ক্রীড়া ডেস্ক
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
জয়ের জন্য রাজশাহীর দরকার ১৯২ রান। এ লক্ষ্যে পৌঁছাতে যেমনটা শুরু হওয়া দরকার, দুর্বার রাজশাহীর ইনিংসের শুরুটা তেমন হয়নি। উল্টো ২০ রানে ৩ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তাসকিন আহমেদের রাজশাহী। ৪ রান করে জিসান, ৯ রানে মোহাম্মদ হারিস ও ৫ রান করে ইয়াসির আলী বিদায় নিয়েছেন। শুরুর এই বিপর্যয়ের পর আর মাথা উ
৭ মিনিট আগেপ্রথমবারের মতো মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে নাইজেরিয়া। নিজেদের ঐতিহাসিক টুর্নামেন্টে দারুণ এক অঘটনও ঘটিয়ে দিল তারা। আজ মালয়েশিয়ার কুচিংয়ে তারা ২ রানে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে।
৩৮ মিনিট আগেএটাই তাঁর প্রথম অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু মেলবোর্ন পার্কে যেভাবে খেললেন ১৯ বছর বয়সী লারনার তিয়েন; তাতে এটা তাঁর প্রথম অস্ট্রেলিয়ান বলে মেনে নেওয়াটা কঠিন। অবাছাই প্রতিযোগী হয়ে খেলতে এসে তরতরিয়ে উঠে যান চতুর্থ রাউন্ডে।
২ ঘণ্টা আগেচুক্তির বাইরে থাকলেও প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচগুলো পর্যবেক্ষণ করেছেন হাভিয়ের কাবরেরা। যে দুই প্রতিযোগিতায় স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি।
২ ঘণ্টা আগে