কোচের সঙ্গে ঝগড়ার পরই দুঃসংবাদটা পেলেন ব্রাজিলের ফুটবলার

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ফ্লুমিনেন্স। ছবি: এএফপি

ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তি বাতিলের ঘটনা শোনা যায় প্রায় সময়ই। অনেক সময় ক্লাব কর্তৃপক্ষ বাতিল করে দেয়, কখনোবা ফুটবলারের পক্ষ থেকেই আসে সেই সিদ্ধান্ত। এবার ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলোর চুক্তি বাতিলের নেপথ্যের কারণটা একটু ভিন্ন।

দুই মাস বাকি থাকতেই মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিলের কথা গত রাতে নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হয়েছে বলেই দাবি ব্রাজিলিয়ান সিরি আ ক্লাবটির। বিস্তারিত কিছু না বললেও নেটিজেনদের অনেকে হয়তো ধরে নিয়েছেন কোচ ম্যানো মেনেজেসের সঙ্গে ঝগড়ার কারণেই মার্সেলোর চুক্তি বাতিল করেছে ফ্লুমিনেন্স। তেমনটা মনে না হওয়ার অন্য কী কারণ থাকতে পারে! যেখানে পরশু রাতেই গ্রেমিওর বিপক্ষে ম্যাচে মেনেজেসের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটেছে।

মারকানায় পরশু রাতে হয়েছে সিরি ‘আ’র ফ্লুমিনেন্স-গ্রেমিও ম্যাচ। সেই ম্যাচে মেনেজেস-মার্সেলোর ঝগড়ার দৃশ্য সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নির্ধারিত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামতে সাইডলাইনে দাঁড়িয়ে মার্সেলো। কাঁধে হাত রেখে তখন তাঁর (মার্সেলো) পাশে দাঁড়ান ফ্লুমিনেন্স কোচ মেনেজেস। মাঠে নামার আগমুহূর্তেই মেনেজেসকে উদ্দেশ্য করে মার্সেলোকে কিছু একটা বলতে দেখা যায়। সে কথা শুনেই মেজাজ খারাপ হয় ফ্লুমিনেন্স কোচের। কথা কাটাকাটির এক পর্যায়ে মার্সেলোকে হাত দিয়ে ধাক্কা মেরে সরান মেনেজেস। কোচ তখন জন কেনেডিকে ইশারায় ডাকতে থাকেন। মার্সেলো গিয়ে তৎক্ষণাৎ বেঞ্চে বসেন।

এমন ঘটনার পরই চুক্তি বাতিলের খবর এলেও মার্সেলো কোনো রকম কোনো মন্তব্য করেননি। মার্সেলোর সঙ্গে ক্লাবটির সম্পর্কের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘ফ্লুমিনেন্সের সঙ্গে প্রাতিষ্ঠানিক ও আবেগের যে বন্ধন, সেটা স্পর্শ করা যায় না।’ এর আগে মার্সেলোর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে ম্যাচ শেষে নিজের বক্তব্য দিয়েছিলেন মেনেজেস। মার্সেলোকে বদলি হিসেবে না নামানোর ব্যাখ্যায় মেনেজেস বলেন, ‘তখন আমি মার্সেলোকে নামাতে চাচ্ছিলাম। তবে এমন কিছু শুনেছি, যেটা আমার পছন্দ হয়নি। ফলে নিজের সিদ্ধান্ত বদলে ফেলি।’

২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দলে খেলে ফুটবলের যাত্রা শুরু মার্সেলোর। ২০০৫ সালে ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে অভিষেকও হয়ে যায়। পরবর্তীতে ২০০৭ সালে চলে যান রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটিতে ১৫ বছরে ২৫ ট্রফি জেতেন ব্রাজিলের এই ডিফেন্ডার। রিয়াল থেকে অলিম্পিয়াকোস হয়ে ২০২৩ সালে আবার তিনি ফেরেন শৈশবের ক্লাব ফ্লুমিনেন্সে। যদিও শেষটা তাঁর ভালো হয়নি। ৩২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ক্লাবটি সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় ১২ নম্বরে অবস্থান করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত