ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদে এখনো সেভাবে ডানা মেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পরপরই সুইডেনে এক ধর্ষণ মামলার সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে সেই মামলায় এখনো দোষী প্রমাণিত হননি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। তবে সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তাঁর।
সেই কঠিন সময়ের কারণেই কি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলছেন না এমবাপ্পে? আজ তাঁকে বাইরে রেখেই উয়েফা নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
অবশ্য কেন এমবাপ্পেকে নভেম্বরের বিরতিতে রাখেননি সেটি পরিষ্কার করেছেন ফ্রান্সের কোচ। এ নিয়ে দেশম বলেছেন, ‘আমি কিলিয়ানের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি এভাবেই ভালো...এমবাপ্পে আমাদের সঙ্গে আসতে চেয়েছিল। এটা অন্য কারও সমস্যার কারণে নয়।’
গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও এমবাপ্পেকে দেখা যায়নি ফ্রান্সের জার্সিতে। রিয়ালে আসার পর ঊরুর চোটের কারণে অধিনায়ককে বিশ্রাম দিয়েছিলেন দেশম। তবে এবারও ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে পাচ্ছেন না তিনি।
দলের অধিনায়ককে ছাড়াই টানা দুটি আন্তর্জাতিক বিরতিতে খেলবে খেলবে ফরাসিরা। গত অক্টোবরে উয়েফা নেশনস লিগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছিল ইসরায়েল ও বেলজিয়ামকে।
আসন্ন নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য আজ আবারও দল ঘোষণা করেছেন দেশম। সেই তালিকাতেও নেই এমবাপ্পের নাম। আগামী ১৪ নভেম্বর নিজেদের মাঠে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। চার দিন পর যাবে মিলান সফরে, ইতালির বিপক্ষে খেলতে।
রিয়াল মাদ্রিদে এখনো সেভাবে ডানা মেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার পরপরই সুইডেনে এক ধর্ষণ মামলার সঙ্গে নাম জড়ায় তাঁর। তবে সেই মামলায় এখনো দোষী প্রমাণিত হননি ২৫ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড। তবে সবকিছু মিলিয়ে কঠিন সময় যাচ্ছে তাঁর।
সেই কঠিন সময়ের কারণেই কি নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে খেলছেন না এমবাপ্পে? আজ তাঁকে বাইরে রেখেই উয়েফা নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
অবশ্য কেন এমবাপ্পেকে নভেম্বরের বিরতিতে রাখেননি সেটি পরিষ্কার করেছেন ফ্রান্সের কোচ। এ নিয়ে দেশম বলেছেন, ‘আমি কিলিয়ানের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। এটি এভাবেই ভালো...এমবাপ্পে আমাদের সঙ্গে আসতে চেয়েছিল। এটা অন্য কারও সমস্যার কারণে নয়।’
গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও এমবাপ্পেকে দেখা যায়নি ফ্রান্সের জার্সিতে। রিয়ালে আসার পর ঊরুর চোটের কারণে অধিনায়ককে বিশ্রাম দিয়েছিলেন দেশম। তবে এবারও ২৫ বছর বয়সী ফরোয়ার্ডকে পাচ্ছেন না তিনি।
দলের অধিনায়ককে ছাড়াই টানা দুটি আন্তর্জাতিক বিরতিতে খেলবে খেলবে ফরাসিরা। গত অক্টোবরে উয়েফা নেশনস লিগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছিল ইসরায়েল ও বেলজিয়ামকে।
আসন্ন নেশনস লিগের পরের দুই ম্যাচের জন্য আজ আবারও দল ঘোষণা করেছেন দেশম। সেই তালিকাতেও নেই এমবাপ্পের নাম। আগামী ১৪ নভেম্বর নিজেদের মাঠে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। চার দিন পর যাবে মিলান সফরে, ইতালির বিপক্ষে খেলতে।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
২০ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২২ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে