Ajker Patrika

এবারও এমবাপ্পেকে পাচ্ছেন না দেশম

কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে এখনো সেভাবে ডানা মেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পরপরই সুইডেনে এক ধর্ষণ মামলার সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে সেই মামলায় এখনো দোষী প্রমাণিত হননি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। তবে সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তাঁর।

সেই কঠিন সময়ের কারণেই কি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলছেন না এমবাপ্পে? আজ তাঁকে বাইরে রেখেই উয়েফা নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

অবশ্য কেন এমবাপ্পেকে নভেম্বরের বিরতিতে রাখেননি সেটি পরিষ্কার করেছেন ফ্রান্সের কোচ। এ নিয়ে দেশম বলেছেন, ‘আমি কিলিয়ানের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি এভাবেই ভালো...এমবাপ্পে আমাদের সঙ্গে আসতে চেয়েছিল। এটা অন্য কারও সমস্যার কারণে নয়।’

গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও এমবাপ্পেকে দেখা যায়নি ফ্রান্সের জার্সিতে। রিয়ালে আসার পর ঊরুর চোটের কারণে অধিনায়ককে বিশ্রাম দিয়েছিলেন দেশম। তবে এবারও ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে পাচ্ছেন না তিনি।

দলের অধিনায়ককে ছাড়াই টানা দুটি আন্তর্জাতিক বিরতিতে খেলবে খেলবে ফরাসিরা। গত অক্টোবরে উয়েফা নেশনস লিগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছিল ইসরায়েল ও বেলজিয়ামকে।

আসন্ন নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য আজ আবারও দল ঘোষণা করেছেন দেশম। সেই তালিকাতেও নেই এমবাপ্পের নাম। আগামী ১৪ নভেম্বর নিজেদের মাঠে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। চার দিন পর যাবে মিলান সফরে, ইতালির বিপক্ষে খেলতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত