কোপা আমেরিকার ফাইনালটি আনহেল দি মারিয়ারও ‘ফাইনাল’। দলের জন্য নিবেদিতপ্রাণ দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। লিওনেল মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি এখনো কিছু না বললেও ধরে নেওয়া হচ্ছে, মহাদেশীয় এই টুর্নামেন্টে এটাই শেষ ম্যাচ দুজনের। নিজেদের সেরাটা দিয়ে এই ‘শেষ’টা তাঁরা রাঙাবেন, এটাই তো চাওয়া আলবিসেলেস্তেদের।
আর ফাইনালে দি মারিয়া গোল পেলে হারে না আর্জেন্টিনা! কথাটা কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান কথা বলছে এর সপক্ষেই। ২০২১ সালের কোপা আমেরিকাই বলুন কিংবা ২০২২ সালের ফিনালিসিমা—দুই ফাইনালেই আর্জেন্টিনা জিতেছে দি মারিয়ার গোলে। আর দলটির বড় অর্জনের স্মৃতি তো আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজাই থাকার কথা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন দি মারিয়া। তাহলে আরেকটি কোপা জিততে মরিয়া আর্জেন্টিনার হয়ে আজ আরও এক গোল করবেন দি মারিয়া—এটাই সহজ প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু এবার দি মারিয়ার জন্যই শিরোপা জিততে চাইছেন লিওনেল মেসি, ‘আমাদের উচ্ছ্বাসের মধ্যমণি অনেকবারই হয়েছে সে। দলের জন্য সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এই ফাইনাল খেলেই সে অবসর নেবে, যেটা তার প্রাপ্য।’
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা-বিশ্বকাপ-কোপা—ত্রিমুকুট জয়ের রেকর্ডও গড়বে। ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট জয়ের কৃতিত্ব স্পেনের। এবার কোপা জিতলে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়বে আর্জেন্টিনা।
আর এই ত্রিমুকুটের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তাকিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালের আগে এই টুর্নামেন্টে অবশ্য নিজের ছায়া হয়ে থেকেছেন। সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করেছেন। তবে মেসির সৃজনশীল রুদ্র রূপ এখনো দেখা যায়নি কোপায়। তাঁর মতো বড় মাপের খেলোয়াড় ফাইনালে জ্বলে উঠবেন, এমনটা আশা আলবিসেলেস্তেদের।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর্জেন্টিনা। ১২ নম্বরে কলম্বিয়া। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মেসির দল। এ পর্যন্ত দুই দলের ৪২ সাক্ষাতের ২৫টিতেই জিতেছে আর্জেন্টিনা। ৯টি কলম্বিয়া। তাই সব দিক থেকেই প্রাক্-ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা। তবে এই তথ্যটা স্কালানির দলের জন্য সুখকর নয়—টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
তবে আজ কলম্বিয়ার অজেয় যাত্রা আর্জেন্টিনা থামিয়ে দেবে বলেই মনে করেন ইভান জামরানো। তাঁর ভাষায়, ‘স্কালানির দলের সবাইকে ভেতর থেকেই জানেন। লম্বা সময় খেলে তারা এখন একটা ইউনিট এবং সেটা প্রমাণিত। বিশ্বেরসেরা সব খেলোয়াড় তাদের—এটা দলটির বাড়তি বোনাস। তারাই ফেবারিট।’
কোপা আমেরিকার ফাইনালটি আনহেল দি মারিয়ারও ‘ফাইনাল’। দলের জন্য নিবেদিতপ্রাণ দি মারিয়া আগেই জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের জার্সিতে এটাই তাঁর শেষ ম্যাচ। লিওনেল মেসি কিংবা নিকোলাস ওতামেন্দি এখনো কিছু না বললেও ধরে নেওয়া হচ্ছে, মহাদেশীয় এই টুর্নামেন্টে এটাই শেষ ম্যাচ দুজনের। নিজেদের সেরাটা দিয়ে এই ‘শেষ’টা তাঁরা রাঙাবেন, এটাই তো চাওয়া আলবিসেলেস্তেদের।
আর ফাইনালে দি মারিয়া গোল পেলে হারে না আর্জেন্টিনা! কথাটা কারও কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পরিসংখ্যান কথা বলছে এর সপক্ষেই। ২০২১ সালের কোপা আমেরিকাই বলুন কিংবা ২০২২ সালের ফিনালিসিমা—দুই ফাইনালেই আর্জেন্টিনা জিতেছে দি মারিয়ার গোলে। আর দলটির বড় অর্জনের স্মৃতি তো আর্জেন্টাইন সমর্থকদের মনে তরতাজাই থাকার কথা। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে গোল করেছিলেন দি মারিয়া। তাহলে আরেকটি কোপা জিততে মরিয়া আর্জেন্টিনার হয়ে আজ আরও এক গোল করবেন দি মারিয়া—এটাই সহজ প্রত্যাশা আলবিসেলেস্তে সমর্থকদের। কিন্তু এবার দি মারিয়ার জন্যই শিরোপা জিততে চাইছেন লিওনেল মেসি, ‘আমাদের উচ্ছ্বাসের মধ্যমণি অনেকবারই হয়েছে সে। দলের জন্য সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছে। এই ফাইনাল খেলেই সে অবসর নেবে, যেটা তার প্রাপ্য।’
মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা-বিশ্বকাপ-কোপা—ত্রিমুকুট জয়ের রেকর্ডও গড়বে। ইউরোপের প্রথম এবং একমাত্র দল হিসেবে ইউরো-বিশ্বকাপ-ইউরোর ত্রিমুকুট জয়ের কৃতিত্ব স্পেনের। এবার কোপা জিতলে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়বে আর্জেন্টিনা।
আর এই ত্রিমুকুটের জন্য আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তাকিয়ে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির দিকে। সেমিফাইনালের আগে এই টুর্নামেন্টে অবশ্য নিজের ছায়া হয়ে থেকেছেন। সেমিফাইনালে কানাডার বিপক্ষে গোল করেছেন। তবে মেসির সৃজনশীল রুদ্র রূপ এখনো দেখা যায়নি কোপায়। তাঁর মতো বড় মাপের খেলোয়াড় ফাইনালে জ্বলে উঠবেন, এমনটা আশা আলবিসেলেস্তেদের।
ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বর দল আর্জেন্টিনা। ১২ নম্বরে কলম্বিয়া। মুখোমুখি লড়াইয়েও এগিয়ে মেসির দল। এ পর্যন্ত দুই দলের ৪২ সাক্ষাতের ২৫টিতেই জিতেছে আর্জেন্টিনা। ৯টি কলম্বিয়া। তাই সব দিক থেকেই প্রাক্-ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা। তবে এই তথ্যটা স্কালানির দলের জন্য সুখকর নয়—টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া।
তবে আজ কলম্বিয়ার অজেয় যাত্রা আর্জেন্টিনা থামিয়ে দেবে বলেই মনে করেন ইভান জামরানো। তাঁর ভাষায়, ‘স্কালানির দলের সবাইকে ভেতর থেকেই জানেন। লম্বা সময় খেলে তারা এখন একটা ইউনিট এবং সেটা প্রমাণিত। বিশ্বেরসেরা সব খেলোয়াড় তাদের—এটা দলটির বাড়তি বোনাস। তারাই ফেবারিট।’
বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ গত আগস্টে দায়িত্ব নেওয়ার পর আর সব খাতের মতো সংস্কারের ঘোষণা দিয়েছিলেন। প্রায় আট মাস আগে দায়িত্ব নিয়ে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, আগের বোর্ড পরিচালনায় পাওয়া কিছু অসংগতির তদন্তে একটি বেসরকারি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অডিট করাবেন।
২ ঘণ্টা আগেএকের পর এক রেকর্ড গড়েই চলেছেন নিগার সুলতানা জ্যোতিরা। আর তাতে বিশ্বকাপ বাছাইয়ে নতুন উচ্চতায় দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ দলীয় স্কোর, রানের হিসাবে সবচেয়ে বড় জয়ের পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েন মেয়েরা। রেকর্ড গড়ার এই জয়ের ধারা ধরে রেখে
৮ ঘণ্টা আগেস্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল...
৯ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ নিয়ে যতটা হাইপ—ইন্টার মিলান ঠিক বিপরীত মেরুতে। নিভৃতে যেন বাধা ডিঙিয়ে ডিঙিয়ে ছুটছে সিমোন ইনজাঘির ‘আন্ডাররেটেড মাস্টারপিস’। যারা ২০২৪-২৫ মৌসুমে ইন্টারের খেলা দেখেন তাঁরা হয়তো ইনজাঘির মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল স্কালোনিরও মাঝে মাঝে সমন্বয়ও খুঁজে পেতে পারেন।
১০ ঘণ্টা আগে