একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
একে একে মৌসুমের বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাদ পড়তে শুরু করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপের পর এবার কোপা দেল-রে থেকেও বিদায় নিল স্প্যানিশ জায়ান্টরা। রোমাঞ্চে ভরা ৫ গোলের ম্যাচে বার্সাকে হারিয়ে শেষ হাসি অ্যাথলেটিক বিলবাওয়ের। তাতে ১২০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৩-২ গোলে হেরে কোপা দেল রের শেষ ১৬ থেকে বিদায় নিয়েছে বার্সা।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ফিরে আসার লড়াই চালিয়েছিল বার্সা। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি জাভি হার্নান্দেজের দল। তাদের হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিলবাও। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণ শাণাতে পারেনি বার্সা। বিলবাওয়ের ১৯ শটের সাতটি যেখানে গোলপোস্ট তাক করে ছিল, বিপরীতে বার্সা সাত শটের তিনটি পোস্টে রাখতে পারে।
সান মামেসে ইকার মুনিয়ানের গোলে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বিলবাও। তবে ম্যাচের ২০ মিনিটে বার্সাকে সমতায় ফেরান ফার্নান্দো তোরেস। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বিলবাওকে আবার এগিয়ে দেন ইনিগো মার্টিনেজ।
বিলবাও এগিয়ে যাওয়ার পর আবার নাটক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত এক গোলে বার্সাকে ম্যাচে ফেরান পেদ্রি। তৃতীয়বার আর শেষ রক্ষা হয়নি বার্সার। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে বিলবাওর হয়ে জয়সূচক গোলটি করেন মুনিয়ান।
বার্সা না পারলেও পেরেছে রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে নির্ধারিত সময়ে গোল করতে পারেনি তারা। এর মধ্যে অতিরিক্ত সময়ের ১০২ মিনিটে তেতে মোরেনতেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক মার্সেলো। এর দুই মিনিট পর গঞ্জালো ভেরদুরের গোলে এগিয়ে যায় এলচে। ১০৮ মিনিটে ইসকোর গোলে সমতায় ফেরার পর রিয়ালের জয়সূচক গোলটি করেন এডেন হ্যাজার্ড।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসকে বহুল প্রচলিত এই কথাটি সামনে চলে আসে। একই রকম অপরাধ ফ্র্যাঞ্চাইজিটি আবারও করেছে। অধিনায়ক সঞ্জু স্যামসনকে করা হয়েছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
১ ঘণ্টা আগেরেকর্ড ২৭১ রান তোলার পরই বোঝা গিয়েছিল—থাইল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতিরা। শেষ পর্যন্ত প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০২৫ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে পাকিস্তানের এলসিসিএ মাঠে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়েছেন জ্যোতিরা।
১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচকে ঘিরে ফের আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ। মিরপুরে গতকাল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের স্ট্যাম্পিং আউটের ধরন দেখে অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ...
২ ঘণ্টা আগেওয়ানডেতে এর আগে নিগার সুলতানা জ্যোতির ফিফটি ছিল পাঁচটি। ছিল না কোনো সেঞ্চুরি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে আজ পেয়ে গেলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক তিনি ছুঁয়েছেন বাংলাদেশের ইনিংসের একেবারে শেষভাগে এসে।
৩ ঘণ্টা আগে