মোহামেডানের অপরাজেয় দৌড় থামিয়ে বসুন্ধরার ইতিহাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৮: ৪২

শেষ বাঁশি শুনতেই মাঠে শুয়ে পড়লেন বসুন্ধরা কিংসের দরিয়েলতন গোমেজ, মুখে অবিশ্বাস্যের হাসি। সামান্য দূরেই বসে মোহামেডানের মিনহাজুর আবেদিন রাকিব, বেশ বড় বড় শ্বাস নিচ্ছিলেন ম্যাচ শেষের ক্লান্তিতে। দুজনেই ম্যাচের গোল স্কোরার কিন্তু পার্থক্য বিস্তর। জোড়া গোল করে বসুন্ধরাকে ইতিহাসের অংশ বানিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান দরিয়েলতন। আর মিনহাজ এক গোল করে অনেক চেষ্টার পরও পারেননি মোহামেডানকে লিগে অপরাজিত রাখতে। 

আগের মৌসুমেই পেশাদার ফুটবলে প্রথম দল হিসেবে টানা চার লিগ শিরোপা জিতে অবিশ্বাস্য ইতিহাস গড়েছিল বসুন্ধরা। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ইতিহাসে নিজেদের স্থানটা আরও পাকাপোক্ত করে লিগের টানা পঞ্চম শিরোপাটাও আজ জিতে নিয়েছে অস্কার ব্রুজোনের দল, সেটাও আবার তিন ম্যাচ হাতে রেখেই। আজ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। এই ম্যাচের আগে মোহামেডানই ছিল একমাত্র দল যারা ছিল লিগে অপরাজেয় এবং যাদের কাছে লিগের প্রথম ভাগে একমাত্র হারটা হেরেছিল বসুন্ধরা। সেই সাদা-কালোদের হারিয়ে ইতিহাস গড়ার সঙ্গে মধুর প্রতিশোধটাও নেওয়া হয়ে গেছে অস্কার ব্রুজোনের দলের। 

শিরোপাজয়ী ম্যাচ জিতে বসুন্ধরার পয়েন্ট ১৫ ম্যাচে ৪০ পয়েন্টে সবার ধরা ছোঁয়ার বাইরে বসুন্ধরা। শেষ তিন ম্যাচে হারলেও তাদের ছুঁতে পারবে না কোনো দল। সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ২৮। ১২ পয়েন্টে পিছিয়ে থেকেও পয়েন্ট টেবিলে দুইয়ে আছে সাদা-কালোরা। ২৬ পয়েন্টে তিনে ছয় লিগ জয়ী আবাহনী। আবাহনীর সেই কীর্তি ছুঁতে আর মাত্র এক শিরোপা দূরে বসুন্ধরা। 

ম্যাচের দুই অর্ধের প্রথমভাগটা সম্পূর্ণ বসুন্ধরার দখলে।  ম্যাচের ১৩ মিনিটে প্রথম সুযোগটাকে কাজে লাগাতে পারেননি দরিয়েলতন গোমেজ। রবসন রবিনহোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর ফাঁকায় বল পেলেও ক্রসবারের ওপর দিয়ে শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। দুই মিনিট পর একই কায়দায় আবারও সুযোগ হারান দরিয়েলতন। 

দুই দফা সুযোগ নষ্ট করে তৃতীয় দফায় বসুন্ধরাকে এগিয়ে দেন দরিয়েলতন। ১৮ মিনিটে শেখ মোরসালিনের পাসে স্বদেশি মিগেল দামাশিনোর রক্ষণ চেরা পাসে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে পরাস্ত করে বলে জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

 ২৩ মিনিটে আবারও দরিয়েলতন পরীক্ষার সামনে সুজন হোসেন। তবে এই দফায় বক্সের ভেতর থেকে দরির শট ঠেকিয়ে দেন মোহামেডান গোলরক্ষক। 

বসুন্ধরার রক্ষণে বারবার হোঁচট খেতে থাকা মোহামেডান প্রথম সুযোগ পেল ম্যাচের ৩৯ মিনিটে গিয়ে। বক্সে ঢুকতে পারছিলেন না দেখে বাইরে থেকেই শট নেন মুজাফফরভ। মোহামেডানের উজবেক মিডফিল্ডারের বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকান বসুন্ধরা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। 

বিরতির পরপরই মোহামেডানকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যায় বসুন্ধরা কিংস। ৫২ মিনিটে শেখ মোরসালিনের কর্নার থেকে বল খুঁজে নেন ফাঁকায় দাঁড়ানো দরিয়েলতন গোমেজ। তাঁকে মার্কিংয়ে ধারে কাছেও ছিলেন না মোহামেডানের কোনো খেলোয়াড়। সহজ সুযোগটাকে কাজে লাগিয়ে দলকে পঞ্চম শিরোপার প্রান্তে পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান। তুলে নেন ম্যাচে নিজের দ্বিতীয় ও লিগে ১৩ তম গোল। 

দুই গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণে গতি বাড়ায় মোহামেডান। ৬৪ মিনিটে আরিফ হোসেনের শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণ। 

প্রথম লেগে কিংস অ্যারেনায় মিনহাজুর আবেদিন রাকিবের দূরপাল্লার শটে বসুন্ধরাকে তাদের মাটিতে প্রথম হারের স্বাদ দিয়েছিল মোহামেডান। ময়মনসিংহে সেই মিনহাজের গোলেই ম্যাচে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখে সাদা-কালোরা। ৬৬ মিনিটে নিজেদের মধ্যে বলের আদান-প্রদান করে হাসান মুরাদের টোকায় বাড়ানো বলে বসুন্ধরা গোলরক্ষককে হার মানান মিনহাজ। 

চার মিনিট পর ম্যাচে সমতায় প্রায় ফিরেই গিয়েছিল মোহামেডান। বক্সের ভেতর শাহরিয়ার ইমনের শট ঠেকান বসুন্ধরা গোলরক্ষক শ্রাবণ। ফিরতি বলে মুজাফফরভও শট রাখতে পারেননি লক্ষ্যে। ৮০ মিনিটে ডান প্রান্ত থেকে আরিফের শটও অল্পের জন্য পথ হারা। 

ম্যাচের শেষ ভাগেও ফেরার চেষ্টা করে গেছে মোহামেডান। যোগ করার সময়ের দ্বিতীয় মিনিটে ইম্যানুয়েল সানডের মাটি কামড়ানো শট ফিরিয়ে বসুন্ধরাকে আর বিপদে পড়তে দেননি গোলরক্ষক শ্রাবণ। ইতিহাস গড়লেও বসুন্ধরার উদ্‌যাপনটা হলো সাদামাটা, সব উৎসব দলটা যেন জমিয়ে রেখেছে পরের ম্যাচের জন্য। আগামী সপ্তাহে লিগে পরের ম্যাচটা বসুন্ধরা খেলবে নিজেদের মাঠ কিংস অ্যারেনায়, পুলিশ এফসির বিপক্ষে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত