ম্যাচ নিয়ে কী ভাবতেন আপনি? অবশ্যই ফেবারিটের তালিকায় রাখতে হতো ভারতকেই। ফেবারিট হিসেবে ভারত এখনো থাকছে; কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। বাংলাদেশ দলে যোগ হয়েছে হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলার। তাঁকে কেন্দ্রে রেখে যে বাংলাদেশ কষছে দারুণ কিছুর ছক।
৭ ঘণ্টা আগেবছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি,
১১ ঘণ্টা আগেগুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে বিকেএসপিতে দুই ম্যাচের কোনোটিই মাঠে গড়ানো যায়নি। পরিত্যক্ত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ–গুলশান ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন–রূপগঞ্জ টাইগার্সের মধ্যকার ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবশ্য তেমন বাধার মুখে পড়তে হয়নি। তবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১ উইকেটে
১১ ঘণ্টা আগে