ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো সময় যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল ৩ ম্যাচেই। গতকাল রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম। তবে পুরো ম্যাচে লস ব্লাঙ্কোসদের নাচিয়ে ছাড়ল আটালান্টা।
বল দখল, আক্রমণ, গোলের লক্ষ্যে শটে এগিয়ে ছিল আটালান্টাই। কিন্তু ম্যাচের দশম মিনিটে গেউইস স্টেডিয়ামে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ৫০ তম গোল। ৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে চতুর্থ দ্রুততম গোলের ফিফটি।
চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করতে তার চেয়ে কম ম্যাচ লেগেছে রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) ও রবের্ত লেভানদোভস্কির (৭৭)। তবে এমবাপ্পে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেনজেমার লেগেছিল ৮৮ ও রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ।
তবে দারুণ এক গোল করে প্রথমার্ধে ৩৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। দিল জিতলেও আনচেলত্তির কিছুটা চিন্তাও যেন বাড়িয়ে গেলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে চার্লস ডি কেতেলায়ের সমতায় ফেরান আতালান্তাকে। ৫৬ মিনিটে ভিনির এবং তার ৩ মিনিট পর বেলিংহামের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় অতিথিরা।
আটালান্টাও মরিয়া হয়ে ওঠে গোলের জন্য ৬৫ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দারুণ এক গোল ব্যবধান কমন আদেমোলা লুকমান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে এমবাপ্পের উরুর চোটের কথা জানালেন আনচেলত্তি। রিয়াল কোচ বললেন, ‘ওর ঊরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে আমাদের। আপাতত গুরুতর মনে হচ্ছে না। তবে আমি জানি না। কালকে (আজ) দেখব আমরা। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এ জন্য তাকে বদল করেছি আমরা।’ আটালান্টাকে হারিয়ে ২৪ তম স্থান থেকে পয়েন্ট টেবিলে ১৮ তম স্থানে উঠে এসেছে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো সময় যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল ৩ ম্যাচেই। গতকাল রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম। তবে পুরো ম্যাচে লস ব্লাঙ্কোসদের নাচিয়ে ছাড়ল আটালান্টা।
বল দখল, আক্রমণ, গোলের লক্ষ্যে শটে এগিয়ে ছিল আটালান্টাই। কিন্তু ম্যাচের দশম মিনিটে গেউইস স্টেডিয়ামে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ৫০ তম গোল। ৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে চতুর্থ দ্রুততম গোলের ফিফটি।
চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করতে তার চেয়ে কম ম্যাচ লেগেছে রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) ও রবের্ত লেভানদোভস্কির (৭৭)। তবে এমবাপ্পে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেনজেমার লেগেছিল ৮৮ ও রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ।
তবে দারুণ এক গোল করে প্রথমার্ধে ৩৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। দিল জিতলেও আনচেলত্তির কিছুটা চিন্তাও যেন বাড়িয়ে গেলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে চার্লস ডি কেতেলায়ের সমতায় ফেরান আতালান্তাকে। ৫৬ মিনিটে ভিনির এবং তার ৩ মিনিট পর বেলিংহামের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় অতিথিরা।
আটালান্টাও মরিয়া হয়ে ওঠে গোলের জন্য ৬৫ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দারুণ এক গোল ব্যবধান কমন আদেমোলা লুকমান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে এমবাপ্পের উরুর চোটের কথা জানালেন আনচেলত্তি। রিয়াল কোচ বললেন, ‘ওর ঊরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে আমাদের। আপাতত গুরুতর মনে হচ্ছে না। তবে আমি জানি না। কালকে (আজ) দেখব আমরা। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এ জন্য তাকে বদল করেছি আমরা।’ আটালান্টাকে হারিয়ে ২৪ তম স্থান থেকে পয়েন্ট টেবিলে ১৮ তম স্থানে উঠে এসেছে রিয়াল
২০১৪ ব্রাজিল-জার্মানি সেমিফাইনালের ম্যাচ নিয়ে আলোচনা তো কম হচ্ছে না ১০ বছর ধরে। ব্রাজিলের বাজে পারফরম্যান্সে দলটির ভক্ত-সমর্থকদের অনেকে ‘সেভেন আপ’ বলে খেপান। দুঃসহ সেই ম্যাচের ফুটবলার অস্কার বহু দিন পর ফিরছেন ব্রাজিলে।
২ ঘণ্টা আগেআর্থিক কেলেঙ্কারির কারণে খেলোয়াড়দের শাস্তির ঘটনা নতুন কিছু নয়। অনেক সময় জড়িয়ে যান তাঁদের পরিবারের সদস্যরাও। কোটি টাকা আত্মসাতের এক মামলায় এবার ফেঁসে গেলেন ভারতের এক ক্রিকেটারের বাবা।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজটা আব্দুল্লাহ শফিকের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে নাম লিখিয়েছেন বিব্রতকর রেকর্ডে। পাকিস্তানের ‘ডাকের রাজা’কে এবার একাদশ থেকেই বাদ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে। ৪ ও ৫ মার্চ হবে দুই সেমিফাইনাল। ভারত সেমিফাইনালে উঠলে দুবাইয়ে খেলবে ৪ মার্চ।
৪ ঘণ্টা আগে