একই দিনে মোহামেডান-আবাহনীর হোঁচট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৪০
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১২

জ্বালাটা বেশি হতে পারে আবাহনীর। জিততে পারলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে যাওয়ার একটা ভালো সুযোগ ছিল আকাশি-নীলদের সামনে। ম্যাচে দুই গোলে এগিয়েও ছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল। কিন্তু দুই আবাহনীর লড়াইয়ে শেষ পর্যন্ত ‘ছোট’ চট্টগ্রাম আবাহনীকে হারাতে পারেনি ‘বড়’ আবাহনী। চিরপ্রতিদ্বন্দ্বীর মতো একই দিনে পয়েন্ট হারানোর যন্ত্রণায় পুড়েছে মোহামেডানও।

বিপিএল ফুটবলে আজ একই দিনে ড্র করে পয়েন্ট হারিয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনী। ময়মনসিংহে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে সাদা-কালোরা পয়েন্ট ভাগাভাগি করেছে গোলশূন্য ড্রয়ে। আর কুমিল্লায় দুই গোলে এগিয়ে থাকা আবাহনীকে ২-২ গোলে রুখে দিয়েছে চট্টগ্রাম আবাহনী। কিংস অ্যারেনায় ব্রাদার্স ইউনিয়নকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় জয় পেয়েছে শেখ রাসেল। 

মোহামেডান-আবাহনীর ড্রয়ে লাভটা হয়েছে বসুন্ধরা কিংসের। ৮ ম্যাচের ৪টিতেই ড্র করা মোহামেডান ১৬ পয়েন্টে নিজেদের দ্বিতীয় স্থানেই রেখেছে, যদিও শীর্ষে থাকা বসুন্ধরার চেয়ে তারা পিছিয়ে আছে ৫ পয়েন্ট। দুই ম্যাচ আগেও দুই দলের পয়েন্টের ব্যবধানটা ছিল মাত্র ১। পরপর দুই ম্যাচে ড্র করেছে মোহামেডান। ৮ ম্যাচে ১৪ পয়েন্টে তিনে থাকল আবাহনী। আকাশি-নীলদের পয়েন্ট কেড়ে ১০ পয়েন্টে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম।

কুমিল্লায় কর্নেলিয়াস স্টুয়ার্টের জোড়া গোলে ৩৬ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল আবাহনী। প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেওয়া চট্টগ্রাম দ্বিতীয়ার্ধে ফেরে সমতায়। স্টুয়ার্টের মতো এই ম্যাচে জোড়া গোল করেছেন চট্টগ্রামের ডেভিড ইফেগুয়ে। 

কিংস অ্যারেনায় এবারের বিপিএল মৌসুমে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন রাসেলের সেলেমানি ল্যান্ড্রি। তাঁর হ্যাটট্রিকে ব্রাদার্সকে ৪-১ গোলে হারিয়ে লিগে দ্বিতীয় জয় পেয়েছে রাসেল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত