ক্রীড়া ডেস্ক
শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।
বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’
রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।
শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।
বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’
রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
৩০ মিনিট আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে